বেশ কিছুদিন আগে "ফেসবুক ওয়ার্ডপ্রেস গ্রুপ" থেকে বেশ কয়েকজন গুরু একটা উদ্দ্যেগ নেয়া হয়েছিলো দেশের নবাগত টেকনোলজি প্রেমীদের কে আরোও এক্সপার্ট করার জন্য বেশ কিছু ভিডিও ও ইবুক টিউটোরিয়াল সকলের মাঝে বিনামূল্যে বিতরন করা। আর সেই উদ্দেশ্য খুব দ্রুত বাস্তবায়ন হতে চলেছে। এই পর্যন্ত অনেকেই (যারা জেলা ভিত্তিক টিম লিডার) তারা এই টিউটোরিয়াল এর বিশাল সংরক্ষানাগার পেয়ে গেছেন এবং সকলের মাঝে তা বিতরন করা শুরু করেছেন। দীপ্ত প্রোজেক্ট ২০১২ সব কাজকর্মই হচ্ছে খুব সুন্দর ভাবেই। সকল জেলার টিম লিডার সেই ভিডিও টিউটোরিয়াল গুলো সম্পুর্ন বিনামূল্যে পাচ্ছেন টিম লিডারদের হাসি মাখা মুখ ও খোলামেলা মনের কথার সাথে 🙂 তাই আপনি আজই আপনার জেলার টিম লিডার এর সাথে যোগাযোগ করে টিউটোরিয়াল এর বিশাল সংরক্ষণাগার আপনার নিজের ও বন্ধুদের জন্য সংরক্ষণ করুন।
এটা বলা উচিৎ ছিলো যে কি কি পাওয়া যাবে না এই বিশাল টিউটোরিয়াল সংরক্ষণাগারে 🙂 হুউম! আসলেই তাই কারন এই বিশাল টিউটোরিয়াল সংরক্ষণাগার এ পাবেন ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, প্রোগ্রামিং, সার্চ ইঞ্জিন সমন্ধে আরোও অনেক কিছু যা আপনি কখনো কল্পনাই করতে পারেন নি। এখানে বেশ কিছু টিউটোরিয়াল এর তালিকা দেয়া হল।
১) সিএমএস টিউটোরিয়াল ও ওয়েব ডিজাইন
এছাড়াও আরোও অনেক কিছু রয়েছে...
২) গ্রাফিক্স ডিজাইন ও ওয়েব ডিজাইন
এছাড়াও আরও অনেক টিউটোরিয়াল আছে...
৩) ওয়েব প্রোগ্রামিং
৪) ইন্টারনেট মার্কেটিং
এছাড়াও আরোও অনেক...
এছাড়াও রয়েছে মাল্টিমিডিয়া ডিজাইন, ভিডিও এডিটিং, অটোডেস্ক থ্রিডি ম্যাক্স, ফ্রিল্যান্সিং সাইট সমন্ধে ধারনা, অপারেটিং সিস্টেম সহ আরোও অনেক টিউটোরিয়াল আছে যা এখানে উল্লেখ্য করা হয়নি।
সব মিলিয়ে ২২০+ জিবি টিউটোরিয়াল ভিডিও ও অসংখ্য ইবুক পাওয়া যাবে এই প্রোজেক্টে যা আগে আপনি কখনো ভাবতে পারেন নি। আর এই টিউটোরিয়াল গুলো দেখে আপনি নিশ্চয় একজন সফল ফ্রিলান্স্যার হতে পারবেন এবং আমাদের দেশের সুনাম গড়িয়ে নিয়ে আসবেন যা আসলে খুবিই ভালো হবে আমাদের দেশের জন্য মান বেড়ে যাবে।
এই টিউটোরিয়াল গুলো বিনামূল্যে পাওয়া যাবে তাই এই টিউটোরিয়াল গুলোর জন্য আপনাকে কোন খরচ বহন করতে হবে না 🙂 সুধু আপনার জেলার যেকোনো একজন টিম লিডার এর কাছে আপনার একটি পোর্টেবল ড্রাইভ নিয়ে চলে যাবেন তাহলেই পেয়ে জাবেন আপনার কাঙ্খিত যেকোনো টিউটোরিয়াল। তবে টিউটোরিয়াল নিয়ে সেখানেই আপনার কাজ শেষ নয়। টিম লিডার এর কস্টগুলো একটু কমিয়ে দেয়ার জন্য আপনাকেও সেই টিউটোরিয়াল গুলো আপনাদের বন্ধু-বান্ধবি বা ছোট-বড় ভাই-বোনদের সেয়ার করতে হবে। এভাবেই ছড়িয়ে যাবে দীপ্ত প্রোজেক্ট ২০১২ পুরো বাংলাদেশে 🙂
নিচের তালিকায় বেশ কিছু টিম লিডার এর নাম ও লোকেশন দেয়া হল। এই তালিকায় যাদের নাম উল্ল্যেখ করা হয়েছে তাদের কাছে এই মুহুর্তে দীপ্ত প্রোজেক্ট ২০১২ এর সম্পুর্ন প্রোজেক্ট আছে, তাই আপনারা তাদের কাছ থেকে টিউটোরিয়াল গুলো সংগ্রহ করতে পারেন।
১) রাজশাহী বিভাগঃ
আরোও টিম লিডারদের দীপ্ত প্রোজেক্ট এর সকল ফাইলগুলো দেয়া হচ্ছে তাই ধীরে ধীরে এই তালিকাটি আপডেট করা হবে। এক সময় ৬৪ জেলাতে পৌঁছে যাবে দীপ্ত প্রোজেক্ট এর সকল ফাইল এবং সেটা খুবিই দ্রুত হবে 🙂
তাই সাথেই থাকুন আর দীপ্ত প্রোজেক্ট সমন্ধে আরোও জানতে ভিজিট করুন ওয়ার্ডপ্রেস ফেসবুক গ্রুপে।
এই প্রোজেক্ট এর জন্য কোন লাভের আশা ছাড়াই নিজেদের সময় দিয়ে দিন-রাত পরিশ্রম করে চলেছেন ওয়ার্ডপ্রেস গ্রুপ এর বেশ কিছু লোকজন যারা কে এখানে উল্লেখ্য না করলে সবাই আমাকে সার্থপর (?) বলতে পারে 😀 তাই এখানে তাদের নামগুলো উল্লেখ করে দেয়া হল।
সহ আরোও অনেকেই আছেন যাদের নাম পরে উল্ল্যেখ করা হবে। তাই আপনারা সকলেই ওয়ার্ডপ্রেস গ্রুপ ও এই পোস্ট এর সাথেই থাকুন নিয়মিত আপডেট জানার জন্য।
সুত্রঃ http://tutorialfor.me/
আমি আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 967 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
স্যারদের মহৎ উদ্যেগ এর জন্য সাধুবাদ জানালে কম হয়ে যাচ্ছে, Hats off !!!!!!!