আসুন এবার দেখে নিই কিভাবে ফ্রী .asia ডোমেইনটি দিয়ে একটি পুর্ণাঙ্গ ওয়ার্ডপ্রেস ব্লগ তৈরি করবেন।

আসসালামু আলাইকুম। সবাইকে আমার দ্বিতীয় টিউনে স্বাগতম। আশা করি আমার প্রথম টিউনটি আপনাদের ভাল লেগেছে (যদিও বা টিউনটির নিচের কমেন্ট তা স্বীকার করছেনা 😀 😛 🙂 ) গতকাল আমি দেখিয়েছিলাম কিভাবে আপনি .asia ডোমেইন ফ্রী তে পেতে পারেন। টিউনটি দেখতে চাইলে এখানে ক্লিক করুন। আশা করছি অনেকেই ইতোমধ্যে একাধিক ডোমেইন নিয়ে ফেলেছেন। কিন্তু যারা একেবারেই নতুন তারা ডোমেইনটি নেয়ার পর হয়তো সামনে এগুতে পারছেন না। তাই গতকালের টিউনে যারা হোস্টিং সম্পর্কে জানতে চেয়ে মন্তব্য করেছিলেন শুধুমাত্র তাদের জন্যই আজকের এই টিউন।

আমি আমার এ টিউনটি তেমন বিস্তারিতভাবে লিখছিনা। কারণ ইতঃপূর্বে এ নিয়ে বহু টিউন টিটি তে প্রকাশিত হয়েছে।
এবার আসি মূল কথায়। প্রথমেই আমাদের জানতে হবে যে একটি ওয়ার্ডপ্রেস ব্লগ তৈরির জন্য আমাদের কী কী প্রয়োজন?

যা যা প্রয়োজন:

১. ডোমেইন - যা আমরা গতকালই নিয়েছি।

২. হোস্টিং - যেহেতু আমরা একেবারেই নতুন সেহেতু আমরা এখানে ফ্রী হোস্টিং কেই বেছে নিব।

৩. ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন।

৪. একটি সুন্দর ওয়ার্ডপ্রেস থীম।

হোস্টিং :

ফ্রী হোস্টিং সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে Byethost অন্যতম এবং এটির ব্যবহারও খুবই সহজ। তাই আজ আমরা ফ্রী হোস্টিং এর জন্য Byethost এ রেজিস্ট্রেশন করব। এখানে ক্লিক করলে নিচের ছবির মত একটি ফরম আসবে। ফরমটি পূরণ করুন।

  • Script to install এ WordPress Blog সিলেক্ট করুন। ফরমটি পূরণ করা হলে এবার Register বাটনে ক্লিক করুন। তারপর আপনার ইমেইলে একটি এক্টিভেশন লিংক যাবে। লিংকটিতে ক্লিক করে আপনার একান্টটি একটিভ করুন। একাউন্টটি একটিভ হতে মিনিটখানিক সময় লাগবে এবং একটিভ হওয়ার পর আপনি পুনরায় একটি মেইল পাবেন, যেখানে আপনার CPanel এব যাবতীয় তথ্য থাকবে। মেইলটিতে লক্ষ্য করুন - সেখানে আপনার CPanel এর User Name এবং Password দেওয়া আছে।
  • আপনার ইউজার নেইম এবং পাসওয়ার্ড দিয়ে CPanel এ লগ ইন করুন। CPanel এ লগ ইন করার জন্য এখানে ক্লিক করুন   http://cpanel.byethost7.com/
  • লগইন করার পর আপনি নিচের ছবির মত Vista Panel এর ড্যাসবোর্ডটি দেখতে পাবেন।

  • এবার আমরা ডোমেইন যুক্ত করব। সুতরাং CPanel এর Domains থেকে Addons Domain এ ক্লিক করুন। ক্লিক করার পর নিচের ছবির মত একটি পেইজ দেখতে পাবেন।

  • ছবিটিতে লক্ষ্য করুন পাঁচটি Name Server Address দেখা যাচ্ছে। এবার এক এক করে এড্রেসগুলো ডোমেইনে এ্ড করতে হবে।
  • এখানে ক্লিক করে আপনার CrazyDomains এর একাউন্টে লগ ইন করুন।
  • তারপর বাম পাশ থেকে Mangage Domains এ ক্লিক করলে আপনার ডোমেইনটি দেখতে পাবেন। এবার ডোমেইনটি ক্লিক করুন।

