আসুন হার্ডডিস্কে থাকা ডবল ফাইলগুলো খুঁজে বের করি ও জায়গা বাঁচাই? Mega Tune!!!

সালাম নিবেন সবাই,

হার্ডডিস্কের আয়তন আমরা জানি সীমাবদ্ধ, কিন্তু আমাদের অজান্তেই অনেক ফাইল যা ডুপ্লিকেট হয়ে সেই হার্ডডিস্কের অনেক জায়গা নিচ্ছে। অনেক সময় এক এক করে খুঁজে বের করতেও সময় লেগে যায়, আবার অনেকেই উইন্ডোজ সার্চ অপশন ব্যাবহার করে মুছে ফেলেন সেই ফাইলগুলো। কিন্তু, ধরুন কোন ফাইল একেক নামে একেক ফোল্ডারে/পার্টিশনে রয়েছে। তখন, একটু সময় সাপেক্ষ হয়ে দাড়ায় এই ফাইলগুলো মুছে ফেলতে।

আজ আপনাদের সাথে শেয়ার করব, একটি ছোট সফটওয়্যার যা আপনাদের এই সমস্যার সমাধান দিবে। এমনকি, ফাইল অন্য নামে থাকলেও তা বাইট-বাই-বাইট তুলনা করে আপনার কাছে তুলে ধরবে। এমনকি, ডুপ্লিকেট ছবি পিক্সেল অনুযায়ী খুঁজে বের করতে সাহায্য করবে। তার জন্য লাগবেঃhttp://www.joerg-rosenthal.com/en/gdi-plus.html

এন্টি-টুইন নামের এই সফটওয়্যারটির সাইজ মাত্র ০.৯ মেগাবাইট এবং প্রাইভেট ব্যাবহারকারীদের জন্য ফ্রী অর্থাৎ আমাদের মত বাসায় যারা কম্পিউটার ব্যাবহার করেন।

ডাউনলোড লিঙ্কঃ http://www.joerg-rosenthal.com/en/antitwin/download.html

এই সফটওয়্যার দিয়ে কাজ করবেন ৪টি ভাগেঃ

১. ফোল্ডার সিলেকশন

২. কম্পেয়ার করা

৩. কোন কোন ফাইল একই রকম?

৪. ফাইলগুলো ডিলেট করার অপশন।

বিস্তারিত দেখতে চাইলেঃ http://www.joerg-rosenthal.com/en/antitwin/guide.html ভিসিট করতে পারেন।

আশা করি অনেকেই এই সফটওয়্যার থেকে উপকার পাবেন।

ভালো থাকুন, সুস্থ থাকুন।

…নিজে জানুন, অন্যকে জানান।

Level 0

আমি sajibmahmud99। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল লাগল ধন্যবাদ।

Level 0

thanks

thanks a lot………………….

টিউনটি বেশ ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর একটি ফ্রিওয়্যারের খোজ দেয়ার জন্য। দেখি ব্যাবহার করে।

Thanks.

ভাই আমার hard disk এ কিছুটা প্রবলেম আছে।
বার বার windowsdamage হয়ে জায় এজন্য আমি কী করতে পারি?

    @Cyber_DeloR:
    hard disc এ নতুন করে পার্টিশন করে দেখতে পারেন। আশা করি উপকার পাবেন।

apni registered version ar windows use korben……….@Cyber_DELOR

Level 0

thankssssssssss brother…………

Level 0

boss apnar fb ba email id ta ektu den ami harddisk er file niye jamelay aci

Level 0

এই সফ্টওয়্যারটি ভাল তবে এর চেয়ে বেশী ভাল লেগেছে System Machanic এর কমপেয়ার করার অপশনটা বেশী। ডুপ্রিকেট খোজা ছাড়া আরো অনেক ফিচার আছে ব্যবহার করতে পারেন।

System Mechanic তো একটা জিনিয়াস। তবে সিরিয়াল সহজলভ্য না হবার কারণে এখন ব্যবহার করিনা। 🙁

Level 0

nice tune

Level 0

thanks.