আমরা ওয়ার্ডপ্রেস ব্লগে যিনি পোস্ট করেছেন অর্থাৎ পোস্ট লেখকের বিভিন্ন তথ্য দেখতে পাই কিন্তু ব্লগার.কম এ সচরাচর আমরা তা দেখতে পাই না। আসলে ব্লগার.কম প্লাটফর্মটি বেসিক লেভেলের ব্লগারদের জন্য নয়। তারপরও ব্লগার.কম কে যথেষ্ট কাস্টমাইজ করে ওয়ার্ডপ্রেস সাইটের মতো করা যায়। এবার আমি আপনাদের দেখাবো কিভাবে ব্লগার.কম ব্লগে ওয়ার্ডপ্রেস ব্লগের মতো লেখকের তথ্য সম্পর্কিত উইজেট লাগানো যায়।
এজন্য প্রথমে http://www.blogger.com - এ লগইন করুন। এবার ড্যাশবোর্ড থেকে যে ব্লগটিতে এই উইজেটটি বসাতে চান তার Template > Edit HTML যান এবং expand widget templates বক্সে টিক দিন। এবার ]]></b:skin> কোডটি খুঁজে বের করুন এবং কোডটির উপরে নিচের কোডগুলো লিখে দিন।
.author_info {
float: left;
width: 573px;
padding: 10px;
border: 1px solid #ccc;
margin-bottom: 15px;
margin-top: 15px;
background: #eee;
}
.author_info h3 {
margin-bottom: 10px;
}
.author_photo {
float: right;
margin: 0 0 0 10px;
}
.author_photo img {
border: 1px solid #666;
}
এবার <div class='post-footer-line post-footer-line-1'> কোডটি খুঁজে বের করুন এবং উক্ত কোডের নিচে নিচে প্রদত্ত কোডটি লিখে দিন।
<b:if cond='data:blog.pageType == "item"'>
<div class='author_info'>
<div class='author_photo'>
<img alt='author' src=Image URL/></div>
<h3>This post was written by:</h3>
<p><a href='http://alltechietips.com/ title='Posts by YourName'>Nafiur Rahman</a> - who has written 66 posts on <a href='http://alltechietips.com/'>Blog</a>.</p>
<p>You Name is a professional blogger and web developer. Follow him on <a href='http://twitter.com/'>Twitter</a> or <a href='mailto: @gmail.com'>email him</a><br style='clear:both;'/></p>
</div></b:if>
চিহ্নিত তথ্য গুলো এডিট করে নেবেন। এবার সেভ বাটনে ক্লিক করে আপনার এডিট করা অংশ গুলো সেব করুন। এখন ব্লগের যে কোন একটি পোস্ট ভিজিট করলে পোস্টের নিচের দিকে লেখক সম্পর্কিত বিভিন্ন তথ্য দেখতে পাবেন।
আমি নাফিউর রহমান সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 97 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।
ব্লগে হোম পেজ এ মুল পোস্ট এর বিষয় কিভাবে কমানো যায় সেটা কারও জানা আছে কি …
মানে মুল পোস্ট এর সারসংক্ষেপ থাকবে , বিস্তারিত তে ক্লিক করলে পুরো পোস্ট আসবে …
কেও জানেন কি কিভাবে এটা করা যায়???