নিজস্ব ইন্টারনেট রেডিও চালান নিজেই হয়ে যান RJ

নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সকল টিউনারকে। টেকটিউনস দীর্ঘজীবি হোক, সমস্ত টিউনার এবং তাদের পরিবার ও আত্মীয়/বন্ধু সকলের জীবন ভরে উঠুক অনেক হাসি আর আনন্দে। বর্ণময় আরেকটি নবাগত বছরে এই শুভেচ্ছাবার্তার মধ্যে দিয়ে আপনাদের জন্য আমার নববর্ষের উপহার. ইন্টারনেট রেডিও সম্বন্ধে অনেক শুনেছেন, নিজের একটা রেডিও চ্যানেল হলে কেমন হয়? আজকে আলোচনা করবো কিভাবে নিজের কমপিউটার থেকেই রেডিও চ্যানেল খুলে ফেলতে পারবেন এবং সবাইকে শোনাতে পারবেন। প্রথমেই আপনার প্রয়োজন পড়বে WinAmp media player (ডাউনলোড লিঙ্ক), SHOUTcast Radio DSP plug-in for Winamp (ডাউনলোড লিঙ্ক), এবং,  SHOUTcast DNAS application for Windows (ডাউনলোড লিঙ্ক)। এবারে এইগুলি একে একে ইনস্টল করে নিন। এবারে সামান্য configuration ঝামেলা সেরে ফেলা দরকার।

আমরা এডিট করবো sc_serv.ini ফাইল। এখানেই থাকবে আমাদের রেডিও চ্যানেলের সমস্ত জরুরী সেটিংস। সবকিছু বদলানোর প্রয়োজন পড়বেনা, বিশাল ফাইল, সবটা পড়লে মাথা খারাপ হতে পারে, আমি শুধুই প্রয়োজনীয় সেটিংস জানাচ্ছি এখানে। প্রথমেই আমরা সেট করে দেবো সর্বোচ্চ কয়জন শ্রোতা শুনতে পারবেন আমাদের রেডিও, ডিফল্ট সেটিং আছে MaxUser=32, এটাকে আপাতত এই রাখুন, পরে অভ্যস্ত হয়ে গেলে এটাকে বাড়িয়ে দেবেন। দ্রষ্টব্য:- ইউজার বেশি করে দিলে খেয়াল রাখবেন আপনার আপলোড স্পিড কতোখানি, এই স্পিড কম হলে শ্রোতারা থেমে থেমে গান শুনতে পাবেন। আচ্ছা, শুধু গান নয়, মাইক্রোফোন থাকলে রেডিও জকি হয়ে গিয়ে কথাও চালাতে পারবেন গানের মাঝে।

এর পরেই একটি পাসওয়ার্ড সেট করে দিতে হবে। এই পাসওয়ার্ড শ্রোতাদের জন্য নয়, এটি আপনার নিজস্ব ব্রডকাস্টিং পাসওয়ার্ড। Password=changeme এখানে আপনার কাঙ্খিত পাসওয়ার্ড বসিয়ে দেবেন। এর পরে আসছে আপনার কমপিউটারের কোন পোর্ট দিয়ে রেডিও শোনাবেন, PortBase=8000, আমার মতে এটিকে বদলে দেওয়াই ভালো। খেয়াল রাখবেন - Port 21 (FTP), 22 (SSH), 25 (SMTP), 110 (POP3), 80 (HTTP), 443 (HTTPS) এইসব পোর্ট ব্যবহার করবেন না। এমন কোনো পোর্ট ব্যবহার করবেন না যেগুলি আপনার কমপিউটার নিজেই ব্যবহার করছে। এছাড়া 1 থেকে 65535 যেকোনো পোর্ট ব্যবহার করতে পারেন। আপাতত শুরুর জন্য Port 8000 থাক। পরে অভিজ্ঞতা অনুযায়ী এটাকে বদলে নেবেন।

