প্রথমেই সবাইকে কে জানাচ্ছি “ঈদ মোবারক।” কেমন আছেন সবাই । আশা করি ভাল । আমি আল্লাহর অশেষ কৃপায় ভাল আছি । অনেক দিন ধরে টেকটিউনস এ লেখালেখি করি না ।
আমি আজ আলোচনা করবো “অনলাইন আয়” সম্পর্কে ।
- এখন যারা মোটামুটি ইন্টারনেট চালাতে পারে তারা এখন সবাই চায় অনলাইন এ আয় করতে । অনেকে আছেন যারা গুগল চিনে না, অথচ তারা অনলাইন এ আয় করার জন্য এখন অস্থির । কিন্তু তারা কখনো ভেবে দেখে না অনলাইন এ কাজ করার জন্য তাদের যোগ্যতা কি? তারা ব্লগ এ আসে তারপর অনুসন্ধান করে কোথায় আছে “অনলাইন এ আয়।” তখন কোন অনলাইন এ আয় এর টিউটোরিয়াল পেলে মনোযোগ সহকারে পড়ে । তখন সে মনে করে, “আমি এখন ফ্রিলাঞ্চার হয়ে গেছি।” তারপর ফেইসবুক এ সুন্দর করে লিখে ফেলে “Works at Freelancer.”
- আপনি যদি অনালাইন এ আয় করতে চান তাহলে আপনাকে অবশ্যই কাজ করার যোগ্যতা অর্জন করতে হবে । এজন্য আপনাকে কাজ শিখতে হবে । আপনি যদি মনে করেন যে আপনি কাজ শেখা ছাড়া-ই অনলাইন এ আয় করতে পারবেন, তাহলে একটা কথা চিন্তা করুন যে, “দেশের অধিকাংশ মানুষ বেকার কেন?” তাহলে তহ সবাই অনলাইন এ আয় করে বেকারত্ব দূর করতো । এখন ধরুন আপনি আমার সাথে একমত হলেন যে আপনি কাজ শিখবেন । কিন্তু আপনার মনে এখন একটি প্রস্ন জাগবে যে আপনি কি কাজ শিখবেন । অনলাইন এ হাজার হাজার কাজ রয়েছে যেগুলো শিখে আপনি অনলাইন এ আয় করতে পারবেন । এবার আপনি নিশ্চয় বলবেন যে, কোনটা বেশি সহজ? অথবা কোনটা শিখে তাড়াতাড়ি আয় করা যাবে? । আপনি একটা কথা মনে রাখবেন কোন কাজ শেখা সহজ নয় ।
- আপনার যদি আয় করার ইচ্ছা থাকে তাহলে কাজ শেখার সময় “অনলাইন এ আয়” এই চিন্তা মাথা থেকে বাদ দিন । আপনি কাজ শিখবেন আপনার নিজের জন্য ।আপনাকে কি শুধু “অনলাইন এ আয়” এর জন্যই কাজ শিখতে হবে? আপনি কোন কাজ শিখে না হয় কোন প্রতিষ্ঠানে কাজ করবেন । আর যদি তা না পারেন তাহলে আমি বলব অনলাইন এ আয় আপনার জন্য নয় । কারণ, এখানে ক্লিক করা জানলেই আয় করা সম্ভব নয় । তাই অনলাইন এ আয় এর রঙিন স্বপ্ন থেকে দূরে থাকুন ।
- “অনলাইন এ আয়” করতে হবে এই লক্ষ্য ধরে রেখে আপনি কাজ সম্পূর্ণ শেষ না করেই আয় করতে গেলেন অনলাইন এ আয় করতে গেলেন । বায়ার (আপনি এখনও হয়ত বুঝতে পারছেন না “বায়ার” কি) আপনাকে কাজ দিলো তখন দেখা গেল আপনি কাজ করতে পারলেন না তখন আপনি কি করবেন? ব্যর্থ হয়ে ঘরে বসে থাকবেন । আপনার আয়-ও হলো না আবার কাজও হলো না ।
- আপনি একবার চিন্তা করুন আপনি ইন্টারনেট ব্যবহার করছেন এখন ৩ মাস হয়নি । আপনি কিভাবে অনলাইন এ আয় এর চিন্তা করেন? আপনি কোন কাজ পারেন না আপনাকে বায়ার কেন কাজ দিবে আপনি একটু ভেবে দেখুন । অনলাইন এ তো টাকা উড়ে না । আপনি অনলাইন এ যে কাজ করবেন অফলাইন এ সেই কাজই করতে হবে । অনলাইন এ কাজ করলে আপনি কিছু সুবিধা পাবেন ।
তাই সময় নষ্ট না করে প্রথমে কাজ শিখুন । আপনি বিভিন্ন ধরনের কাজ শিখতে পারেন যেমন; ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, ব্লগিং, অ্যাফিলিয়েট মার্কেটিং ইত্যাদি । আর আপতত অনলাইন এ আয় এর চিন্তা বাদ দিন । কারণ, লেখাপড়া না করে-ই চাকরি এর চিন্তা করবেন কিভাবে ।
কিভাবে ওয়েব ডিজাইন শিখবেন তা জানতে আমার এই পোষ্টটি দেখতে পারেন ।
ভালো লাগলে কমেন্ট করবেন ।
আমার সাথে ফেইসবুক এর মাধ্যমে যোগাযোগ করতে চাইলে এখানে ক্লিক করুন ।
সবাইকে আবারো ঈদের শুভেচ্ছা ।
আমি একটি নতুন ইংরেজি ব্লগ তৈরি করেছি । ইচ্ছে হলে এখান থেকে দেখতে পারেন ।
good advice.many many thanks to you.