গুগল এডসেন্স: পাবলিক সার্ভিস বিজ্ঞাপনগুলিকে থামান

আপনারা যারা যারা গুগল এডসেন্স বিজ্ঞাপন দেন নিজ নিজ ওয়েবসাইট/ব্লগে, তারা নিশ্চয় দেখেছেন মাঝে মাঝে মানানসই বিজ্ঞাপন না পেলেই গুগল কিছু পাবলিক সার্ভিস বিজ্ঞাপন দিয়ে দেয় (নিচের ছবির মতো)। এইসব বিজ্ঞাপনে একেবারেই ক্লিক হয়না। রঙ নেই, এবং ফ্যাকাশে এইসব বিজ্ঞাপন দেখাতে দেবেন না, গুগল সেই অধিকার আপনাকে দিয়েছে, ব্যবহার করুন সেই অপশান।

public-service-ads public-service-ads2

এইগুলি শুধু যে বিরক্তিকর এবং একেবারেই অকাজের জিনিস তাই নয়, সেইসাথে আপনার ওয়েবসাইট/ব্লগের সৌন্দর্য অনেকাংশেই ক্ষুণ্ণ করে। এইগুলিকে থামান, বদলে নিজের বিজ্ঞাপন দিয়ে দিন কিম্বা অন্য বিজ্ঞাপনের লিঙ্ক থাকলে সেই বিজ্ঞাপন দিয়ে দিন। একেবারেই কিছু না থাকলে কোনো সুন্দর ছবি দিয়ে দিন সেখানে। অনেকেই জানেন কিভাবে করতে হয়, কিন্তু এই অপশান খুবই কম এডসেন্স ইউজার ব্যবহার করেন। এডসেন্স কোড বানিয়ে নেওয়ার সময়েই এই অপশান পাবেন, কিম্বা তৈরী হয়ে থাকা কোডগুলিতেও এডিট করে এই অপশান বেছে নিতে পারেন (ছবিতে অপশান দেখানো আছে)।

publicserviceads

বিষয়টি একেবারেই কঠিন নয়। প্রথমেই যেটা করে নেবেন তা হচ্ছে এডসেন্স ইউনিটের সাইজ অনুযায়ী অন্য একটি বিজ্ঞাপনের ছবি কিম্বা নিজের সাইটের বিজ্ঞাপনের ব্যানার বানিয়ে নেবেন। বিভিন্ন ফ্ল্যাশ ব্যানার মেকার পাওয়া যায়, আকর্ষনীয় ব্যানার বানাতে পারেন নিজের সাইটের বিজ্ঞাপন দিয়েই। নিজের সাইটের বিজ্ঞাপন নিজেরই সাইটে? হ্যাঁ, বিরক্তিকর পাবলিক সার্ভিস এড দেখানোর চেয়ে এটা তবুও অনেক ভালো।

ছবি/ব্যানার বানানো হয়ে গেলে ছবি হোস্টিংয়ের সাইটে আপলোড করে দিন, সরাসরি লিঙ্কটা নিয়ে নেবেন। ফ্ল্যাশ ব্যানার হলে সেই ফাইল mydatanest.com'এর মতো ওয়েবসাইটে আপলোড করে সরাসরি লিঙ্ক নিয়ে নিতে পারেন। ছবি/ব্যানারের সাইজ আপনার যে এডসেন্স ইউনিট বদলাতে চাইছেন সেই সাইজের বানাবেন। এবারে এডসেন্স একাউন্টে লগ-ইন করে উপরে দেখানো ছবির অপশানে গিয়ে direct URL'টি বসিয়ে দিন। ব্যাস, আপনার কাজ শেষ। এর পর থেকে গুগল আপনার সাইটের জন্য ভালো এড না পেলেই আপনার দেখানো লিঙ্কের ছবি/ব্যানারটি প্রদর্শন করবে ওইসব বিরক্তিকর পাবলিক সার্ভিস বিজ্ঞাপনের পরিবর্তে।

Level 0

আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এডসেন্স সম্পর্কে পড়ুন [edited]