এর পরেই আছে SrcIP=ANY, এইটা হচ্ছে কোন কোন IP Address আপনার রেডিওতে ব্রডকাস্ট করতে অনুমতি পাচ্ছে। এটাকে 127.0.0.1 করে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনি ছাড়া অন্য কেউ অপারেট করতে পারবেনা। DestIP=ANY, এটা হচ্ছে কারা কারা শুনতে পারবে আপনার রেডিও। এটা ANY থাক। যদি প্রাইভেট রেডিও চালান, তাহলে শ্রোতাদের IP Address এইখানে বসাতে হবে। Yport=80, এটা যেমন আছে তাই থাকবে। NameLookups=0, এটার মূল কাজ হল শ্রোতাদের reverse DNS ম্যাপিং করা। এটা 0 অর্থাৎ OFF থাক। এর পরেই RelayPort and RelayServer দুটি অপশান পাবেন, এই দুটি আমাদের প্রয়োজন পড়বেনা, তবে বলে দিচ্ছি এইগুলি কিসের কাজে লাগতে পারে। যদি অন্য কোনো রেডিও সোর্স নিয়ে আপনি চালাতে চান, তাহলে সেই সার্ভারের আইপি এবং পোর্ট বসাতে হবে।

এবারে গুরুত্বপূর্ণ একটি অপশান, দেখবে এইরকম আছে  ; AdminPassword=adminpass এই লাইনের সেমি কোলোন মুছে দিয়ে adminpass নিজের কিছু বসিয়ে দিন। এটা সার্ভার ব্রডকাস্ট পাসওয়ার্ড, এবং একই সাথে এটা HTTP ইন্টারফেস এক্সেস পাসওয়ার্ড। এর পরে একটি অপশান আছে  ; ContentDir=./content - আপনি যদি ব্রডকাস্ট থামিয়ে দেন, তাহলে এই ডিরেক্টরী থেকে গান চলতে থাকবে। এইটা চাইলে enable করে দিন সেমি কোলোন মুছে দিয়ে। সেক্ষেত্রে "Content" নামের ডিরেক্টরীর ভিতরে কিছু গান লোড করে রাখবেন। এবারে আসছি, ; IntroFile=c:\intro%d.mp3, এইটা কি জানেন? আপনার রেডিওতে ওয়েলকাম মেসেজ এটা। নিজের মতো কিছু রেকর্ড করে রাখতে পারেন! শ্রোতারা এসে আগে এইটা শুনতে পাবেন।

আপনার রেডিওর কোনো নাম হতে হবে তো? এই অপশানে সেট করুন ; TitleFormat=Justin Radio: %s - ধরুন আমি করে দিলাম TitleFormat=Techtunes Radio Channel: %s

; BanFile=sc_serv.ban - এই সেটিং হচ্ছে যদি কাউকে ব্যান করতে চান, তাই আইপি বসিয়ে দেবেন এই নামের ফাইল বানিয়ে তার মধ্যে লিখে দেবেন। আবশ্যিক সেটিংস শেষ, বাকিগুলো নিজের পছন্দমতো সেট করলেও করতে পারেন, না করলেও অসুবিধা হবেনা। যেমন লগ ফাইল রাখতে চান কিনা, রিয়েলটাইম আপডেট চান কিনা। এই ফাইল সেভ করে দিন।

এবারে Start > Programs > SHOUTcast DNAS > SHOUTcast DNAS (GUI) প্রোগ্রাম চালিয়ে দিন। এবারে আমরা WinAmp প্লেয়ারে যাই। অপশান মেনু'তে প্রেফারেন্স দেখুন, সেখানে বাঁদিকের মেনু'তে DSP/Effect, এবারে ডানদিকে সিলেক্ট করে  নিন Nullsoft SHOUTcast Source DSP, এইটাকে সিলেক্ট করে নিন। ছবি নিচে -

dsp

একটি নতুন ডায়লগ বক্স খুলে যাবে, সেটিকে বন্ধ করবেন না। প্লেয়ারে গান চালিয়ে দিন কয়েকটা। এবারে অন্য ডায়লগ বক্সে কিছু সেটিংস প্রয়োজন। প্রথমেই Encoder ট্যাবে যান, সেখানে Encoder type: MP3 Encoder সিলেক্ট করুন। তার নিচেই আছে Encoder settings, তালিকা থেকে সিলেক্ট করে নিন কতো বিটরেটে ব্রডকাস্ট করতে চান। আপনার স্পিড বুঝে মনো/স্টিরিও নেবেন। এবারে আসুন Output ট্যাবে। এখানে Output Configuration দেখুন, Address localhost, Port 8000, পাসওয়ার্ড দেবেন আপনার আগের ফাইলে যেটা লিখেছিলেন। এক্ষুনি কানেক্ট করবেন না। এর উপরেই দেখুন Yellowpages বোতাম আছে, সেখানে আপনার চ্যানেল নাম, URL এইসব লিখে দেবেন। Genre অংশ ফাঁকা রাখলে চলবেনা, কিছু লিখে দেবেন, ব্যাস, আপনার রেডিও তৈরী, এবারে CONNECT 🙂 ছবি নিচে দেখে নিন -

