Hellllloooooo! কেমন আছেন আপনারা ? নিশ্চই ভাল।অনেক দিন পর আবার আরেক টা টিউন শেয়ার করব আপনাদের সাথে।
আমি মোটামুটি ভাল শান্তিতে নাই! যাই হোক, কাজের কথায় আসি। windows 8 , বিশবখ্যাত মাইক্রসফট কর্পোরেশন এর শেষ অপারেটিং সিস্টেম।অনেক জল্পনা কল্পনা এর পর অবশেষ এ মনের আনন্দে ল্যাপটপ এ লাগাইলাম! ভালই ! ভিজুয়াল আপস, স্টার্ট স্ক্রিন সব দেখে মন ভরে গেল । আবার অনেক ঝক্কি ঝামেলার পরে আক্টিভ ও কইরা ফালাইছি 😀 । কিন্তু সমস্যা বাজলো এক জায়গায় । জানালা ৮ এর মেট্র আপস গুলা নেট কানেক্ট করলে আজাইরা ব্যান্ডউইথ খায়। আমার মনে হয় এই ঝামেলায় পরে নাই এমন মানুসের সংখ্যা নেহাত কম না। আমি নিজেও ভুগছি অনেক দিন 🙁 আমার ২ বন্ধু মনের দুঃখে আবার সেভেন ইন্সটল দিছে । যাই হক , মাইক্রসফট windows 8 এর জন্য limit reserv bandwith করে দিছে , মানে আমদের নেট কানেকশন যদি ১০০% ভাগ হয় , তার শতকরা ৮০% লাগবে উইন্ডোজ এর , আর মাত্র ২০% এ আমরা নেট ব্রাউজ করি । জার কারনে ৮০% ভাগ মেগাবাইট লাগে windows 8 এর আপস গুলোর জন্য । বলা বাহুল্য , যার কারনে নেট কানেক্ট করলে মেগাবাইট খুইজা পাই নাহ!!!!!!! আমার মনে হয় যারা জানেন তার কাজটি করে ফেলছেন , কিন্তু যারা জানেন না তারা নিচের ফতুয়া 😀 অনুসরণ করতে পারেন ।
এর পর ক্লিক করুন > local computer policy>computer configuration>
>administrative templates>Network
এর পর QoS packet scheduler এ ক্লিক করলে ডান পাশে সেটিং এর মধ্যে থেকে
Limit reservable bandwidth এর উপর ডাব্ল ক্লিক করলে একটি সেটিং পেজ ওপেন হবে
এখানে not configured আছে। এটাকে Enabled করলে নিচের option a bandwidth limit বাই ডিফল্ট ৮০% দেওয়া আছে , ওখানে ০% করে apply ,ok করে বের হয়ে আসুন। ব্যাস, কেল্লা খতম হগাই! এখন পিসি রিস্টার্ট মেরে নেট কানেক্ট করে দেখুন , আপনার ব্যবহার ব্যাতিত ১ কে ,বি কাটবে না [without windows, and any software auto update]
তাহলে ,total process টা দাঁড়াচ্ছে
Run>gpedit.msc> local computer policy>computer configuration>
>administrative templates>Network>QoS packet scheduler>Limit reservable bandwidth>Enabled> 0% > apply> OK
ভাল থাকবেন সবাই । সবার জন্য অনেক সুভ কামনা রইল।
p
আমি vampierboy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 90 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
i am littel boy but cute and wise
যা কাটার সব একবার কেটে নিছে। আর কাটে না।