Windows 8 এ নেট কানেক্ট করে কিছু না করতেই আপনার এমবি কাটছে?? তাহলে একবার দেখুন

Hellllloooooo! কেমন আছেন আপনারা ? নিশ্চই ভাল।অনেক দিন পর আবার আরেক টা টিউন শেয়ার করব আপনাদের সাথে।
আমি মোটামুটি ভাল শান্তিতে নাই!  যাই হোক, কাজের কথায় আসি। windows 8 , বিশবখ্যাত মাইক্রসফট কর্পোরেশন এর শেষ অপারেটিং সিস্টেম।অনেক জল্পনা কল্পনা এর পর অবশেষ এ মনের আনন্দে ল্যাপটপ এ লাগাইলাম! ভালই ! ভিজুয়াল আপস, স্টার্ট স্ক্রিন সব দেখে মন ভরে গেল । আবার অনেক ঝক্কি ঝামেলার পরে আক্টিভ ও কইরা ফালাইছি 😀 । কিন্তু সমস্যা বাজলো এক জায়গায় । জানালা ৮ এর মেট্র আপস গুলা নেট কানেক্ট করলে আজাইরা ব্যান্ডউইথ খায়। আমার মনে হয় এই ঝামেলায় পরে নাই এমন মানুসের সংখ্যা নেহাত কম না। আমি নিজেও ভুগছি অনেক দিন 🙁 আমার ২ বন্ধু মনের দুঃখে আবার সেভেন ইন্সটল দিছে । যাই হক , মাইক্রসফট windows 8 এর জন্য limit reserv bandwith করে দিছে , মানে আমদের নেট কানেকশন যদি ১০০% ভাগ হয় , তার শতকরা ৮০% লাগবে উইন্ডোজ এর , আর মাত্র ২০% এ আমরা নেট ব্রাউজ করি । জার কারনে ৮০% ভাগ মেগাবাইট লাগে windows 8 এর আপস গুলোর জন্য । বলা বাহুল্য , যার কারনে নেট কানেক্ট করলে মেগাবাইট খুইজা পাই নাহ!!!!!!! আমার মনে হয় যারা জানেন তার কাজটি করে ফেলছেন , কিন্তু যারা জানেন না তারা নিচের ফতুয়া 😀 অনুসরণ করতে পারেন ।

এর পর ক্লিক করুন > local computer policy>computer configuration>
>administrative templates>Network
এর পর QoS packet scheduler এ ক্লিক করলে ডান পাশে সেটিং এর মধ্যে থেকে


Limit reservable bandwidth এর উপর ডাব্ল ক্লিক করলে একটি সেটিং পেজ ওপেন হবে

 

এখানে not configured আছে। এটাকে Enabled করলে নিচের option a bandwidth limit বাই ডিফল্ট ৮০% দেওয়া আছে , ওখানে ০% করে apply ,ok করে বের হয়ে আসুন। ব্যাস, কেল্লা খতম হগাই! এখন পিসি রিস্টার্ট মেরে নেট কানেক্ট করে দেখুন , আপনার ব্যবহার ব্যাতিত ১ কে ,বি কাটবে না [without windows, and any software auto update]    

তাহলে ,total process টা দাঁড়াচ্ছে

Run>gpedit.msc> local computer policy>computer configuration>

>administrative templates>Network>QoS packet scheduler>Limit reservable bandwidth>Enabled> 0% > apply> OK

 

ভাল থাকবেন সবাই । সবার জন্য অনেক সুভ কামনা রইল।

p

Level 0

আমি vampierboy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 90 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i am littel boy but cute and wise


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যা কাটার সব একবার কেটে নিছে। আর কাটে না।

vai,local computer policy koi pailen?ami to pacchina.sposto bhabe tune korte na parle koren kan?

স্টার্ট মেনুর রানে গিয়ে gpedit.msc লিখে এন্টার দিন। Local Computer Policy ওপেন হয়ে যাবে।

@vampierboy
Limit reservable bandwidth disable থাকা অবস্থায় bandwidth খায় কি করে বুজতে পারলাম না ,

স্টার্ট মেনুর রানে গিয়ে gpedit.msc লিখে এন্টার dici. lekha dai, windows can no find it. ohon ki korum??

ভাই কি যে দারুন ট্রিকস দিলেন। অসাধারন! তাইতো বলি হাঁস এতো পানি খায় ———- ক্যান।

আপনাকে অনেক ধন্যবাদ ।

thanks

Level 0

ধন্যবাদ সবাইকে ভাই , ব্রাদারজ রা

Level 0

শফিক , আমাদের সবাইকে কানা বানিয়ে এই কাজ করে মাইক্রসফট ,আমাদের দেখায় disable কিন্তু নিচে নিচে কাজ ঠিক ই হচ্ছে!!!!!!!!!!!

    @vampierboy: আচ্ছা , তাই নাকি ? সালারা তো আস্তে হারামি |

Level 2

nice thanks.

আমার জানালা ৭ চেক করলাম ০ দেওয়াই আছে। তবুও mb খায়। অন্য কোন উপায় আছে কি? thanx

Level 0

তাজুল ইসলাম @ ভাই আপনার পিসির উইন্ডোজ এবং অনান্য সফটওয়্যার এর অটো আপডেট অফ করে দিয়ে দেখতে পারেন।