দীপ্ত প্রোজেক্ট ২০১২ :: টিউটোরিয়াল এর এক বিশাল সংরক্ষণাগার আপনার জন্য

বেশ কিছুদিন আগে "ফেসবুক ওয়ার্ডপ্রেস গ্রুপ" থেকে বেশ কয়েকজন গুরু একটা উদ্দ্যেগ নেয়া হয়েছিলো দেশের নবাগত টেকনোলজি প্রেমীদের কে আরোও এক্সপার্ট করার জন্য বেশ কিছু ভিডিও ও ইবুক টিউটোরিয়াল সকলের মাঝে বিনামূল্যে বিতরন করা। আর সেই উদ্দেশ্য খুব দ্রুত বাস্তবায়ন হতে চলেছে। এই পর্যন্ত অনেকেই (যারা জেলা ভিত্তিক টিম লিডার) তারা এই টিউটোরিয়াল এর বিশাল সংরক্ষানাগার পেয়ে গেছেন এবং সকলের মাঝে তা বিতরন করা শুরু করেছেন। দীপ্ত প্রোজেক্ট ২০১২ সব কাজকর্মই হচ্ছে খুব সুন্দর ভাবেই। সকল জেলার টিম লিডার সেই ভিডিও টিউটোরিয়াল গুলো সম্পুর্ন বিনামূল্যে পাচ্ছেন টিম লিডারদের হাসি মাখা মুখ ও খোলামেলা মনের কথার সাথে 🙂  তাই আপনি আজই আপনার জেলার টিম লিডার এর সাথে যোগাযোগ করে টিউটোরিয়াল এর বিশাল সংরক্ষণাগার আপনার নিজের ও বন্ধুদের জন্য সংরক্ষণ করুন।

কি? কি? টিউটোরিয়াল পাবেন?

এটা বলা উচিৎ ছিলো যে কি কি পাওয়া যাবে না এই বিশাল টিউটোরিয়াল সংরক্ষণাগারে 🙂 হুউম! আসলেই তাই কারন এই বিশাল টিউটোরিয়াল সংরক্ষণাগার এ পাবেন ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, প্রোগ্রামিং, সার্চ ইঞ্জিন সমন্ধে আরোও অনেক কিছু যা আপনি কখনো কল্পনাই করতে পারেন নি। এখানে বেশ কিছু টিউটোরিয়াল এর তালিকা দেয়া হল।

১) সিএমএস টিউটোরিয়াল ও ওয়েব ডিজাইন

  1. এইচটিএমএল ও সিএসএস
  2. ওয়ার্ডপ্রেস (ওয়ার্ডপ্রেস থিম তৈরি, ওয়ার্ডপ্রেস প্লাগিন তৈরি )
  3. জুমলা ( জুমলা টেম্পলেট তৈরি, জুমলা মডিউল তৈরি)
  4. দ্রুপাল (দ্রুপাল থিম তৈরি, দুপাল প্লাগিন তৈরি)

এছাড়াও আরোও অনেক কিছু রয়েছে...

২) গ্রাফিক্স ডিজাইন ও ওয়েব ডিজাইন

  1. অ্যাডোব ফটোশপ (CS3, CS4, CS6) টিউটোরিয়াল (ওয়েব ও গ্রাফিক্স ডিজাইনের জন্য)
  2. অ্যাডোব ইলাস্ট্রাটর  (CS3, CS4, CS6) টিউটোরিয়াল (ওয়েব ও গ্রাফিক্স ডিজাইনের জন্য)
  3. অ্যাডোব ফ্ল্যাশ
  4. অ্যাডোব ড্রিম ওয়েভার (CS4, CS6)

এছাড়াও আরও অনেক টিউটোরিয়াল আছে...