  • এরপর Update Name Servers এ ক্লিক করলে বিদ্যমান দুটি নেইম সার্ভার দেখতে পাবেন। সেগুলো ডিলেট করে এক এক করে ৩ নং ছবির নেইম সার্ভার এড্রেসগুলো বসিয়ে দিন। নিচের ছবিটি দেখুন।

  • Name Server এড করা হয়ে গেলে এবার আমরা আমাদের সার্ভারে ডোমেইনটি এড করব।  http://www. ছাড়া শুধুমাত্র আপনার ডোমেইনটি লিখুন। যেমন mytechzone.asia এরপর Add Domain এ ক্লিক করুন।
  • ব্যাস! সার্ভারে ডোমেইন যুক্ত করার কাজ শেষ। পরবর্তী ধাপে আমরা সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব।

ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন :

  • এটি খুবই সহজ। প্রথমে CPanel এর ড্যাসবোর্ড থেকে Software & Services এর অধীনে থাকা Script Installer এ ক্লিক করুন।
  • আপনার ডোমেইনটি সিলেক্ট করে Proceed এ ক্লিক করুন।
  • আপনি বিভিন্ন স্ক্রিপ্ট দেখতে পাবেন। সেখান থেকে WordPress এর পাশে Install Now ক্লিক করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করুন। তারপর Complete Install এ ক্লিক করুন।
  • ব্যাস! কেল্লা ফতেহ 😀 এবার আপনার ডোমেইনটি চেক করে দেখুন। আপনার ব্লগটি কি তৈরি হয়ে গেছে? হ্যাঁ, হওয়ারই তো কথা। কিন্তু ব্লগের থীমটি বুঝি পছন্দ হচ্ছে না? তাহলে আসুন এবার নতুন একটি থীম আপনার ব্লগে ইনস্টল করি।

থীম আপলোড :

  • এটি তো পানি পান করার মতই সহজ 🙂 প্রথমে আপনি আপনার পছন্দের থীমটি গুগলে সার্চ করে ডাউনলোড করুন। "Free wordpress theme" , "best free wordpress theme" , "top ten wordpress theme of 2012" ইত্যাদি লিখে সার্চ দিলেই আপনি আপনার পছন্দের থীমটি পেয়ে যাবেন। আর সার্চ করার সময় না থাকলে এখানে ক্লিক করে আমার পছন্দের একটি থীম ডাউনলোড করতে পারেন। আশা করি থীমটি আপনাদেরও ভাল লাগবে। যা আমি আমার পরীক্ষামূলক একটি ব্লগে ব্যবহার করছি, চাইলে ডেমো দেখতে পারেন
  • এবার আসুন দেখে নিই কিভাবে ডাউনলোড করা থীমটি আপলোড করব। প্রথমে আপনার ওয়ার্ডপ্রেস এর এডমিন প্যানেলে লগইন করুন। লগ ইন করতে প্রথমে আপনার তৈরিকৃত ওয়ার্ডপ্রেস ব্লগটিতে প্রবেশ করুন। সেখানে আপনি Log in করার অপশন পাবেন। ক্লিক করে লগ ইন করুন। অথবা আপনার ব্রাউজারে www.yourdomain.asia/wp-login.php লিখে লগইন করুন।
  • লগইন করার জন্য আপনার ডিফল্ট ইউজার নেইম হল admin এবং পাসওয়ার্ড হবে আপনি Byethost এ যেই পাসওয়ার্ডটি দিয়েছিলেন।
  • লগইন করার পর ওয়ার্ডপ্রেস ড্যাসবোর্ডের বামদিক থেকে AppearanceTheme এ ক্লিক করুন। তারপর উপর থেকে Install Themes এ ক্লিক করে Upload এ ক্লিক করুন।

  • এবার আপনার ডাউনলোড করা থীমটি ব্রাউজ করে Install Now বাটনটিতে ক্লিক করুন। আর হ্যাঁ, আপনাকে ডাউনলোড করা থীমটি আনজিপ বা Extract করতে হবেনা। আপনি .zip ফরম্যাটটিই আপলোড করতে পারবেন।
  •  ইনস্টল করা হয়ে গেলে Live Preview তে ক্লিক করে বাম পাশের Site Title & Tagline এ গিয়ে যথাক্রমে আপনার ব্লগের টাইটেল ও কয়েক শব্দের একটি বিবরণ দিন। যেমন আমি আমার পরীক্ষামূলক ব্লগটির টাইটেল ব্যবহার করেছিলাম "Tech Tricks" এবং ট্যাগলাইন ব্যবহার করেছিলাম "A New World Of Tech Tricks" । তারপর Save & Publish এ ক্লিক করুন। ব্যাস থীম ইনস্টলের কাজটি এখানেই শেষ।
  • এখন আপনি আপনার ব্লগের জন্য পোস্ট লিখা শুরু করুন। আর আপনার পছন্দ অনুযায়ী প্লাগইনস ইনস্টল করে ব্লগটিকে মনের মত করে সাজিয়ে নিন।

