চলুন যাই মিউজিক এর দুনিয়ায় (মিউজিক ক্রিয়েশন টিউটরিয়াল)

কেমন আছেন সবাই ? আশা করি ভালো :-)
অনেক দিন ধরে কম্পিউটার মিউজিক এর উপর ভালো কিছু আশা করছিলাম টেকটিউন থেকে। কিন্তু তেমন কিছু না পেয়ে নিজেই ট্রাই করি। আশা করছি আপনাদের কিছু দিতে পারবো। স্বার্থপর এর মত শুধু এতদিন নিয়েই গেলাম। আশা করছি আমার অনভিজ্ঞ লেখা থেকে মিউজিক গুরুরা ভুল ধরে আমাকে ও সবাইকে শিখতে সহযোগিতা করবেন ।
মিউজিক ক্রিয়েশন আমার অনেক বড় একটা শখ । তবে অজ পাড়া গাঁয়ে থেকে সেই শখ পাথর চাপা দিতে হয়েছিল। মিউজিক সম্পর্কে আমার ধারনা খুবি কম। মানে notes, chords, scale ইত্যাদি। নেট থেকে শিখার চেষ্টা করছি। তাই যদি ভুল হয় insult না করে ধরিয়ে দিন। :-)
কম্পিউটার এ মিউজিক তৈরি করতে কিছু সফটওয়্যার এর প্রয়োজন হয় যাদের বলা হয় DAW বা Digital Audio Workstation. অনেক DAW net এ পাওয়া যায়। যেমন -
Ableton Live
Reason
Fl studio
Sony Acid
এগুলো হল সবচেয়ে জনপ্রিয়। আমি মূলত Fl studio 10 এর উপর লিখব। চলুন দেখে আসি Fl studio এর ইন্টারফেস -

Browser এর কাজ ফাইল ব্রাউজার এর মতই। দ্রুত কোন instrument সিলেক্ট করা, আমাদের নিজস্ব সাউন্ড লাইব্রারী থেকে কোন স্যাম্পলকে লোড করা ইত্যাদি।
Channel window & Step sequencer খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই টিউটরিয়াল এ  Channel window & Step sequencer এর সামান্য ধারনা নিব। টুলবার এ রয়েছে প্লেব্যাক বাটন , Tempo (Song speed) সিলেক্টর, টাইম ডিউরেশন ইত্যাদি।
চলুন একটা ড্রাম বিট তৈরি করি browser ও Channel window & Step sequencer ব্যবহার করে।

Browser থেকে packs -> Legacy -> Hiphop এ যান । নিচের ফাইল গুলো ড্রাগ করে Channel window & Step sequencer এ ফেলুন।
packs -> Legacy -> Hiphop -> Hip_kick_5 ( একটা kick ড্রাম )
packs -> Legacy -> Hiphop -> Hip_Snare_4 ( একটা snare ড্রাম )
packs -> Legacy -> Hiphop -> Hip_Hat_6 ( দুটি Hithats )
packs -> Legacy -> Hiphop -> Hip_Hat
toolbar থেকে tempo 90 BPM Select করুন।
এখন Channel window & Step sequencer টি ভালোভাবে দেখুন। 

যেকোনো instrument এর প্রত্যেকটি note এর একটি নির্দিষ্ট time duration রয়েছে। যেমন - whole note, half note, 4th note, 8th note, 16th note ইত্যাদি। whole note সবচেয়ে বড় note। পর্যায়ক্রমিক ভাবে বাকি গুলো ছোট। আর বার হল একটি নির্দিষ্ট সময় যে সময়ের মধ্যে নির্দিষ্ট সংখ্যক বিট বা নোট থাকে। Channel window & Step sequencer এর ডিফল্ট ৪টি বার ও প্রতি বারে ৪টি বিট বা নোট থাকে। এগুলো সম্পর্কে পরে বিস্তারিত লিখব যদি আপনাদের সাপোর্ট পাই।
তো Step sequencer এ যে কতগুলো বক্স দেখতে পাচ্ছেন তা হল একেকটি বিট বা নোট। আমরা এই নোট গুলো দিয়ে একটি ড্রাম sequence তৈরি করব। এই বক্স গুলোতে যদি লেফট ক্লিক করেন তাহলে তা অন হবে আর রাইট ক্লিক করলে অফ হবে।
ড্রাম চ্যানেল এর বক্সগুলো নিচের ছবি অনুযায়ী অন করুন।

এবার toolbar এর প্লেব্যাক থেকে প্লে ক্লিক করুন অথবা স্পেস চাপুন। শুনুন। ঠিক যেখানে বক্সটি অন আছে সেখান থেকে নির্দিষ্ট সময় পর পর শোনা যাচ্ছে। শুধু kick drum দিয়ে কি হয় ? এবার নিচের ছবি অনুযায়ী বক্সগুলো অন করুন।



