কিছুদিন ধরে গুগল ব্লগস্পটে একটি নতুন জিনিস দেখা যাচ্ছে, অনেকেই হয়তো খেয়াল করেছেন। যারা খেয়াল করেননি, তাদেরকে জানাচ্ছি, ব্লগস্পট এডমিন প্যানেলে লগ-ইন করার পরে মেনু'তে Posting | Settings | Layout | Monetize এবং এই Monetize এর নিচে মেনু ছিল Adsense overview | Adsense for feeds, আর এখন এর পাশেই দেখা যাচ্ছে আরেকটি লিঙ্ক Amazon Associates. আমরা অনেকেই জানি Amazon.com এবং কি সংক্রান্ত সেই ওয়েবসাইট। এখন গুগল ব্লগে সরাসরিভাবে Amazon Associates একাউন্ট যুক্ত করে দেওয়া যাচ্ছে, যাদের একাউন্ট নেই তারা নতুন একাউন্ট বানাতে পারবেন।
হয়তো আপনার ব্লগ ইলেক্ট্রনিক্স গেজেট রিভিউ লেখার ব্লগ, কিম্বা কমপিউটার সংক্রান্ত হার্ডওয়্যার/সফটওয়্যার রিভিউ ব্লগ ইত্যাদি, কিম্বা Amazon.com'এ বিক্রি হয় এমন কোনো সামগ্রীর ব্যাপারে ব্লগ। এখন শুধু যে সেই ব্যাপারে বিজ্ঞাপন আপনার সাইডবারে দেখাতে পারবেন তাই নয়, সেইসাথে ব্লগ পোস্ট লেখার সময়ে Amazon product finder উইজেট পাবেন কম্পোজ বক্সের পাশেই, পোস্টের মধ্যেই একটি বিজ্ঞাপন দিয়ে দিতে পারবেন।
ব্যাপারটা আর কিছুই না, আরেকটা নতুন উপায় খুলে গেল সবার সামনে, আয়ের আরেকটা পথ। যাদের ব্লগে অনেক ভিজিটার, তারা এর লাভ তুলতে পারবেন। ন্যূনতম পেমেন্ট ১০ ডলার যদি গিফট সার্টিফিকেট রূপে নেন, আর ন্যূনতম পেমেন্ট ১০০ ডলার যদি এডসেন্সের মতোই চেক দিয়ে টাকা নিতে চান। গিফট সার্টিফিকেট রুপে নিলে বিদেশে অবস্থানরত পরিচিতদের উপহার হিসেবে কিছু দিতে পারার সুযোগ থাকছে। যার যেভাবে ইচ্ছা টাকা নিতে পারেন।
সুতরাং, যারা এখনও এই সুযোগ নেননি, এবং ব্লগে অনেক পাঠক আসেন, তারা এই সুযোগ নিয়ে নিতে পারেন দেরী না করে। লিঙ্কে ক্লিক করলেই একে একে নির্দিষ্ট তথ্য দিন এবং নিবন্ধন করে ফেলুন, এর পরে ১দিন লাগবে তারা আপনার ব্লগ রিভিউ করে একাউন্ট এক্টিভ করে দেবে।
আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...
আপনি যদি করে থাকেন তাহলে তার লিংকটা দেন। আরো বিস্তারিত লিখলে ভালো হতো।