৩) ওয়েব প্রোগ্রামিং 

  1. এইচটিএমএল ও সিএসএস
  2. পিএইচপি (বিগেইনার ও অ্যাডভানস)
  3. সি ++ টিউটোরিয়াল
  4. সি# টিউটোরিয়াল
  5. এএসপি (ASP)
  6. জে-কুয়েরি
  7. জাভা স্ক্রিপ্ট
  8. অ্যাজাক্স
  9. ফেসবুক আপ্লিকেশন তৈরি
এছাড়াও আরোও অনেক কিছু...

৪) ইন্টারনেট মার্কেটিং 

  1. এফিলিয়েট
  2. সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
  3. সোসিয়াল মিডিয়া মার্কেটিং
  4. ইমেইল মার্কেটিং

এছাড়াও আরোও অনেক...

এছাড়াও রয়েছে মাল্টিমিডিয়া ডিজাইন, ভিডিও এডিটিং, অটোডেস্ক থ্রিডি ম্যাক্স, ফ্রিল্যান্সিং সাইট সমন্ধে ধারনা, অপারেটিং সিস্টেম সহ আরোও অনেক টিউটোরিয়াল  আছে যা এখানে উল্লেখ্য করা হয়নি।

সব মিলিয়ে ২২০+ জিবি টিউটোরিয়াল ভিডিও ও অসংখ্য ইবুক পাওয়া যাবে এই প্রোজেক্টে যা আগে আপনি কখনো ভাবতে পারেন নি। আর এই টিউটোরিয়াল গুলো দেখে আপনি নিশ্চয় একজন সফল ফ্রিলান্স্যার হতে পারবেন এবং আমাদের দেশের সুনাম গড়িয়ে নিয়ে আসবেন যা আসলে খুবিই ভালো হবে আমাদের দেশের জন্য মান বেড়ে যাবে।

কিভাবে পাবেন এই টিউটোরিয়াল গুলো?

এই টিউটোরিয়াল গুলো বিনামূল্যে পাওয়া যাবে তাই এই টিউটোরিয়াল গুলোর জন্য আপনাকে কোন খরচ বহন করতে হবে না 🙂 সুধু আপনার জেলার যেকোনো একজন টিম লিডার এর কাছে আপনার একটি পোর্টেবল ড্রাইভ নিয়ে চলে যাবেন তাহলেই পেয়ে জাবেন আপনার কাঙ্খিত যেকোনো টিউটোরিয়াল। তবে টিউটোরিয়াল নিয়ে সেখানেই আপনার কাজ শেষ নয়। টিম লিডার এর কস্টগুলো একটু কমিয়ে দেয়ার জন্য আপনাকেও সেই টিউটোরিয়াল গুলো আপনাদের বন্ধু-বান্ধবি বা ছোট-বড় ভাই-বোনদের সেয়ার করতে হবে। এভাবেই ছড়িয়ে যাবে দীপ্ত প্রোজেক্ট ২০১২ পুরো বাংলাদেশে 🙂

টিম লিডার এর তালিকা ও ফেসবুক প্রোফাইলঃ

নিচের তালিকায় বেশ কিছু টিম লিডার এর নাম ও লোকেশন দেয়া হল। এই তালিকায় যাদের নাম উল্ল্যেখ করা হয়েছে তাদের কাছে এই মুহুর্তে দীপ্ত প্রোজেক্ট ২০১২ এর সম্পুর্ন প্রোজেক্ট আছে, তাই আপনারা তাদের কাছ থেকে টিউটোরিয়াল গুলো সংগ্রহ করতে পারেন।