dbox1 dbox2

dbox3 dbox4

আপনার রেডিও শোনার লিঙ্ক হবে এইরকম:- http://আপনার.আইপি.এড্রেস:8000/listen.pls যেমন ধরুন http://74.220.215.58:8000/listen, pls

নিজের নিজের আইপি এড্রেস জেনে নিতে পারবেন যেকোনো একটি লিঙ্ক থেকে - ip2location.com, formyip.com, cmyip.com, whatismyip.com

যাদের আইপি এড্রেস বদলায় না, তারা সহজেই নিজের ওয়েব এড্রেস বানিয়ে নিতে পারেন রেডিওর জন্য। ডমেইন কন্ট্রোল প্যানেলে গিয়ে নতুন একটি A record তৈরী করে নেবেন, যেমন A value: radio, IP Address: আপনার.আইপি.এড্রেস তাহলেই radio.yourdomain.com জাতীয় একটি ওয়েব ঠিকানা পেয়ে যাবেন। সেক্ষেত্রে শ্রোতাদের ঠিকানা দেবেন এইভাবে http://radio.yourdomain.com:8000/listen.pls

ইন্টারনেট থেকে আপনার রেডিওর ওয়েবসাইট ঠিকানা - http://আপনার.আইপি.এড্রেস:8000 (এখানে 8000 হচ্ছে ডিফল্ট পোর্ট, যারা অন্য পোর্ট ব্যবহার করবেন তারা সেই পোর্ট নম্বর বসিয়ে নেবেন)

Level 0

আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চরম একটা টিউন উপহার দিলেন রিয়াপু ……. তবে আমার যে ভয়েস, শ্রোতা সবাই পালাবে ……. তবে আমার মাথায় টেকটিউনস রেডিও নামে একটি প্ল্যাটফর্ম করার আশা জাগ্রত হয়েছে ………… কেউ আছে কি আমার সাথে কাজ করার মত?

    মহামান্য আমি আছি তোমার সাথে………

    শাকিল ভাই, টিনটিন ভাইরে গালি দিতেছেন ক্যান??? 😀 😀
    টিনটিন ভাই চিন্তা নাই, শুরু করেন……. পিছনে আছি…

    টিনটিন ভাই আগিয়ে যান আমরা আছি আপনার সাথে।:) 😀

    আমি আছি মহামান্য টিনটিন ভাই।

    টিনটিন ভাইয়া শুরু করে দেন।আমার রেডিও শুনতে ভাল লাগে

    অনেকেই আগ্রহী 🙂
    টিনটিন, আপনি একাই চালাতে পারবেন, যদি হোস্টিং সার্ভার থেকে সরাসরি রেডিও চালিয়ে রাখেন। সেক্ষেত্রে নিজেই রেকর্ডিং করে সার্ভারে রেখে দেবেন, শ্রোতারা সেটাই শুনতে পাবে।

      আমি যে টেক নিউজ ট্রান্সমিশনের কথা বলেছি …….. সেটা কি হোষ্টিং সার্ভার থেকে রেডিও চালিয়ে রেখে করা সম্ভব।

        হোস্টিং সার্ভার থেকেই করা বেশি ভালো, কারন সার্ভারের ফিক্সড আইপি থাকে। তাছাড়া, নিজের পিসি থেকে চালালে সেই পিসি’তে অন্য কাজ করা যাবেনা যেগুলিতে ইন্টারনেট ব্যান্ডউইডথ টেনে নিতে পারে। সার্ভারে সেই সমস্যা থাকেনা, সেখানে রেডিওসার্ভার একটা ব্যাকগ্রাউন্ড প্রসেস হিসেবে চলতে থাকে, অন্যদিকে ওয়েবসার্ভার স্বভাবিকভাবে চলে।

