রেজিস্ট্রি এডিট নয়! ডিস্কপার্ট নয়! সহজ ও সরল উইন্ডোজ এক্সপি পাওয়ার টয়েজ দিয়ে কমপিউটারের একটি ড্রাইভ হাইড করে নিতে পারবেন। TweakUI ডাউনলোড করে নিন মাইক্রোসফটের এই লিঙ্ক থেকে। শুধু তাই নয়, সাথে সাথে আরো বেশ কিছু tweak করে নিতে পারবেন এইটা দিয়ে। ইনস্টল করে ডাবল ক্লিক করে চালান সফটওয়্যারটি। মেনু'তে বাঁদিকে পাবেন My Computer > Drives, তালিকায় পাবেন আপনার সব ড্রাইভ, ইচ্ছেমতো যেকোনোটি হাইড করে নিন? নিচের দেখানো আছে ছবিতে -
আরো অনেক কিছু করতে পারবেন, যেমন সিডি/ডিভিডি আটোপ্লে disable করা। আমরা সবসময়েই দেখি ড্রাইভ নামের পরে ব্র্যাকেটে ড্রাইভ অক্ষরটি লেখা থাকে, তাইনা? কিন্তু এইটা দিয়ে ড্রাইভ অক্ষরটি আগে, এবং ড্রাইভের নাম পরে দেখাতে পারবেন। কিম্বা, ড্রাইভ অক্ষরটি দেখানোই থামিয়ে দিতে পারবেন, শুধুই ড্রাইভের নাম দেখাবে। যদি আপনার উইন্ডোজ এক্সপি পার্টিশানের নাম এইরকম হয় Windows XP (C:), তাহলে এটিকে করে নিতে পারবেন (C:) Windows XP, কিম্বা ড্রাইভ অক্ষর বাদে শুধুই ড্রাইভ নাম Windows XP দেখাতে পারবেন। যারা ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করেন, তারা টুলবারের ব্যাকগ্রাউন্ড বদলাতে পারবেন, লোগো বদলাতে পারবেন।
উইন্ডোজ এক্সপ্লোরার মেনু থেকে অনেকগুলি tweak করতে পারবেন। যেমন সহজেই ডেস্কটপের শর্টকাট আইকন থেকে "Shortcut to..." লেখাটি মুছে ফেলতে পারবেন। আরো অনেক কিছু অপশান আছে। যে অপশানগুলি বুঝবেন না সেইগুলি না করাই ভালো, এক্সপ্লোরারের ক্ষেত্রে। তবে এটি যেহেতু অনেক সহজ একটি সফটওয়্যার, তাই সমস্যা দেখলে আবার রিসেট করে নিতে পারবেন।
বেশ কিছু সেটিংস আছে যেগুলি তক্ষুনি এক্টিভেট হবেনা, এর জন্য একবার লগ-অফ করে লগ-ইনের প্রয়োজন হবে।
আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...
আপু, আপনি তো সুপারসনিক স্পীডে টিউন করে যাচ্ছেন…… 😀
Software-টা কি Windows 7-এ কাজ করবে….????