১) রাজশাহী বিভাগঃ

  1. আমিনুল ইসলাম  (আমি) 😀 - চাপাইনবাবগঞ্জ - রাজশাহী।
  2. লিটন আরেফিন - দিনাজপুর,রাজশাহী।
  3. স্বপ্ন (নীল স্বপ্ন)  - বাঘা,রাজশাহী।
  4. মাহবুবুল আলম - বোয়ালিয়া,রাজশাহী।
২) ঢাকা বিভাগঃ
  1. ওমর ফারুক - ঢাকা।
আপডেটঃ এখানে সকল টিম লিডারদের যোগাযোগ নাম ও ঠিকানা দেয়া হয়েছে তাই আপনারা আপনাদের জেলা নির্বাচন করে যোগাযোগ করুন। 
উপরের ডকগুলো থেকে আপনার কাছে যে টিমলিডার/প্রতিনিধি আছে তার সাথে দ্রুত যোগাযোগ করে দীপ্ত প্রোজেক্ট ২০১২ এর টিউটোরিয়াল গুলোসংগ্রহ করুন। টিউটোরিয়াল গুলো সংগ্রহ করে অবশ্যই বসে থাকবেন না, অন্যদের সাথে সেয়ার করায় হবে আপনার কাজ। এগুলো সেয়ার করার মূল উদ্দেশ্য নিজেরাই এক্সপার্ট হওয়া নয়, সকলকেই এক্সপার্ট করতে হবে 🙂

আরোও টিম লিডারদের দীপ্ত প্রোজেক্ট এর সকল ফাইলগুলো দেয়া হচ্ছে তাই ধীরে ধীরে এই তালিকাটি আপডেট করা হবে। এক সময় ৬৪ জেলাতে পৌঁছে যাবে দীপ্ত প্রোজেক্ট এর সকল ফাইল এবং সেটা খুবিই দ্রুত হবে 🙂

তাই সাথেই থাকুন আর দীপ্ত প্রোজেক্ট সমন্ধে আরোও জানতে ভিজিট করুন ওয়ার্ডপ্রেস ফেসবুক গ্রুপে

যে মানুষগুলোর জন্য দীপ্ত প্রোজেক্ট ২০১২ সফল হতে চলেছেঃ

এই প্রোজেক্ট এর জন্য কোন লাভের আশা ছাড়াই নিজেদের সময় দিয়ে দিন-রাত পরিশ্রম করে চলেছেন ওয়ার্ডপ্রেস গ্রুপ এর বেশ কিছু লোকজন যারা কে এখানে উল্লেখ্য না করলে সবাই আমাকে সার্থপর (?) বলতে পারে 😀 তাই এখানে তাদের নামগুলো উল্লেখ করে দেয়া হল।

  1. জামিল হোসেন সেজান - সবার প্রিয় একজন থান্ডা মেজাজের মানুষ যে দুনিয়াতে এসেছে সুধু মানুষের উপকার করার জন্য।
  2. হাবিবুর রহমান দীপ্ত - নাম শুনেই বুঝে গেছেন 🙂 হুউম এই ভায়ের কাছেই ছিলো অনেক টিউটোরিয়াল।
  3. লিটন আরেফিন - আমাদের সকলের গুরু যার কারনে অনেকেই ওয়ার্ডপ্রেস এক্সপার্ট।
  4. আরিয়ান খান আরিফ - ইনিও একজন ওয়ার্ডপ্রেস গুরু যার কাছ থেকে অনেকেই অনেক কিছু শিখেছেন।
  5. উমর ফারুক - আমাদের উপর ফারুক ভাই 😀
  6. মোস্তাফিজুর রহমান
  7. শিমুল চৌধুরী

সহ আরোও অনেকেই আছেন যাদের নাম পরে উল্ল্যেখ করা হবে। তাই আপনারা সকলেই ওয়ার্ডপ্রেস গ্রুপ ও এই পোস্ট এর সাথেই থাকুন নিয়মিত আপডেট জানার জন্য।

সুত্রঃ http://tutorialfor.me/

Level 2

আমি আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 967 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

স্যারদের মহৎ উদ্যেগ এর জন্য সাধুবাদ জানালে কম হয়ে যাচ্ছে, Hats off !!!!!!!