        নিউজ আপনি বাড়িতে বসেও পড়তে পারবেন, config ফাইলে সার্ভারের আইপি লিখে দিলেই WinAmp সোজা সার্ভারের রিলে সিস্টেমে লগ-ইন করে নেবে। এবং, আপনি সুন্দর ওয়েবএড্রেস পাবেন যেমন radio.techtunes.io; কিন্তু সেক্ষেত্রে ব্রডকাস্ট পাসওয়ার্ড গোপন না রাখলে অন্যরাও ব্রডকাস্ট করতে পারবে। রোজ যদি নিউজ পড়তে নাও পারেন, তবুও অসুবিধা নেই, উপরে লেখা আছে ./Content ডিরেক্টরীর কথা, সেখানে রেকর্ড করা ফাইল রেখে দেবেন, শ্রোতারা সেটাই শুনতে পারবে যখন আপনি ব্রডকাস্ট করছেন না।

        িটনিটন আিম আপনােক িনউজ চালােনার সবরকম সহেযািগতা করেত পারেবা। আপিন ইচ্ছা করেল আমার সােথ েযাগােযাগ করেত পােরন।
        01819704087

    Level 0

    আরে টিনটিন ভাই আমি আসি তোমার সাথে

    Level 0

    টিনটিন ইয়ার তু কিছলিয়ে পিকির করতাহে, মাই হুনা।

Level 0

অনেক ধন্যবাদ আপু

গতবছর একবার বানিয়েছিলাম……………পরে আর আগানো হয়নি। ছবি দিয়ে টিউন করলে আরো ভাল হত। ধণ্যবাদ রিয়া।

আপু, চেষ্টা করে দেখি বানাতে পারি কি না…..

আমার প্রস্তাবিত রেডিও তে শুধু প্রযুক্তি ভিত্তিক নিউজ জাবে ২৪X৭ …… আর মাঝে মাঝে ২-৩ টা গান …… আমার এখন কয়েকজন লোক দরকার …… প্ল্যানিং ফাইনাল করা দরকার।

    আপনারা শুনছেন রেডিও টেকটিউনস আর প্রযুক্তির সব লেটেস্ট খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি শাকিল আর আমার সাথে আছেন মহামান্য টিনটিন,…………………….আমাদের সাথে থাকুন আর মেতে উঠুন প্রযুক্তির সুরে…………………………..ফাইনাল

    Level 0

    আর এ জন্য কোনো আইনে সমসসা হলে আমিতো আছি . ধন্যবাদ টিনটিন ভাই চালিয়ে যাও

    add me…..

রিয়া আপু ধন্যবাদ সুন্দর একটা টিউন করার জন্য । কিন্তু ছবি দিয়ে টিউন টি করলে সবাই সহজেই বুঝতে পারতো। আর আপনার আপনার অনলাইন রেডিও তো থেমে গান গাচ্ছে ।

    সহমত।

    ডাউনলোড স্পিড ভালো নাহলে থেমে যেতে পারে। আমার এখানে সমস্যা ছিলোনা। লগ দেখুন – [dest: 117.201.102.***] connection closed (865 seconds) (UID: 17)[L: 0]{Bytes: 13049856} – এই ইউজার ১৪ মিনিট ৪১ সেকেন্ড ধরে কানেক্ট করে শুনেছে। ডেটা ট্র্যান্সফার হয়েছে দেখুন প্রায় 12.44MB – তাহলেই বুঝতে পারছেন এই ইউজার ভালোভাবেই শুনতে পেরেছেন রেডিও নইলে প্রায় ১৫ মিনিট তিনি নিশ্চয় থেমে থেমে গান শুনতে পছন্দ করবেন না? ইউজার আবার ফিরে এসে শুনেছেন – [dest: 117.201.102.***] connection closed (365 seconds) (UID: 23)[L: 0]{Bytes: 6021120} – এবারে ৬ মিনিট, ডেটা ট্র্যান্সফার 5.74MB… এই ইউজারের সমস্যা হলে নিশ্চয় ফিরে আসতেন না?