টিউনটি ভাল লাগলে বা কারো বিন্দুমাত্র উপকারে আসলে অবশ্যই অবশ্যই কমেন্ট করুন। আপনাদের জন্য টিউনটি করতে আমার প্রায় ৪ ঘন্টা সময় ব্যয় করতে হয়েছে। আর আপনারা কি আমার জন্য একটি মন্তব্য করতে ২ মিনিট সময় ব্যয় করতে পারবেন না? টিউনাররা আপনাদের কাছ থেকে উৎসাহ পেয়েই কিন্তু পরবর্তীতে আরো দারুন দারুন টিউন উপহার দিতে অনুপ্রাণিত হয়। আর কোন সমস্যা হলে টেকটিউনস তো আছেই, সাথে আমিও যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ।

আমাকে ফেইসবুকে বন্ধু বানাতে চাইলে এখানে ক্লিক করুন।

আপডেট:

নিচের কমেন্টগুলো দেখে সবাইকে উদ্দেশ্য করে বলছি - আপনারা যদি আমার এই টিউনটি ভাল করে পড়ে আমার প্রতিটি নির্দেশনানুযায়ী সামনে এগিয়ে যান, তাহলে আপনি অবশ্যই একটি ওয়ার্ডপ্রেস ব্লগ বানাতে পারবেন। অনেকেই হয়তো পেরেছেনও। কিন্তু হায়রে আফসোস, আপনি যে পেরেছেন সেটি একটু কষ্ট করে মন্তব্যে বলে দিলে তো অন্যরা বুঝতে পারতো যে, টিউনে কোন সমস্যা নেই। আসলে সমস্যা আছে আমাদের নিজেদের মাঝেই। আমরা পুরো টিউনটি ভালো করে না পড়েই, না বুঝেই অতি শর্টকার্টে কাজ সারতে চাই; যা আমাদের একটি বদঅভ্যাস। তাই বলছি, কোন কাজে হাত দেয়ার আগে কাজটি সম্পর্কে গভীর জ্ঞানার্জনের চেষ্টা করুন। তাহলে আপনাকে আর মাঝপথে থেমে থাকতে হবে না।

Level 0

আমি Muhammad Ibrahim। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ভাই, আমি হন্যে হয়ে খুজে বেরাচ্ছি এই তরিকার জন্য।

শুধু আপনারে একটা ধন্যবাদ দেয়ার জন্নে login করলাম……।।

    @keyboardmastan: ধন্যবাদ। আপনাদের ভাল লাগলে বা সামান্য কাজ লাগলে টিউনের পিছনে আমার ৫ ঘন্টা ব্যয় স্বার্থক।

Very nice tune.
Thank you Muhammad Ibrahim.
We hope to get more tune from you.

Level 0

well done

ধন্যবাদ টি বাকি রাখলাম, কখনো উপকার করার সুযোগ পেলে খুশি হব। আমিই বার বার মেসেজ দিয়ে আপনাকে বিরক্ত করেছিলাম টিউনটি করার জন্ন! –Dr.Mostafiz.
দোয়া রাখবেন ভাইয়া আমি একটি এমন ওয়েব সাইট বানাতে চাই যেন সাধারন মানুষ দাত এবং এর সংশ্লিষ্ট সকল রোগ এবং এর প্রতিকার সম্পর্কে জানতে পারে। যেন জানতে পারে কোন চিকিৎসার কি রকম খরচ বহন করতে হতে পারে। কোথায় গেলে সবচেয়ে কম টাকা খরচ করেও ভাল চিকিৎসা পাওয়া যাবে। তাছাড়াও থাকছে বেশ কিছু ভাল ক্লিনিকের ঠিকানা এবং আন্নান্ন তত্থ্য । তাছাড়া ডেন্টাল ইমারজেন্সির জন্নে ত আমি আছি ই ।