    আমি সাধারনত কারো মন্তব্যের উপরে এডিট করিনা, কিন্তু আপনার ব্লগে কিছু Unknown Plugin ইনস্টল করতে বলছে, ওটাকে আগে ঠিক করুন; একটি popup আছে যেটি লোড হচ্ছেনা। এইসব ক্ষতিকারক কিছু কিনা সেটার ব্যাপারে আপনি নিশ্চয়তা দিলে তবেই আমি আপনার ওয়েব লিঙ্ক মুক্ত করে দেবো। প্লিজ কিছু মনে করবেন না, আপনার মন্তব্য তো ছিলোনা, ছিল ব্লগের পাবলিসিটি, ব্লগটিকে আগে ওই missing plugin মুক্ত করুন।

Level 0

খুব ভালো ওনেক উপকার এ আসবে সবার।

Level 0

Mrs. Riya
আপনি বেশ Aggresive mode নিয়ে টিউন পাবলিশ করছেন।খুবই ভাল।

আমার তৈরি করা সেই অ্যাডস এ ক্লিক করলে কি টাকা কাউন্ট হবে।

    যদি বদলি লিঙ্কটা দেন কোনো অন্য affiliate id লিঙ্ক তাহলে সেই affiliate account’এ নিশ্চয় টাকা যোগ হবে। নিজস্ব ছবি/ব্যানার হলে কোনো টাকাই যোগ হবেনা।

Level 0

আরে ভাই, ৪টা এডসিন্স একাউন্ট ব্যান হয়েগেছে। নিজে এত সাবধানতার পরও কেন ব্যান হয় বুঝিনা। আর এখনতো কোন নতুন একাউন্টই করা যাই না। তাহলে কিভাবে এডসিন্সের এর প্রতি আস্থা রাখব? এই হল আমার এডসিন্সের হাল!!!!!! আপনাদের মূল্যবান পরামর্শের অপেক্ষায় থাকলাম।

    যেসব ব্লগে এডসেন্স দিয়েছিলেন সেইগুলোকে একটু না দেখলে তো বলাই যাবেনা কেন ব্যান হলেন এতোবার। ব্লগগুলির ঠিকানা দিন, দেখি, অন্যরাও দেখুক, তবে না পরামর্শ দিতে পারবে বাকিরা…

    Level 0

    হ্যা রিয়া, আমি লিংকগুলো দিলাম http://technovoice.blogspot.com http://islamiczone.tk http://onlinenewspaper.yolasite.com http://freemysoft.tk http://freecall.yolasite.com মুটামুটি এগুলোতে এড দেওয়া ছিল। কিন্তু এডসিন্স একাউন্ট করা ছিলো ব্লগস্পটে।

      এডসেন্স প্রোগ্রাম পলিসি অনুযায়ী আপনার freemysoft.tk ব্লগটিই সমস্যার মূল কারন বলে আমার মনে হচ্ছে। প্রোগ্রাম পলিসি’র ৫’ম পয়েন্টেই বলা আছে “Hacking/cracking content” এইসব সাইটে বিজ্ঞাপন দিতে পারবেন না এবং আপনি সেটাই করেছেন। সমস্ত সফটওয়্যার কপিরাইট করা জিনিস, আপনি সেইগুলার ব্লগ বানিয়ে তাতে বিজ্ঞাপন দিয়েছেন। অন্য সাইটগুলিতে তেমন সমস্যা তো দেখছিনা।

        আমার সমাধান তো পেলাম না

          আপনার সমস্যাটাই আমি এখনো বুঝতে পারিনি। আপনার ওয়েবসাইটে দেখলাম একটি ৪৬৮x৬০ লিঙ্ক ইউনিট চলছে এবং তাতে এডসেন্স বিজ্ঞাপন দেখা যাচ্ছে। তাহলে সমস্যা কোথায়? আপনার কিছু পোস্ট বাংলায়, সেই কারনে মাঝে মাঝে বিজ্ঞাপন নাও দেখাতে পারে, বাংলার জন্য এডসেন্স নেই, list of unsupported languages দেখুন।

রিয়া আপু আমি এ জিনিসটা এক সপ্তাহ আগে করেছিলাম গ্রামিন grameen phone এর address দিয়ে।দু’এক দিন পরে তা ছরিয়ে ফেলেছি,এখন সাধারন ভাবে কোড দিলেও সার্ভিস বিজ্ঞাপন দিচ্ছে।আর মাঝে মাঝে বিজ্ঞাপন গুলো দেখা যায় না,কারণটা যদি জানাতেন।http://www.destiny2000.net/

আমি আগেই জানতাম তবে এভাবে নিজের এড দেয়ার চাইতে ভিন্ন কোন পথ অবলম্বন করলে এরকম সমস্যাই হবে না।