Level 0

এই কাজটি যদি ঠিক ভাবে করা যায়, তবে বাংলাদেশে PTC বেবসার মত গড়ে উঠা আরো কিছু লোভী মানুষের “freelance, web-design, seo শিখুন আর ঘরে বসে লাখ লাখ টাকা আয় করুন”-নামক যে ধান্দাবাজি চলছে তার একটি ভালো জবাব দেয়া হবে | তাই “দীপ্ত প্রোজেক্ট ২০১২”-এই মহৎ উদ্যেগ এর সকল মানুষকে জানাই আন্তরিক শুভেছা | আর সাধারণ মানুষের কাছে সংগ্রহ করার দায়িত্বে যারা আছেন, তারা যদি গুরুত্বের সাথে তাদের দায়িত্ব পালন করেন, তবে প্রোজেক্টটি সত্যি মানুষের অনেক অনেক উপকার হবে |

    @Atique: হুউম, এখন পর্যন্ত যারা টিম লিডার ও প্রতিনিধি হয়েছেন তারা, ভালয় কাজ করে চলেছে, এই প্রোজেক্ট অবশ্যই সফল হবে ইনশাআল্লাহ্‌!

      Level 0

      @আমিনুল ইসলাম: আসলে সব জায়গায় দুর্নীতি তাই ভয় লাগে | সবাই স্বার্থ খুঁজে | যাই হোক, দীপ্ত প্রোজেক্ট ২০১২ -র সফলতা কামনা করছি |

Level 0

I have got a lot more than that, approximately 710GB………And they are all upto date.

    @apu21: আপনার সাথে যোগাযোগ করার ব্যবস্থা বলুন, সবিই আমাদের চাই সকলের জন্য!

    Level 0

    @apu21: একজন অশিক্ষিত লোকের ও বাক্তিগত লাইব্রেরি থাকতে পারে , তার সংগ্রহে থাকতে পারে ৭১০ টা বই। এটা নিয়ে গর্ব করার কিছু নাই যে আমার এই আছে সেই আছে । সবার মত পজিটিভ কমেন্ট করতে শিখুন ।

      Level 0

      @আমিনুল ইসলাম: @listener: An uneducated man will never spend thousands of dollars to buy and download books.

      and আমিনুল ইসলাম, I am not in BD, that’s why I can’t share the books right away. But I will….Please make a tune on the complete list of titles on the materials of DIPTO PROJECT. So that I can send the rest. Please make a tune and give a reply to me.

        Level 0

        @apu21: why not ? he will spend and tell like you ” i have such a big collection ” but now it sounds good when you say ” Please make a tune on the complete list of titles on the materials of DIPTO PROJECT. So that I can send the rest ” you should tell it before”

প্রজেক্টের সাফল্য কামনা করছি

Level 0

আপনারা চাইলে এই টিউন দেক্তে পারেন??? https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/163047

এটাই হবে বাংলাদেশকে তথ্য প্রযুক্তি খাতে একটা গুরুত্বপূর্ণ মাইলফলক

Level 0

সফলতা কামনা করছি।

দীপ্ত প্রোজেক্ট এর পুরো ডিভিডি কপি দেওয়ার ইচ্ছে আছে যাতে করে পোর্টএবল হার্ডডিস্ক এর পাশাপাশি ডিভিডি কপি করে নিতে পারে সবাই।

Level 0

ভাল উদ্যেগ কাজে লাগবে কিন্তূ যশোরে যারা থাকে তারা পাবে কিভাবে।

অসাধারন উদ্যোগ.. .

    @Greenish Grove: হুউম, এই অসাধারণ উদ্দ্যেগে আমারা সকলেই মিলে একসাথে কাজ করলে অবশ্যই সফল হতে পারি। 🙂

দিন বদলের চেষ্টা, দীপ্ত প্রজেক্টের জন্য দোয়া কামনা করছি, এগিয়ে যান আমরা আছি আপনাদের সাথে।

আমিনুল ইসলাম । ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।

Level 0

bro,,,,amer to kono portable hard disk nai,,,,,,,,,,but pc ta 500 gd free ase,,,,,,,,,,,,,
amer tutorial gulaonek dorker…………kiivaba pabo please akto janan,,,,,,,,,,
ami jatrabari,,dhaka thaka,,,,,,,,,,,,,mob: 01683840331