    @Rinku01911212177: ভাই আপনাকে ধন্যবাদ মন্তব্য করার জন্য এবং আপনার মহৎ পরিকল্পনার জন্য। আর সেই সাথে আল্লাহর কাছে আপনার পরিকল্পনা বাস্তবায়ন করার দোয়া করছি।

Level 0

vi word press er admin panele dukar jonno kun adress e jete hobe pls janaben ki????????????????????????????????????????????///

    @abdur-rob: টিউনটি ভাল করে পড়ে দেখলেই আশা করি আপনার উত্তর পেয়ে যাবেন 🙂

Level 0

vi ami them ta upload korte partesi na help pls……..

ভাই, টিউনটি এক কথায় অসাধারণ! 😀
আমার একটা প্রশ্ন ছিল- এই হোস্টিং এর মেয়াদ কতদিন?

Level 2

ব্লগার এ কিভাবে অ্যাড করব। দয়া করে জানাবেন।

    @abdur-rob: @riponzm: ব্লগারে সেট করা তো খুবই সহজ। Settings → Publishing → Add a custom domain → Switch to advanced settings এ গিয়ে আপনার ডোমেইনটি বসিয়ে সেইভ করুন।

      @Muhammad Ibrahim: Blogger এ সেট করলে
      We have not been able to verify your authority to this domain. Error 32.
      এই লেখা আসে। উপায় জানান, দোয় করুমনি!

      Level 0

      @Muhammad Ibrahim: thanx but
      We have not been able to verify your authority to this domain. Error 13.

      aita dekai bi akn ki korbo?

      Level 0

      @Muhammad Ibrahim: thanx but
      We have not been able to verify your authority to this domain. Error 13.

      aita dekai bi akn ki korbo?

Level 0

আপনাকে ধন্যবাদ এই tutorial share করার জন্য।

Level 0

Ibrahim vai, amar ekti wordprees diye toiri blog ase. Seta .asia domain -e swhich korbo kivabe.

Level 0

Sorry. We are unable to supply you with an account at this time (Ip logged as 62.212.89.14). error code #934698385
এটা আসে কেন ভাই?

পোস্ট টা ভালো লাগলো 🙂 keep going 🙂

Thank U

ভাই জরুরি ভিতিত্তে হেল্প দরকার ।সব কিছুই করেছি কিন্তু
Name Server এড করা হয়ে গেলে এবার আমরা আমাদের সার্ভারে ডোমেইনটি এড করব। http://www. ছাড়া শুধুমাত্র আপনার ডোমেইনটি লিখুন। যেমন mytechzone.asia এরপর Add Domain এ ক্লিক করুন।

এখানে আতকে গেছি

http://panel.byethost.com/panel/index.php?option=domains লিঙ্ক এ গিয়ে অ্যাড ডোমেইন দিয়েছি কিন্তু পরের লেখাটি আসতেছে যে আমার এই নামে ডোমেইন রেজিস্টার করা নেই ।আমি কিন্তু ডোমেইন গতকাল নিয়েছিলাম ।ডোমেইন একটিভ হয়েছে কি না জানিনা ।তাই এই ধাপেই ফুলস্টপ।
কি করব এখন?

    @সাগর: আপনি যদি ডোমেইনে হোস্টের নেম সার্ভার এড করে থাকেন, তাহলে একটু অপেক্ষা করে আবার ট্রাই করুন। কারণ নেম সার্ভার এড হতে মিনিট পাঁচেক সময় লাগে। আর ডোমেইন ঠিকই একটিভ হয়েছে।

      @Muhammad Ibrahim: এই সমস্যা সল্ভ হয়েছে কিন্তু নিচের সমস্যা দেখুন ।

ভাই ওই ধাপ পার হয়েছি ।হয়তবা কোন সমস্যা ছিল । কিন্তু শেষের ধাপে আতকে গেলাম ।
সমস্যাঃ
১. http://www.yourdomain.asia/wp-login.php লিঙ্ক এ কোন লগিন পেজ আশে না ।
২. আমার ডোমেইন দিলে আমার সাইট আশে না কিন্তু কোম্পানির পেজ আশে ।
আমার ডোমেইন ঃ http://www.odeskblog.asia .
আমি মুলত oDesk নিয়ে লিখা লিখি করি ।আপনি আমার সব লিখা Techtunes এ দেখতে পারবেন ।তাই আমি oDesk Help এর পুরো একটা সাইট তৈরি করতে চাই । কিন্তু এই সমস্যা টা সল্ভ করুন ।

    @সাগর: ভাই oDesk নিয়ে লেখালেখি করেন অথচ yourdomain.asia/wp-login.php মানে বুঝতে পারলেন না 😀 yourdomain এর জায়গায় আপনার ডোমেইন নেইমটি বসান।

      @Muhammad Ibrahim: আমাকে কি আপনার এতই কাছা মনে হয়? দিয়েছিলাম হই নি । http://www.odeskblog.asia এ ক্লিক করুন এটি আসতেছে না কেন?

