আপনারা যারা যারা গুগল এডসেন্স বিজ্ঞাপন দেন নিজ নিজ ওয়েবসাইট/ব্লগে, তারা নিশ্চয় দেখেছেন মাঝে মাঝে মানানসই বিজ্ঞাপন না পেলেই গুগল কিছু পাবলিক সার্ভিস বিজ্ঞাপন দিয়ে দেয় (নিচের ছবির মতো)। এইসব বিজ্ঞাপনে একেবারেই ক্লিক হয়না। রঙ নেই, এবং ফ্যাকাশে এইসব বিজ্ঞাপন দেখাতে দেবেন না, গুগল সেই অধিকার আপনাকে দিয়েছে, ব্যবহার করুন সেই অপশান।
এইগুলি শুধু যে বিরক্তিকর এবং একেবারেই অকাজের জিনিস তাই নয়, সেইসাথে আপনার ওয়েবসাইট/ব্লগের সৌন্দর্য অনেকাংশেই ক্ষুণ্ণ করে। এইগুলিকে থামান, বদলে নিজের বিজ্ঞাপন দিয়ে দিন কিম্বা অন্য বিজ্ঞাপনের লিঙ্ক থাকলে সেই বিজ্ঞাপন দিয়ে দিন। একেবারেই কিছু না থাকলে কোনো সুন্দর ছবি দিয়ে দিন সেখানে। অনেকেই জানেন কিভাবে করতে হয়, কিন্তু এই অপশান খুবই কম এডসেন্স ইউজার ব্যবহার করেন। এডসেন্স কোড বানিয়ে নেওয়ার সময়েই এই অপশান পাবেন, কিম্বা তৈরী হয়ে থাকা কোডগুলিতেও এডিট করে এই অপশান বেছে নিতে পারেন (ছবিতে অপশান দেখানো আছে)।
বিষয়টি একেবারেই কঠিন নয়। প্রথমেই যেটা করে নেবেন তা হচ্ছে এডসেন্স ইউনিটের সাইজ অনুযায়ী অন্য একটি বিজ্ঞাপনের ছবি কিম্বা নিজের সাইটের বিজ্ঞাপনের ব্যানার বানিয়ে নেবেন। বিভিন্ন ফ্ল্যাশ ব্যানার মেকার পাওয়া যায়, আকর্ষনীয় ব্যানার বানাতে পারেন নিজের সাইটের বিজ্ঞাপন দিয়েই। নিজের সাইটের বিজ্ঞাপন নিজেরই সাইটে? হ্যাঁ, বিরক্তিকর পাবলিক সার্ভিস এড দেখানোর চেয়ে এটা তবুও অনেক ভালো।
ছবি/ব্যানার বানানো হয়ে গেলে ছবি হোস্টিংয়ের সাইটে আপলোড করে দিন, সরাসরি লিঙ্কটা নিয়ে নেবেন। ফ্ল্যাশ ব্যানার হলে সেই ফাইল mydatanest.com'এর মতো ওয়েবসাইটে আপলোড করে সরাসরি লিঙ্ক নিয়ে নিতে পারেন। ছবি/ব্যানারের সাইজ আপনার যে এডসেন্স ইউনিট বদলাতে চাইছেন সেই সাইজের বানাবেন। এবারে এডসেন্স একাউন্টে লগ-ইন করে উপরে দেখানো ছবির অপশানে গিয়ে direct URL'টি বসিয়ে দিন। ব্যাস, আপনার কাজ শেষ। এর পর থেকে গুগল আপনার সাইটের জন্য ভালো এড না পেলেই আপনার দেখানো লিঙ্কের ছবি/ব্যানারটি প্রদর্শন করবে ওইসব বিরক্তিকর পাবলিক সার্ভিস বিজ্ঞাপনের পরিবর্তে।
আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...
এডসেন্স সম্পর্কে পড়ুন [edited]