আসসালামু আলাইকুম। সবাইকে আমার দ্বিতীয় টিউনে স্বাগতম। আশা করি আমার প্রথম টিউনটি আপনাদের ভাল লেগেছে (যদিও বা টিউনটির নিচের কমেন্ট তা স্বীকার করছেনা 😀 😛 🙂 ) গতকাল আমি দেখিয়েছিলাম কিভাবে আপনি .asia ডোমেইন ফ্রী তে পেতে পারেন। টিউনটি দেখতে চাইলে এখানে ক্লিক করুন। আশা করছি অনেকেই ইতোমধ্যে একাধিক ডোমেইন নিয়ে ফেলেছেন। কিন্তু যারা একেবারেই নতুন তারা ডোমেইনটি নেয়ার পর হয়তো সামনে এগুতে পারছেন না। তাই গতকালের টিউনে যারা হোস্টিং সম্পর্কে জানতে চেয়ে মন্তব্য করেছিলেন শুধুমাত্র তাদের জন্যই আজকের এই টিউন।
আমি আমার এ টিউনটি তেমন বিস্তারিতভাবে লিখছিনা। কারণ ইতঃপূর্বে এ নিয়ে বহু টিউন টিটি তে প্রকাশিত হয়েছে।
এবার আসি মূল কথায়। প্রথমেই আমাদের জানতে হবে যে একটি ওয়ার্ডপ্রেস ব্লগ তৈরির জন্য আমাদের কী কী প্রয়োজন?
যা যা প্রয়োজন:
১. ডোমেইন - যা আমরা গতকালই নিয়েছি।
২. হোস্টিং - যেহেতু আমরা একেবারেই নতুন সেহেতু আমরা এখানে ফ্রী হোস্টিং কেই বেছে নিব।
৩. ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন।
৪. একটি সুন্দর ওয়ার্ডপ্রেস থীম।
হোস্টিং :
ফ্রী হোস্টিং সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে Byethost অন্যতম এবং এটির ব্যবহারও খুবই সহজ। তাই আজ আমরা ফ্রী হোস্টিং এর জন্য Byethost এ রেজিস্ট্রেশন করব। এখানে ক্লিক করলে নিচের ছবির মত একটি ফরম আসবে। ফরমটি পূরণ করুন।
- Script to install এ WordPress Blog সিলেক্ট করুন। ফরমটি পূরণ করা হলে এবার Register বাটনে ক্লিক করুন। তারপর আপনার ইমেইলে একটি এক্টিভেশন লিংক যাবে। লিংকটিতে ক্লিক করে আপনার একান্টটি একটিভ করুন। একাউন্টটি একটিভ হতে মিনিটখানিক সময় লাগবে এবং একটিভ হওয়ার পর আপনি পুনরায় একটি মেইল পাবেন, যেখানে আপনার CPanel এব যাবতীয় তথ্য থাকবে। মেইলটিতে লক্ষ্য করুন - সেখানে আপনার CPanel এর User Name এবং Password দেওয়া আছে।
- আপনার ইউজার নেইম এবং পাসওয়ার্ড দিয়ে CPanel এ লগ ইন করুন। CPanel এ লগ ইন করার জন্য এখানে ক্লিক করুন http://cpanel.byethost7.com/ ।
- লগইন করার পর আপনি নিচের ছবির মত Vista Panel এর ড্যাসবোর্ডটি দেখতে পাবেন।
- এবার আমরা ডোমেইন যুক্ত করব। সুতরাং CPanel এর Domains থেকে Addons Domain এ ক্লিক করুন। ক্লিক করার পর নিচের ছবির মত একটি পেইজ দেখতে পাবেন।
- ছবিটিতে লক্ষ্য করুন পাঁচটি Name Server Address দেখা যাচ্ছে। এবার এক এক করে এড্রেসগুলো ডোমেইনে এ্ড করতে হবে।
- এখানে ক্লিক করে আপনার CrazyDomains এর একাউন্টে লগ ইন করুন।
- তারপর বাম পাশ থেকে Mangage Domains এ ক্লিক করলে আপনার ডোমেইনটি দেখতে পাবেন। এবার ডোমেইনটি ক্লিক করুন।
- এরপর Update Name Servers এ ক্লিক করলে বিদ্যমান দুটি নেইম সার্ভার দেখতে পাবেন। সেগুলো ডিলেট করে এক এক করে ৩ নং ছবির নেইম সার্ভার এড্রেসগুলো বসিয়ে দিন। নিচের ছবিটি দেখুন।
- Name Server এড করা হয়ে গেলে এবার আমরা আমাদের সার্ভারে ডোমেইনটি এড করব। http://www. ছাড়া শুধুমাত্র আপনার ডোমেইনটি লিখুন। যেমন mytechzone.asia এরপর Add Domain এ ক্লিক করুন।
- ব্যাস! সার্ভারে ডোমেইন যুক্ত করার কাজ শেষ। পরবর্তী ধাপে আমরা সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব।
ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন :
- এটি খুবই সহজ। প্রথমে CPanel এর ড্যাসবোর্ড থেকে Software & Services এর অধীনে থাকা Script Installer এ ক্লিক করুন।
- আপনার ডোমেইনটি সিলেক্ট করে Proceed এ ক্লিক করুন।
- আপনি বিভিন্ন স্ক্রিপ্ট দেখতে পাবেন। সেখান থেকে WordPress এর পাশে Install Now ক্লিক করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করুন। তারপর Complete Install এ ক্লিক করুন।