        @সাগর: আপনার মধ্যে আমি অহংকার দেখতে পাচ্ছি।কয়েক মাস আগে আপনার অবস্থা কেমন ছিল একবার চিন্তা করে দেখুন,বিস্তারিত বলতে চাইনা।আমার তো মনে আপনি WordPress এ পুরাটাই কাচা।আপনি তো আরটিকেল লেখার কাজ করেন,Wordpress চিনবেন কিভাবে?যাহোক,মানুষকে মূল্যায়ন করতে শিখুন।আর হ্যা,একবার সেই দিনটার কথা মনে করে দেখুন যেদিন আপনি hire না হয়েই একজন বায়ারের কাজ করে দিয়েছিলেন এবং পেমেন্ট না পেয়ে হতাশ হতাশ হয়ে পড়েছিলেন।সেক্ষেত্রে আপনাকে বোকাই বলা চলে।তখন কিন্তু এই টেকটিউনস এর টিউনারাই আপনাকে অনুপ্রেরণা যুগিয়েছিল নতুন উদ্দমে কাজ করার জন্য!এত অল্প সময়ে সব কিছু ভূলে গেলেন?Stange!

আমি স্কাইপ এ আছি পারলে হেল্প করুন ।
Skype: engineersagor

http://www.odeskblog.asia/wp-login.php দিয়ে দেখুন কি আশে?

odeskblog.asia

This domain name is registered and parked with Crazy Domains.

ডোমেইন registered হয়েছে কিন্তু আমার সাইট ই তো আসতেছে না ।লগিন পেজ আসবে কোথা থেকে ।
সমস্যা টি ধরতে পারলে সল্ভ দিয়েন ।আমি অনলাইন এ আছি ।

    Level 0

    @সাগর: ভাই আপনার blog to ready check koren pls. but amar blog ready hoy nai akono ki korbo?

      @abdur-rob: ভাই এই হস্তিং খারাপ ।আমি অন্য বেবস্থা করতেছি । CP তে গিয়ে অ্যাড ডোমেইন >আপনার ডোমেইন ডিলিট করে দেন ।তারপর নতুন হস্তিং এর সন্ধান দিব নি ।

    Level 0

    @সাগর: vi apnar ai domain to ready hoye g

vai amar domain er name server change korar por 24 hour por o domain name er page e crazy domain er home page show kore kano?

    @অচেনা কেউ: আপনার ডোমেইন এখনও রেডি হয় নি আর ও ২৪ ঘণ্টা অপেক্ষা করুন ।হস্তিং এখান থেকে নিয়েন না । এটা ভাল না ।আমার ডোমেইন Suspent করেছে ।

ধন্যবাদ।এপর্যন্ততো হলো।তারপর।
http://www.manikgang.com wordpress থেকে কিনেছি।চলছে wordpress blog দিয়ে।কিভাবে কি জানিনা নিজে করতে চাই।আবার ধন্যবাদ।

ভাই আর বলেন না ।ব্লগ রেডি হবার পর পুরো ডিজাইন করে ফেললাম কিন্তু আপনার হস্তিং কম্পানি বলে প্রিমিয়াম নিতে ।নেই নি তাই Suspent করেছে ।আমার সব কষ্টই ব্রিথা গেল । অন্য কোন হস্তিং আছে?