    @shantu555: তাহলে আপনাকে একটা কনভার্টার কিনে আমাদের সাথে যোগাযোগ করতে হবে, অবশ্যই হার্ডডিস্ক খুলে নিয়ে আসতে হবে। ল্যাপটপ হলে কোন কিছু খোলা লাগবে না 😛 চলে আসবেন কপি করে দেয়া হবে।

      @আমিনুল ইসলাম: Vai Converter tar nam ki ebong ei converter ta kothai pabo? ektu janale valo hoto. amaro Portable Hard Drive ba Laptop nai. PC te Hard Drive 300 GB er moto ase. Tai doya kore ektu janaien vai. Thanks.

        @MHSIMON9999: যেকোনো কম্পিউটার সার্ভিস এর দোকানে পাওয়া যেতে পারে। আপনি একটু কস্ট করে খোঁজ নিয়ে দেখুন হয়তো পেয়ে যাবেন।

মহৎ এই উদ্যোগের সফলতা কামনা করছি। নিজেও এর সাথে যুক্ত থাকতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু কামলাজিবী হওয়ার কারণে চাইলেও অনেক কিছু পারিনা। যাই হোক যেহেতু মনে প্রাণে এই উদ্যোগের সফলতা কামনা করছি, তাই একটু কিছু বলার প্রয়োজন মনে করছি
কাজে লাগুক বা না লাগুক অনেকেই চাইবেন এই ভিডিউ গুলো সংগ্রহ করতে এবং আপনারাও চাচ্ছেন এর প্রচার কিন্তু সবাই পোর্টেবল হার্ডডিস্ক পাবেনা, আর সংরক্ষণের ব্যাপার আছে তাই একটু কষ্ট হলেও দুইটার ব্যবস্থাই রাখা সবচেয়ে ভালো হবে আমার মনে হয়। তাই
আপনাদের সম্পূর্ণ ফাইল ২০০+জিবি এটাকে ডিভিডি করতে হলে ৪.৫ জিবি দিয়ে ভাগ করে ৪৫ টা ব্লান্ক ডিভিডির দরকার হয়, এখানে ৪৮ টাই ধরি, দাম (৪৮*১৫)= ৭২০ টাকা আর ও কিছু আনুষাঙ্গিক খরচ ধরে মোট ৮০০ টাকা ই ধরি। কেউ যদি দুরে থাকে তাহলে তার জন্য পোষ্টাল চার্জ সহ মোট টাকা বিকাশ বা কোন একাউন্টে দেওয়া যাবে। যদি এতটা করা যায় তাহলে এর বিস্তার সারা দেশেই হবে। মানি কষ্ট হবে কিন্তু অনেকে মিলে করলে কষ্ট টা তো আনন্দ হয়ে যায়। উপরে Swordfish ভাই টিটির পক্ষ থেকে এই উদ্যোগের কথা বলেছেন আশা করি এটা ব্যাপক আকারে শুরু হবে, আবার ও এর সফলতা কামনা করে এর সাথে সংযুক্ত সবার জন্য শুভ কামনা রইলো।

Level 0

Sylhet er team leader ke ?

Level 0

ভালো উদ্যোগ…আপনাদের সাফল্য কামনা করি…..

সকলের মঙ্গলের জন্য দ্বীপ্ত কে সাধুবাদ। আর টিটির প্রতি অনুরোধ যেনো পোস্টটি হট পোস্ট বা স্টিকি করা হয়।

নিঃসন্দেহে অসাধারন উদ্যোগ কিন্তু এখানে মনে রাখা দরকার যে বাংলাদেশের মতন একটি উন্নয়নশীল দেশে পোর্টেবল ড্রাইভ(পোর্টেবল হার্ড ডিস্ক) একটি বিলাসিতা মাত্র । এক্ষেত্রে টিউনার “পদ্মফূল” ভাইয়ের প্রস্তাবটি সুন্দর । আর অবশ্যই পোস্ট স্টিকি করা হঊক।