ব্যস। আমরা খুব সুন্দর একটা বেসিক ড্রাম sequence পেয়ে গেলাম। 
fl studio torrent download link http://www.mediafire.com/?d4h63ss8k3f1w65
আপনাদের মূল্যবান মতামত এর আশা করছি। আপনাদের সাড়া আমাকে পরবর্তী টিউন করতে সহযোগিতা করবে।
পর্যায়ক্রমিক ভাবে টিউটরিয়াল দেবো বলে যে মিউজিকটা করেছি তা শুনে আস্তে পারেন।

কমেন্ট সেকশন এ তাকিয়ে বসে রইলাম। :-)

Level 0

আমি fifth-block। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Like to be creative, like to learn , like to share


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার করা মিউজিকটি শুনলাম । বেশ হয়েছে । সফটওয়্যারটির ডাউনলোড লিংক সংযুক্ত করে দিতে পারতেন …

আমি এটা/ FL Studio 10 নিয়া গত ২ বছর ঘাটা ঘাঁটি করছি কিন্তু কত টুকু জানতে পারেছি কে জানে ।

নিয়মিত tune করে কিছু শিখাই দিএন

আপনার music টা খুব সুন্দর হইসে

direct download link টা দিলে ভাল হত। চালিয়ে যান।

চালিয়া জান আমরা আছি

আপনার মিউজিক টা কি আপনি শুধু Fl studio দিয়েই করেছেন?

পিয়ানোর note গুলো আপনার তয়রি

আমর এই একটাই সমস্যা সুন্দর note তইরি করতে পারিনা Riff Machine দিয়ে যা হয় তাই

আপনি কোন গান remix করেছেন

আপনি কি কোন গান remix করেছেন

    @wantedvirus: 🙂 চেষ্টা করব যত তারাতারি পারা যায়। ধন্যবাদ আপনাকে।

http://www.image-line.com/downloads/flstudiodownload.html অফিসিয়াল ডাউনলোড লিঙ্ক

এটা Demo থেকে Full Version করার উপায় আছে?

আর সফটওয়্যারটি ব্যবহার করতে keyboard আর mouse ছাড়া আর কিছু লাগে?

go on my brother

খুব সুন্দর হয়েছে।

বলদের গলদ ! আর কত ??? INTERNET যুদ্ধ হোক শুরু

এই শিরোনামের টিউনটি কেন ডিলেট করা হইল আমি বুঝতে পারছিনা। এখানে ও কি রাজনীতি ঢুকেগেছে।

Level 0

অনেক অপেক্ষার পর পেলাম FL Studio Tutorial in Techtunes-এ. অনেক ধন্যবাদ এবং পরবর্তী Tune-এর অপেক্ষায় থাকলাম।

অনেক অপেক্ষার পর এলো কেউ একজন FL Studio এর টিউটোরিয়াল নিয়ে। ভেবেছিলাম আমি বোধহয় একমাত্র আগ্রহী ব্যক্তি যে মিউজিক তৈরী শিখতে চাই। অথচ এই টিউনে এসে দেখি আমার চেয়েও আগ্রহী লোকের অভাব নেই। fifth-block ভাই আপনার কাছে সবিনয় অনুরোধ আপনি হাসান যোবায়ের ভাইয়ের মতো ভিডিও চেইন টিউন করুন। আমি কথা দিলাম সাইজ যতো বড়ই হউক সাথে থাকবো। কারণ এফ এল নিয়ে এক আধটু টানাটানি করে যেটা বুঝেছি তা হলো বিশাল সফট তাই টেক্সট টিউনের পাশাপাশি ভিডিও টিউন আমাকে সত্যিই কাজ বুঝতে অনেক সাহায্য করবে। আর বুঝতেই পারছেন ফটোশপ নিয়ে অনেকে টিউন করলেও এফএল নিয়ে টিউনের ক্ষেত্রে আপনি হতে যাচ্ছেন প্রথম টিউনার।আর আমাদের মতো আগ্রহী ছাত্রদের সংখ্যা যে প্রচুর তা আর বলার অপেক্ষা রাখেনা। তাই ভিডিও চেইন টিউন চাই ভিডিও চেইন টিউন চাইভিডিও চেইন টিউন চাইভিডিও চেইন টিউন চাইভিডিও চেইন টিউন চাইভিডিও চেইন টিউন চাইভিডিও চেইন টিউন চাইভিডিও চেইন টিউন চাইভিডিও চেইন টিউন চাইভিডিও চেইন টিউন চাইভিডিও চেইন টিউন চাইভিডিও চেইন টিউন চাইভিডিও চেইন টিউন চাই

টিউন এড় জন্য ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়াল এর জন্য অপেক্ষায় থাকব।