    ডায়াল-আপ কিম্বা মোবাইল ইন্টারনেটে শুনতে সমস্যা হতে পারে। ব্রডব্যান্ড হলেই ভালো, এবং ডাউনলোড স্পিড সমান হারে চলতে থাকলে তবেই ভালো শোনা যাবে, নইলে থেমে থেমে আসবে।

আমি আপনার রেডিও শুনতে পাই না। 🙁

আমি আপনার রেডিও dekhte পাই না।

invalid password দেখাচ্ছে। কি করলে দুর হবে জানাবেন আশা করি।

    Drive:\Program Files\SHOUTcast ডিরেক্টরী খুলে তার মধ্যে sc_serv.ini ফাইল খুলুন, তার মধ্যে দেখবেন দুটি পাসওয়ার্ড দেওয়া আছে Password=changeme লেখা এখানে নিজের পাসওয়ার্ড দিন। দুটি একই পাসওয়ার্ড দিন আপাতত। তার পরে WinAmp চালিয়ে SHOUTcast Source ডায়লগ বক্সে Output tab দেখুন, Output Configuration – Address localhost’এর নিচেই যে পাসওয়ার্ডের স্থান আছে সেখানে একই পাসওয়ার্ড দেবেন। নিশ্চয় কাজ করবে।

ভালোই সাড়া পেয়েছি ……… ব্যাপারটা একটু অফিসিয়ালি দেখতে হবে এবার।

Level 0

যেই রেডিও খুলুন না কেনো……প্লিয আমায় Rj হিসেবে নিবেন…………।।:D

আমার তৈরি করা রেডিও শ্রোতারা কিভাবে শুনবে এ সর্ম্পকে তেমন কিছু বলা হয়নি । দয়াকরে এ বিষয় টা বুঝিয়ে বলেন ।

    হ্যাঁ, লেখায় এটা বাদ থেকে গেছে, আমি এক্ষুনি যুক্ত করে দিচ্ছি।

ধন্যবাদ জটিল একটা টুন করবার জন্য.আমি চেষ্টা করব

অপু টিউন টি অনেক কাজের। দেখি চেষ্টা করে আমার সাইটে কাজ করে নাকি।

আপু
আমি আমার server এ কি coding দিব, kindly একটু বলবেন । আমি সবগুলো software নামিয়ে install করসি। Uploading দেখায়, কিন্তু আমি server এ receive করব কি ভাবে ?

    কোডিং বলতে config file? এটা সার্ভারেও প্রায় একই, শুধু ফাইলের মধ্যে দুটি পাসওয়ার্ড আছে দুইটা আলাদা পাসওয়ার্ড দেবেন। প্রথমটা হবে ব্রডকাস্ট পাসওয়ার্ড যেটা WinAmp’এ দেবেন (Password=changeme), আর দ্বিতীয়টি হবে আপনার রেডিও ওয়েব কন্ট্রোল প্যানেল এক্সেস পাসওয়ার্ড (AdminPassword=adminpass)। বাকি প্রায় সবই এক। কিছু এক্সপার্ট সেটিং আছে, সেইসব পরেও করতে পারবেন, প্রাথমিক ভাবে আগে চালিয়ে দেখুন একবার।

    *** আপনার কি shared hosting? নাকি VPS কিম্বা Dedicated? Shared hosting’এ রেডিও চালানোর সাহস করবেন না। যদি আপনার VPS/Dedicated হয় তাহলে তার OS কী? এখানে আমি যা দিয়েছি সেটা শুধুমাত্র উইন্ডোজের জন্য। আপনার যদি অন্য OS হয় তাহলে তার ফাইল আলাদা, সেইসব লাগবে। SSH login দিয়ে ফাইল execute/run command দিতে হবে (এই SSH login আপনার না থাকলে পারবেন না করতে)। প্রসেস চলতে শুরু করলে থামানোর জন্য (kill process) কম্যান্ড আগেই জেনে নেবেন। Config করার জন্য আপনি এই পাতা দেখুন, http://www.shoutcast.com/download#14

    Thanks apu,

    Ami asole bolte chaisilam … normal online radio te player er jonno jai rokom code asa, oi rokom code ki use korte hobe ki na ….

    Janaben plz …..