চরম উদ্যোগ…আপনাদের সাফল্য কামনা করি…..:)

আমি থাকি চট্টগ্রাম বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানায়। থানা লিডারশিপ কি পাওয়া যাচ্ছে?….আমি কি করতে পারি প্লিজ জানান।

Level 0

AC3 !
magnet:?xt=urn:btih:3E44EB47EFDCB6A311325098EA2CF831CBD1A49E&dn=Assassins%20Creed%203%20FULL%20RETAIL%20DVD-SG&tr=udp%3a//tracker.1337x.org%3a80/announce

@আমিনুল ইসলাম ভাই আপনার লেখাটা খুব গোছালো হয়েছে আপনি কি আনুগ্রহু করে অন্যান্য বল্গ গুলোতে শেয়ার করে দিতে পারেন………।

Level 0

wish you best of luck!!!!!!!!

Level 0

vai animation or upor kono tutorial asa ?

বরিশালের টীম লিডার কে ? যদি কেউ না থাকে তাহলে আমি হতে চাচ্ছি…………………….

    @Himaloy Roy: আপনি হতে চাইলে, আপনাকে স্বাগতম! আপনি ফেসবুকের ওয়ার্ডপ্রেস গ্রুপ এ যোগাযোগ করুণ 🙂

Vai Tutorial gulo ki banglai na English e. English e to onek Tutorial ei paoa jai net e but banglai paoa jai na. Banglai hole shobar bujhte ektu subidha hobe.

দিনাজপুর, রাজশাহী ক্যান?
দিনাজপুর, রংপুর হবে !

আমি সংগ্রহ করে নিব দিনাজপুরের লিডার থেকে 🙂 সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা দারুন একটি উদ্দোগ্যের জন্য ।

Level 0

TT hidden rules : tt te tt ke niye kono post korlei seta ekbare featured / tt r mod ra tune korlei 80% sticky hobe. majhe majhe tt historical tune ke feature kore but tt r title “টেকটিউনস | মেতে উঠুন প্রযুক্তির সুরে” kiser moddhe ki, technology te history tao abar prag oitihasik. ami osikar korina tt amar onek upokar kore, but ei type tune gulo ke priority dewar jonno request korbo.

আমার কাছে প্রায় ৩৫০ জিবি গ্রাফিক্স, থ্রিডি এবং ভিবি.নেট এর উপর ভিডিও টিউটোরিয়াল আছে, নেট থেকে ডাউনলোড করা। এছাড়াও আছে বিপুল পরিমাণ সোর্সকোড, গ্রাফিক্স টেমপ্লেট, ষ্টক ফুটেজ। যদি আপনাদের প্রয়োজন হয় জানাতে পারেন। আপনাদের এই মহত উদ্দ্যোগের সাথে থাকতে পারলে নিজেকে গর্বিত বোধ করব। ইমেইল rubel.tv [@] gmail.com

আপনাদের উত্তোরোত্তর সফলতা কামনা করছি।

Level 0

Yaahhoooooooo!! ami already peye gaci…

I live in Dhaka Cantonment but you will get me available at 2, Banani, Biruttam Ziaur Rahman Road, Dhaka at this address.

Since my all data in my poersonal hdd so I can give you my hdd in presense of myself. I will not able to perticipate at your meetup because of my office on friday. On friday I will be available on the mentioned address from 6AM to 2 PM.

If you want to get the data then you have to come to me with your laptop and Sata HDD mobile casing. Then by inserting my HDD in the mobile rack I will able to transfer all data to your laptop.

Level 0

VAI DHAKA UTTARAY KARO KASE THAKLEE JANABEN………..

Level 0

সাতক্ষীরা জেলার টীম লিডার হতে চাই। জেলার না হলে কালিগঞ্জ ও শ্যামনগর থানার লিডার হতে চািই।

Level 0

আমিনুল ইসলাম ভাই apnar mobile number ta deban PLEASE

[email protected]