- ব্যাস! কেল্লা ফতেহ 😀 এবার আপনার ডোমেইনটি চেক করে দেখুন। আপনার ব্লগটি কি তৈরি হয়ে গেছে? হ্যাঁ, হওয়ারই তো কথা। কিন্তু ব্লগের থীমটি বুঝি পছন্দ হচ্ছে না? তাহলে আসুন এবার নতুন একটি থীম আপনার ব্লগে ইনস্টল করি।
থীম আপলোড :
- এটি তো পানি পান করার মতই সহজ 🙂 প্রথমে আপনি আপনার পছন্দের থীমটি গুগলে সার্চ করে ডাউনলোড করুন। "Free wordpress theme" , "best free wordpress theme" , "top ten wordpress theme of 2012" ইত্যাদি লিখে সার্চ দিলেই আপনি আপনার পছন্দের থীমটি পেয়ে যাবেন। আর সার্চ করার সময় না থাকলে এখানে ক্লিক করে আমার পছন্দের একটি থীম ডাউনলোড করতে পারেন। আশা করি থীমটি আপনাদেরও ভাল লাগবে। যা আমি আমার পরীক্ষামূলক একটি ব্লগে ব্যবহার করছি, চাইলে ডেমো দেখতে পারেন।
- এবার আসুন দেখে নিই কিভাবে ডাউনলোড করা থীমটি আপলোড করব। প্রথমে আপনার ওয়ার্ডপ্রেস এর এডমিন প্যানেলে লগইন করুন। লগ ইন করতে প্রথমে আপনার তৈরিকৃত ওয়ার্ডপ্রেস ব্লগটিতে প্রবেশ করুন। সেখানে আপনি Log in করার অপশন পাবেন। ক্লিক করে লগ ইন করুন। অথবা আপনার ব্রাউজারে www.yourdomain.asia/wp-login.php লিখে লগইন করুন।
- লগইন করার জন্য আপনার ডিফল্ট ইউজার নেইম হল admin এবং পাসওয়ার্ড হবে আপনি Byethost এ যেই পাসওয়ার্ডটি দিয়েছিলেন।
- লগইন করার পর ওয়ার্ডপ্রেস ড্যাসবোর্ডের বামদিক থেকে Appearance → Theme এ ক্লিক করুন। তারপর উপর থেকে Install Themes এ ক্লিক করে Upload এ ক্লিক করুন।
- এবার আপনার ডাউনলোড করা থীমটি ব্রাউজ করে Install Now বাটনটিতে ক্লিক করুন। আর হ্যাঁ, আপনাকে ডাউনলোড করা থীমটি আনজিপ বা Extract করতে হবেনা। আপনি .zip ফরম্যাটটিই আপলোড করতে পারবেন।
- ইনস্টল করা হয়ে গেলে Live Preview তে ক্লিক করে বাম পাশের Site Title & Tagline এ গিয়ে যথাক্রমে আপনার ব্লগের টাইটেল ও কয়েক শব্দের একটি বিবরণ দিন। যেমন আমি আমার পরীক্ষামূলক ব্লগটির টাইটেল ব্যবহার করেছিলাম "Tech Tricks" এবং ট্যাগলাইন ব্যবহার করেছিলাম "A New World Of Tech Tricks" । তারপর Save & Publish এ ক্লিক করুন। ব্যাস থীম ইনস্টলের কাজটি এখানেই শেষ।
- এখন আপনি আপনার ব্লগের জন্য পোস্ট লিখা শুরু করুন। আর আপনার পছন্দ অনুযায়ী প্লাগইনস ইনস্টল করে ব্লগটিকে মনের মত করে সাজিয়ে নিন।
টিউনটি ভাল লাগলে বা কারো বিন্দুমাত্র উপকারে আসলে অবশ্যই অবশ্যই কমেন্ট করুন। আপনাদের জন্য টিউনটি করতে আমার প্রায় ৪ ঘন্টা সময় ব্যয় করতে হয়েছে। আর আপনারা কি আমার জন্য একটি মন্তব্য করতে ২ মিনিট সময় ব্যয় করতে পারবেন না? টিউনাররা আপনাদের কাছ থেকে উৎসাহ পেয়েই কিন্তু পরবর্তীতে আরো দারুন দারুন টিউন উপহার দিতে অনুপ্রাণিত হয়। আর কোন সমস্যা হলে টেকটিউনস তো আছেই, সাথে আমিও যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
আমাকে ফেইসবুকে বন্ধু বানাতে চাইলে এখানে ক্লিক করুন।
আপডেট:
নিচের কমেন্টগুলো দেখে সবাইকে উদ্দেশ্য করে বলছি - আপনারা যদি আমার এই টিউনটি ভাল করে পড়ে আমার প্রতিটি নির্দেশনানুযায়ী সামনে এগিয়ে যান, তাহলে আপনি অবশ্যই একটি ওয়ার্ডপ্রেস ব্লগ বানাতে পারবেন। অনেকেই হয়তো পেরেছেনও। কিন্তু হায়রে আফসোস, আপনি যে পেরেছেন সেটি একটু কষ্ট করে মন্তব্যে বলে দিলে তো অন্যরা বুঝতে পারতো যে, টিউনে কোন সমস্যা নেই। আসলে সমস্যা আছে আমাদের নিজেদের মাঝেই। আমরা পুরো টিউনটি ভালো করে না পড়েই, না বুঝেই অতি শর্টকার্টে কাজ সারতে চাই; যা আমাদের একটি বদঅভ্যাস। তাই বলছি, কোন কাজে হাত দেয়ার আগে কাজটি সম্পর্কে গভীর জ্ঞানার্জনের চেষ্টা করুন। তাহলে আপনাকে আর মাঝপথে থেমে থাকতে হবে না।
ধন্যবাদ ভাই, আমি হন্যে হয়ে খুজে বেরাচ্ছি এই তরিকার জন্য।