এইবার নিজেই গেয়ে উঠুন সুরের সাথে

অনেক দিন টেকটিউনসের লেখা পড়ি।ভালই লাগে।আজকে আমিও শুরু করতে যাচ্ছি। বাজারে আমরা যেটা দেখতে পাই সুরের সাথে মিলিয়ে গান গাওয়ার জন্য বেশ দামী যন্ত্র কিনতে হয়।আমি আজকে ২ টা পদ্ধতি দিব যাতে আপনারা শুধু একটি কম্পিউটার ও মাইক্রোফোন থাকলেই পারবেন এভাবে গান গেতে।(লজ্জা লাগলে আড়ালেও practice করে দেখতে পারেন!)

উপায় নাম্বার এক(এটা খুব একটা কার্যকরি না কিন্তু সব গানের সাথে ব্যবহার করা যাবে)

প্রথমে karafun সফটওয়্যারটি ডাউনলোড করে নিন এখান থেকে।তারপর আর সব মিডিয়া প্লেয়ারের মতই গান ওপেন করুন।এর পর যা করবেন তা হচ্ছে কন্ট্রোল প্যানেল থেকে Vocal Reducer যে বারটি আছে তা একদম সবার উপরে তুলে দিন।default ভাবে এটি অফ থাকবে। তারপর শুধু মাইক্রোফোন অন করে গাওয়ার অপেক্ষা।রেকর্ড অপশনটিও আছে হাতের কাছেই!

অসুবিধা হচ্ছে পুরাপুরি ভোকাল রেডিউস করা যায় না।

উপায় নাম্বার দুই(এটা শুধু ইংরেজি গানের জন্য)

প্রথমে karaoke player টি এখান থেকে ডাউনলোড করে নিন।

তারপর আপনার পছন্দের গানটির midi ভার্সন নামিয়ে নিন নিচের কোন একটি সার্চ ইঞ্জিন থেকে অথবা গুগল তো আছেই!

1.http://www.midisite.co.uk/

2.http://www.vanbasco.com/

3.http://www.mididb.com/

তারপর karaoke প্লেয়ার দিয়ে ওপেন করুন আপনার ডাউনলোড করা গান টি।(গানের সাইজ কিন্ত হয় মাত্র কয়েক কিলোবাইট!তাই আপনি মিনিটে অনেকগুলি করে ডাউনলোড করতে পারবেন!)

তারপর গানটি যখন প্লে করা শুরু হবে তখন আপনি নিচের দেখানো বার গুলাতে খেয়াল করবেন ভোকালের সময় কোন বারটি আপডাউন করছে।তখন সেই বারটি পাশের লাল বাটন প্রেস করে মিউট করে দিন।এখন আপনি গান গাওয়ার জন্য তৈরি!এমন কি এটা দিয়ে অনুষ্ঠান ও চালাতে পারবেন! এক্ষেত্রে অবশ্য আপনাকে একটি অতিরিক্ত রেকর্ডার ব্যবহার করতে হবে যেটা নেটে সার্চ করলেই পাবেন।প্রথম পোস্ট!তাই পোস্ট করতে ভয় ভয় লাগছে!ভুল হলে একটু বলবেন! ভুল থেকেই তো শিখব!

Level 0

আমি Droids and Apps। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আরে মিয়া…..
আপনারেই তো খুঁজতেছি…..কোথায় ছিলেন এতোদিন…..??? প্রথম টিউন তো রীতিমত বাজিমাত করার অবস্থা………
চালিয়ে যান…… একদিন হয়তো অনেক ভালো করবেন….. all d best… 😀 😀 😀

    অনেক ধন্যবাদ!মনে সাহস পাইলাম!

স্বাগতম

Level 0

জটিল……..ধন্যবাদ সুন্দর টিউনের জন্য.

Level 0

কি মজা, আর বাথরুমে গাইতে হবে না

Level 0

valo tune hoise…

আরে ধ্রুব ভায়া তোমার প্রথম টিউন তো পুরাই জোস হইছে

ami to parc nnnaaaa