PDF কে Doc File এবং Doc কে PDF File এ রূপান্তর করুন সহজেই

আমাদের অনেক সময় নানা কারনে PDF কে Doc File এবং Doc কে PDF File এ রূপান্তর করতে হয়।আর এই রুপান্তরের সহজ দুটি Software হল Pdf to word converter এবং Do pdf।

Do pdf Software টি ২.৯৮ মেগাবাইট।এটি Download করা যাবে এখান হতে। এর মাধ্যমে অতি সহজেই Word file কে Pdf file এ রুপান্তর করা যায়। Software টি চালু করার পর প্রথমে আমরা যে Word file টি Pdf file এ রুপান্তর করতে চাই তা Select র করে দিতে হবে।

dopdf1

এরপর Create Button এ Click করতে হবে।

dopdf2

এখন যে window আসবে তার ok Button এ Click করতে হবে।তাহলেই আমরা আমাদের কাংখিত File টি কে PDF Format এ পেয়ে যাব।

Pdf to word converter Software টি মাত্র ৫৮৭ কিলোবাইট। এটি Download করা যাবে এখান হতে। এর মাধ্যমে সহজেই Pdf file কে Word file এ রুপান্তর করা যায়। Software টি চালু করার পর নিম্নরুপ window পাওয়া যাবে

pdf2w1

এখন আমরা যে File টিকে  PDF থেকে Word File এ রুপান্তর করতে চাই তা এর Add Pdf Document হতে Select করে দিতে হবে।এখন Start Convert লেখা Button এ Click করতে হবে। এর পূর্বে বাঁ পাশের Menu Bar হতে General Option, Character Position options, Graphical option After এবং Conversion Option গুলো নিজের পছন্দমত Select করে দিতে হবে। তাহলেই আপনারা কাংখিত word file টি পেয়ে যাবেন। আপনাদের সকলকে ধন্যবাদ।

Level New

আমি খালেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্বাদ। আগে ভালো ফ্রি পাইনি।

The Search ভাই আপনার কি কোন লেখা পাব না?

    Level 0

    উনার মনে হয় হাতের লেখা খারাপ 🙂

Level 2

🙂 🙂 🙂 jotil…………………..

ধন্যবাদ ভাই

Level 0

ভাই এই লিং টি কোথায়??

Pdf to word converter Software টি মাত্র ৫৮৭ কিলোবাইট। এটি Download করা যাবে এখান হতে। এর মাধ্যমে সহজেই Pdf file কে Word file এ রুপান্তর করা যায়। Software টি চালু করার পর নিম্নরুপ window পাওয়া যাবে

Level 0

এখান থেকে ডাউনলোড করতে পারেন….. PDF to Doc

http://www.brothersoft.com/free-pdf-to-word-converter-download-126817.html

Level 0

ধন্যবাদ।
ওখানে লিংটি ছিলনাতো তাই বলছিলাম।

thanks

লিঙ্ক নাই, অথচ পাবলিক কয় জ+টি+ল !!!!!
জটিল পাবলিক !!!!!

    আজিব লোকতো আপনি..টিউনারদের এপ্রিসিয়েট করতে সেখেন, একটু ভুল তো হতেই পারে ।
    ধন্যবাদস আপনাকে..!!!

Sorry ভাই লিংক টি দিতে ভুলে গিয়ে ছিলাম। লিংকটি দিয়ে দিলাম। আপনাদের সকলের মতামতের জন্য ধন্যবাদ।

    ধন্যবাদস ভাই আপনাকে, আসাকরি ভবিস্যতে আপনার কাছ থেকে আমরা আরো ভালো টিউন পাবো ।

Level 0

PLEASE GIVE ME A OCR SOFTWARE WHICH WILL SUPPORT BANGLA FONT.I WANT TO EDIT SCAN PDF FILE AND MAKE IT EDITABLE MICROSOFT WORD FILE. PLEASE AS SOON AS POSSIBLE,ITS URGENT.

Level 0

Thank you brother. But first link is not working.