Level 0

প্রথমে আনলিমিটেড ধন্যবাদ জানাই রিয়া আপুকে এই রকম একটা টিউন উপহার দেয়ার জন্য। তবে বুকার মত কি জানিনা একটা প্রশ্ন হচ্ছে এই রেডিো দিয়ে কি ইন্টারনেট ছাড়া মোবাইল বা রেডিো তে সাপুট করবে ? মানে মোবাইলে বা রেডিো তে আমার রেডিো স্টেসন এর গান বা কথা শুনা যাবে কি ?

    না, এটা তো ইন্টারনেট রেডিও, এটা এফএম রেডিও নয়, তাই মোবাইলে ধরতে হলে ইন্টারনেট কানেকশান দিয়ে ধরতে হবে। মোবাইলের মিডিয়া প্লেয়ারে .pls ফাইল চালানো গেলে আর ইন্টারনেট কানেকশান থাকলেই পারবেন, ওয়েব দিয়ে চালাতে হবে, এফএম দিয়ে নয়।

Level 0

ধন্যবাদ আপনার রিপলের জন্য। তবে আমরত কোন সাইট নেই। তখন আমি কি করব আমিত অলরেডি আপনার টিউন দেখে রেডিো স্টেসন তৈরি করে ফেলেছি

    সাইটের প্রয়োজন পড়বেনা যদি ব্যাক্তিগত পর্যায়ে রেডিও চালান, আমি এই টিউনে নিজের পিসি থেকেই রেডিও চালানোর পদ্ধতি লিখেছি। প্রতিদিন কিম্বা সপ্তাহের নির্দিষ্ট কিছু দিনে নির্দিষ্ট সময়ে আপনি নিজের রেডিও চালাতে পারেন। সেইমতো জানিয়ে দেবেন আপনার পরিচিতদের। এতে বাড়তি খরচ নেই।

    ওয়েবসাইট থেকে চালাতে গেলে স্বাভাবিক ওয়েবসাইট দিয়ে হবেনা, এর জন্য ভার্চুয়্যাল প্রাইভেট সার্ভার কিম্বা ভার্চয়্যাল ডেডিকেটেড সার্ভার প্রয়োজন সেইসাথে server root access login প্রয়োজন। সব কোম্পানী তাদের vps/vds’এ রেডিও চালাতে দেবেনা। এইগুলো সাধারনত বানিজ্যিকভাবেই চালানো হয়। এই সার্ভার খরচসাপেক্ষ।

বাংলাদেশে বসে এমন একটি রেডিও স্টেশন করা যথেষ্ট খরচের বেপার। একটা রিয়েল IP সহ মোটামুটি দ্রুত গতির ইন্টারনেট যার খরচ মাসে অন্তত ১০,০০০ টাকা বা তারও বেশি। তবে আমার পরিচিত একজন US থেকে এরকম একটা রেডিও সার্ভিস দিচ্ছে। যার জন্য ইন্টারনেট বাবদ খরচ বাংলাদেশি টাকায় ৩০০০ টাকারও কম।

এখানে খরচের কথা ছাড়া মোটামুটি সব নিয়েই আলোচনা হয়েছে। তাই আমি এটা জুড়ে দিলাম 😀

ভাল, চমংকার

এমন টিউন আগে একবার হয়ে ছিল তবে এত বিস্তারিত ছিল না।
ধন্যবাদ আপনার টিউনের জন্য।
আগের টিউনটি দেখতে এখানে click করুন।
https://www.techtunes.io/other/tune-id/7371/

অল্প খরচে Windows Media Streaming server account এর জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের নিজেস্ব Streaming server রয়েছে। যার মাধ্যমে শুধু অনলাইন রেডিওই নয় চাইলে আনলাইন টিভিও স্থাপন করতে পারবেন। এছাড়া মিডিয়া আর্কাইভের জন্য আমাদের Media server ব্যবহার করতে পারেন।
ফোন: ০১৭১৭৩৪৭৩৫৫

Level 0

amio RJ hisebe kaj korte chai … 😀
nice tune…
keu radio korle janaben….