অনেক ভালো একটা পোষ্ট দিয়েছেন। আমি সব কিছুই করেছি কিন্তু C panel a loggin করতে পারছিনা
plz help me

CPanel থেকে Addons Domain- এ Domain Add করার পর CrazyDomains এর একাউন্টে লগ ইন করে Mangage Domains এ ক্লিক করলে; No domains found, click here to register. দেখায় অথচ কাল আমাকে Domain Registration for 1 year(s) নিশ্চিত করা হয়েছে……..আমি এখন কি করতে পারি ৥Muhammad Ibrahim ভাই প্লিজ হেল্প মি।

৥Muhammad Ibrahim কিছু বলেন তারাতারি………………অ…………….পে………………ক্ষা…………য়………..আছি

অফার শেষ :[

Level 0

ভাই আপনাকে অনেক ধন্যবাদ । আমি সব করসি কিন্তু আপনার টায় যেমন http://www.techtricks.asia দিতে হয় কিন্তু আমার এইটায় http://rana.byethost10.com/nsky দেয়া লাগে আমার ওইটার বদলে http://www.nsky.asia দিতে হবে এখন আমি কি করব ভাই plzzzzzzzzzz একটু বলে দেন।

    @mohsinrana: আপনাকে অভিনন্দন। আপনি কি ফ্রি .asia ডোমেইনটি নিয়েছিলেন? না নিলে অফারটি কিন্তু শেষ। আপনার সার্ভারে ডোমেইন এড করা হয়নি। আপনাকে এখন ডোমেইন এড করে নিতে হবে।

Level 0

ভাই আপনাকে অনেক ধন্যবাদ । আমি সব করসি কিন্তু আপনার টায় যেমন http://www.techtricks.asia দিতে হয় কিন্তু আমার এইটায় http://rana.byethost10.com/nsky দেয়া লাগে আমার ওইটার বদলে http://www.nsky.asia দিতে হবে এখন আমি কি করব ভাই plzzzzzzzzzz একটু বলে দেন।

Level 0

ভাই আমি ডোমেইন নিসি wordoress install korsi server add করসি ৫ টা তারপর add domein এ nsky.asia অ করসি। ত্থিমinstall করসি but nsky.asia এর জায়গায় http://rana.byethost10.com/nsk এইটা আসে আমি এই নাম টা পালটিয়ে আমার ডোমেইন এর নাম nsky .asia দিতে চাচ্ছি।। দয়া করে আমাকে একটু বলে দেন ভাই।

    Level 0

    @mohsinrana: ভাই আপনি কি আপনার সমস্যার সমাধান করতে পেরেছেন? না পারলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। [email protected]

এই hosting use করলে তারা কী আমার সাইট এ ads দিবে??????????????????????????????প্লিজ জানালে ভালো হয়

Level 0

আমি এপর্যন্ত দুই তিনবার চেষ্টা করলাম ক্রেজি ডোমেইনে একটি এশিয়া ডোমেইন ফ্রি পাবার জন্য কিন্তু কোথাও রেজিষ্ট্রেশন করবো বুঝতে পারলাম না, ওখানে ডোমেইন, হোষ্টিং এবং আরও কি একটাতে আলাদা আলাদা ভাবে রেজিষ্ট্রি করার অপশন আসে, আমি ডোমেইনে রেজিষ্ট্রেশন করলাম কিন্তু পরবর্তীতে আর লগ ইন নেয় না। সমস্যৃাটা কি শুধু আমার না আরও কারও হয়েছে সমাধান দিতে পারবেন? আমাকে এড করুন: [email protected] or phone: 01925456626

Level 0

i get it pls visit my blog http://holyquraan.asia/real/wp-admin/

Assalamu alaikum Muhammad Ibrahim Bhai. Tute ta joshhh hoiche. Bhaiya Ami kinto apnar tune ti step by step follow korechi. But amr site ta asena. Amar domain a click dile crazydomains.com.au aite a jay. Please see it :- http://webnditsolutions.asia/ and let me know. Thanks

অনেক সুন্দর কাজের টিউন ….ধন্যবাদ শেয়ার করার জন্য

Level 0

আমার wordpress দিয়ে তৈরি সাইটে কিছুদিন পর পর out of memory দেখায়। প্রতিবার redirect করার পরেও কিছুক্ষন পর পর সি প্যানেলে Memory Usage বেড়ে যাচ্ছে অটোমেটিক ভাবে। আমি আমার নিজের থিম পরিবর্তন করেছি। এমনকি ওয়ার্ডপ্রেসের নিজস্ব থিম ও ব্যবহার করেছি। অথচ বেড়েই চলছে। বর্তমানে ডিফল্ট ভাবে ২০% দেখাচ্ছে। কেউ কি বলতে পারেন। কিভাবে এ সমস্যা থেকে মুক্তি পেতে পারি এবং মেমরি ইউজেস কমাতে পারি।

(Y)