শিখতে চান নাকি: কিভাবে ফটোশপের মাধমে সাদা কালো ছবিকে রঙ্গিন করবেন?

আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমরা প্রায়ই দেখি যে, আমাদের দাদা- দাদী ও নানা নানীরা আজ থেকে প্রায় ২০ বছর আগেও সাদা কালো ছবি ছাপাতেন। কয়েকদিন আগে দেখলাম একটি স্টুডিওতে একজন বয়স্ক লোক তার সাদা কালো একটি ছবি নিয়ে আসল যাকে সে রঙ্গিন করে ছাপাতে চায়। তখনই আমি সেই স্টুডিও থেকে সাদা কালো ছবিকে কিভাবে রঙ্গিন করতে হয় তা শিখে নিলাম এবং সিদ্ধান্ত নিলাম যে এটি আপনাদের সাথে শেয়ার করব।

আসুন কাজের কথায় আসা যাক:

আমি এই কাজটি করার জন্য ফটোশপের সি এস ভারসনটি নিয়েছি। তবে আপনারা চাইলে যে কোন ভারসন ব্যবহার করতে পারেন। প্রথমে আমরা যে ছবিটিকে রঙ্গিন করব সেটিকে ফটোশপে ওপেন করব এবং ছবিটির যে অংশটি রঙ্গিন করব এবার সে অংশটি সিলেক্ট করব (শরীরে অংশ গুলো, জামা কাপড়ের নয়)। আমি কাজের সুবিধার্থে নিন্মের ছবিটি নিলাম।

 

 

 

 

এবার image > Adjustment > Color Balance এ +36,-33,  -76 কোড গুলো দেব।

 

 

 

 

 

এরপর আবার image > Adjustment > Brightness/Contrast এ +8 কোড গুলো দেব। 

 

 

 

 

 

শেষ কাজটি হল Ctrl+M - RBG সিলেক্ট করে 140, 161 কোড গুলো দেব।

 

 

 

 

 

 

তাহলে ছবিটি নিচের মত হবে।

 

 

 

 

 

 

এভাবে একটি সাদা কালো ছবিকে মোটামোটিভাবে রঙিন করা যায়। আশা করি এটি আপনাদের কাজে আসবে। ভুল হলে ক্ষমা করবেন। ভবিষ্যতে আপনাদের আরো নতুন নতুন ফটোশপ টিউটরিয়াল উপহার দেতে পারব বলে আশা করে আজ এখানেই শেষ করলাম।

Level 0

আমি Johir Patowary। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই সাদাকালো ছবিকে তো রঙ্গীন করলেন এবার দয়া করে রঙ্গীন ছবিকে সাদাকালো কিভাবে বানাতে হবে তা একটু বলে উপক্রিত করুন।

Amir Hossain ভাই ফটোশপে যান ছবিকে ওপেন করুন Image > মেনুতে যান তারপর Mode এবার Grayscale ক্লিক করে ওকে দিন । হয়ে যাবে ।

    @শেখ সাদী শুভ : অনেক অনেক ধন্যবাদ ভাই। আসলে আমি নতুন তাই বেশি কিছু জানি না । ভাল থাকবেন।

Level 0

Good

ধন্যবাদ। তবে এতো বড় একটি বিষয় মাত্র একটি টিউন এ পরিপূর্ণতা পায়না। আগামীতে আশা করবো নষ্ট পুরোনো সাদাকালো ছবিকে রঙ্গিন করার বিষয়ে আরো টিউন করবেন।

Khubi Shundor ekti post brother Dhonnobad apnake.

ধন্যবাদ