Level 3

এটা আসলেই ভাল।

আপা আপনাকে ধন্যবাদ. মন্দনা অর্থাৎ ভালই।

THANKS

লাইভ রেডিও চালাতে চাই
আপনার লেখা
”’মাইক্রোফোন থাকলে রেডিও জকি হয়ে গিয়ে কথাও চালাতে পারবেন গানের মাঝে।”
এটা কিভাবে

আপু আমি আর একটা সমস্যাই পড়ছি
আমি আপনার দেওয়া সব কাজ করছি
এখন ip2location থেকে আমি আমার আইপি জানছি (119.30.35.82) এখন আমি এই ইউআরল (http://119.30.35.82:8000/listen.pls) কোর কিছু দিয়ে প্লে করতে পারছি না…আমি উইনডোজ মিডিয়া প্লেয়ারে এই ইউআরল দিলে কিছুক্ষন পর connection to media লেখা উঠে কিন্তু আর কিছু হয়না. firefox এ এই ইউআরল দিলে কোন রিসপন্ড করে না. কি করা যায়

আপু আমি আর একটা সমস্যাই পড়ছি
আমি আপনার দেওয়া সব কাজ করছি
এখন ip2location থেকে আমি আমার আইপি জানছি (119.30.35.82) এখন আমি এই ইউআরল (http://119.30.35.82:8000/listen.pls) কোর কিছু দিয়ে প্লে করতে পারছি না…আমি উইনডোজ মিডিয়া প্লেয়ারে এই ইউআরল দিলে কিছুক্ষন পর connection to media লেখা উঠে কিন্তু আর কিছু হয়না. firefox এ এই ইউআরল দিলে কোন রিসপন্ড করে না. কি করা যায়……….খুব দরকার

    আপনি নিজেই রেডিও চালিয়ে নিজেই সেটা একই সাথে শুনতে চাইছেন? আপনি গ্রামীনফোন মোবাইল ইন্টারনেট ব্যবহার করছেন! এক্ষেত্রে ব্রডব্যাণ্ড লাগবে এবং নেটওয়ার্ক কার্ড ফুল ডুপ্লেক্স সেটিংয়ে থাকতে হবে যাতে ইনপুট এবং আউটপুট একসাথে নির্বিঘ্নে চলতে পারে। সামান্য ভুল হলে কিন্তু অসুবিধা হবেই হবে কারন আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে রেডিও চালাচ্ছেন মানে আপনার কমপিউটার থেকে কিছু ডেটা আপনি ইন্টারনেটে পাঠাচ্ছেন, আবার আপনি সেই চ্যানেল শোনা মানেই ইন্টারনেট থেকে একই ডেটা নিজেই শুনতে চাইছেন – তাই নেটওয়ার্ক কার্ড এমন হতে হবে যাতে আউটপুট এবং ইনপুট সম্পুর্ণ আলাদাভাবে চলতে পারে। নাহলে আপনাকে রেডিও চালিয়ে অন্য কমপিউটার, অন্য ইন্টারনেট কানেকশান থেকে শুনতে হবে।

    না আমি নিজেই শুনতে চাচ্ছি না মানে একটু স্টেট করার জন্য। আমি জিপি ইউজ করি। আমি আপনার মত করে সব সেটিং করেছি । এখন এটা কানেক্ট করলাম
    এখন আমি http://119.30.35.82:8000/listen.pls টা আমার visual basic করা application এ url এ ইনপুট করলাম কিন্তু গান প্লে হচ্ছে না….কি করা যায়

    http://www.mediafire.com/file/myjmwaqnzjr/1.bmp ছবি টা দেখুন

Level 0

আপু ধন্নবাদ এত সুন্দর এক্তি পোস্ট করার জন্য।
আমি আপনার দেয়া কৌশল অনুজায়ী সব করেছি।
আমি আমার সাইট আ কিভাবে ওন্নান্নো সাইট এর মত সরাসরি রেডিও প্লে করতে পারি??
আর একটা প্রব্লেম হচ্ছে আমার পিসি তে এক্তু পর পর সুধু আইপি পরিবরতন হয়ে জায়।
এ থেকে কিভাবে মুক্তি পেতে পারি??
আমি গ্রামীন ফোন এর ইন্টারনেট বেবহার করি।
dial up modem use kore.
আশা করছি উত্তর দিবেন!!!ঃ)

Ami listen2myradio.com a gia sign up korsi…amar shob kisue thik ase..but winamp a radio connect korte partesy na…what can i do?

jotttttttillll jinish.