আসসালামু আলাইকুম।সবাই কেমন আসেন আসাকরি সবাই ভাল আছেন।আমি জানি আপনারা সব সময় ভালই থাকেন।আমিও আপনাদের দোয়াতে ভাল আছি। আজ আমি আপনাদের সাথে শিয়ার করব, কি ভাবে php স্ক্রিপ্ট ব্যবহার করে রিমোট ফাইল আপলোড করা যায়. কোড টি খোব ছোট এবং সহজ . কোড টি হলো :
<?php
define('BUFSIZ', 4095);
$url = 'http://www.site.com/alexa-top-ranks.csv.zip';
$rfile = fopen($url, 'r');
$lfile = fopen(basename($url), 'w');
while(!feof($rfile))
fwrite($lfile, fread($rfile, BUFSIZ), BUFSIZ);
fclose($rfile);
fclose($lfile);
?>
ব্যবহার ঃ
১। $url value পরিবর্তন করে যে ফাইল টি আপনি ডাউনলোড করতে চান সেই ফাইল টির ulr দিন।
২। যে কোন php ফাইল এ কোড গোল লিখে web server এ ফোল্ডার যেখানে আপনি ফাইলটি ডাউনলোড করতে চান মধ্যে স্ক্রিপ্টটি স্থাপন করুন।
৩। এখন শুধু আপনার ওয়েব ব্রাউজারের মাধ্যমে স্ক্রিপ্ট url টি রান করান পেজ পুরোপুরি লোড হতে অপেক্ষা করুন।পেজ পুরোপুরি লোড হলে ফাইল টি আপনার sarver এ upload হয়ে যাবে।
ধন্যবাদ সবাই কে।
আমি আলামিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thanx for shear 🙂