কেমন আছেন সবাই ? আশা করি ভালো। Fl studio নিয়ে আমার প্রথম tune এ আপনাদের সাড়া দেখে আমার খুব ভালো লেগেছে। তাই পড়াশুনা ও আউটসোর্সিং এর ব্যস্ততার মাঝেও লিখতে বসে গেলাম। :-)আমি যেহেতু প্রাতিষ্ঠানিক ভাবে Fl studio এর কিছুই শিখিনি সেহেতু আমার টিউন গুলো অগোছালো মনে হতে পারে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। যারা প্রথম টিউন টি পরতে আগ্রহী তারা নিচের লিঙ্কে যেতে পারেন।চলুন যাই মিউজিক এর দুনিয়ায় (মিউজিক ক্রিয়েশন টিউটরিয়াল)FL studio তে মিউজিক তৈরি করতে গেলে প্রথমে যেটা দরকার হবে টা হল মিউজিক সম্পর্কে বেসিক ধারনা। নিচের লিঙ্ক থেকে আমি অনেক কিছু শিখেছি তাই তা শেয়ার করলাম। মিউজিক থিওরি নিয়ে কয়েকটা টিউন করার ইচ্ছে আছে তবে আরেকটু গুছিয়ে নেয়া প্রয়োজন। আর যেহেতু মিউজিক নিয়ে আমার ধারনাও সীমিত তাই আমি যেখান থেকে শিখছি তাই আপনাদের সাথে সেয়ার করলাম। আমি আপাতত শুধু Fl studio নিয়েই টিউন করব। লিঙ্ক - http://www.musictheory.net/ আচ্ছা যদি আপনি একটি মিউজিক তৈরি করতে চান আপনার কি কি করতে হবে ???? * আপনার ভালো কিছু সুর তৈরি করতে হবে। Genre অনুযায়ী ড্রাম বিট তৈরি করতে হবে। বেস লাইন তৈরি করতে হবে। আর আপনার প্রধান সুরকে আরও সুন্দর করার জন্য সাহায্যকারী কিছু সুর তৈরি করতে হবে। Fl studio তে এই কাজ বা প্রত্যেকটি আলাদা সুরকে বলা হয় এক একটি Pattern. এই pattern তৈরি করতে হবে channel window & step sequencer এ। তারমানে দাঁড়ালো যদি আপনি fl studio তে মিউজিক করতে চান তাহলে প্রথমেই আপনাকে channel window & step sequencer এ কাজ করতে হবে। * এরপর আসে কোন সময় লিড শুরু হবে , কখন ড্রাম বিট শুরু হবে কখন আপনি ব্রেক দিবেন বা ভিন্নতা আনবেন ইত্যাদি । মানে আপনার মিউজিককে arrange করা। সেটি আপনি করবেন playlist এ। * সর্বশেষ যেটা আসে তা হল mixing & mastering. এটি একটি এডভান্স টপিক। যেমন volume control , panning control, effects ইত্যাদি। এটি অনেক এক্সপেরিমেন্ট এর টপিক। যত বেসি আপনি বিভিন্ন ইফেক্ট নিয়ে কাজ করবেন তত আপনার সাউন্ড সুন্দর হবে। আপনার melody আর arrangment যত ইন্টারেস্টিং বা ভালো হোক না কেন সামান্য ভুল সাউন্ড কন্ট্রোল এর কারনে তা বৃথা যেতে পারে। চিন্তার কিছু নেই। একদিনে যেমন রোম তৈরি হয়নি তেমন একদিনে কিছুই হবে না। প্রাকটিস করতে থাকলে এটাও সম্ভব। যাই হোক চলুন আমরা একটু প্রাকটিস করে আসি। FL studio Browser থেকে নিচের ড্রামসগুলো channel window & step sequencer এ ওপেন করুন। A. packs -> legacy -> FPC -> Kick Drums -> FPC_Kick_GiReal_006 B. packs -> legacy -> FPC -> Hi hats -> FPC_ClHH_GCsta_001 C. packs -> legacy -> FPC -> Snare Drums -> FPC_Snr_2lI03 D. packs -> legacy -> FPC -> Hi hats -> FPC_ClHH_GSab_001 এবার A B C ও D ড্রামসগুলো কে step sequencer এ প্রোগ্রাম করুন এভাবে - এবার এই pattern টির একটি নাম দিন drums#1. এবার নতুন একটি pattern তৈরি করুন drumStart এখন এই pattern কে প্রোগ্রাম করুন এভাবে - উপরের মত আবার একটি pattern তৈরি করুন drumFill এবং প্রোগ্রাম করুন এভাবে - এবার arrangement এর পালা। প্রথমে টুলবার থেকে snap বার সিলেক্ট করুন। কারন আমরা যে pattern গুলো তৈরি করেছি তাদের টাইম দৈর্ঘ্য এক বার এবং আমরা playlist এ প্রত্যেকটাকে একবার দৈর্ঘ্যতে বসাব তাই এখন তা প্রতি বার অনুযায়ী snap করবে। playlist এ যান। Track 01 কে rename করে drums দিন। আপনি চাইলে color ও একটি icon ও ইউস করতে পারেন। তাতে চিনহিত করতে সুবিধা হয় যে কোনটা ড্রাম ট্রাক কোনটা বেস কোনটা melody ইত্যাদি। pattern clip source drumStart select করুন। এবং ব্রাশ টুল টি সিলেক্ট করুন। drams track এর প্রথম সেল এ ক্লিক করুন। দেখুন drumStart pattern টি ওখানে বসে গেছে। এভাবে নিচের ছবির মত করে pattern সিলেক্ট করুন ও বসান। 1 = drumStart 2 = drum#1 3 = drumFIll এবার toolbar থেকে song সিলেক্ট করে প্লে করুন। দেখুন প্রথমে ড্রামসটির তিনটি pattern ই একটি arrangement এর আওতায় বাজছে। প্রজেক্ট ফাইলটি download করুন http://www.mediafire.com/?q9dgd3g95a25dvw আজ এ পর্যন্তই । আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।
আমি fifth-block। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Like to be creative, like to learn , like to share
জি ভাইজান আমরা আছি চালিএ যান