ওয়ার্ডপ্রেস এ একটা Paid ওয়েব সাইট এর মত সকল সুবিধা যুক্ত ওয়েব সাইট বানান, কি কি বৈশিষ্ট্য থাকছে এতে ,
১. থিম ইন্সটল করতে পারবেন ।
২. প্লুগিন্স ও ইন্সটল করতে পারবেন ।
৩. ওয়ার্ডপ্রেস এর ব্যাক এন্ড থেকে সি এস এস ও PHP ফাইল গুলো এডিট করতে পারবেন ।
৪. আপনি ওয়ার্ডপ্রেস সিখতে গেলে এই টাই সব থেকে ভালো উপায় ।
আপনি যদি ফ্রীলাঞ্চিং এ নতুন হন এবং পোর্টফলিও ওয়েবসাইট বানাতে চান নিজের মত করে থিম দিয়ে তবে নিচের ছবি গুলো অনুসরন করুন ।
প্রথমে এখানে যান , তারপর নিচের ছবিগুলো অনুসরন করুন ।
একটা অ্যাকাউন্ট বানান এর পর ছবি গুলো অনুসরন করে যান ।
অ্যাকাউন্ট হয়ে গেলে চিনহিত স্থানে আপনার কাঙ্খিত ওয়েবসাইট এর নাম টি বসিয়ে চেক করুন ।
এবার এখানে ক্লিক করুন এবং ছবি গুলো অনুসরন করুন ।
এরপর
মেইল চেক করার পর Action এর জায়গায় Active আসবে মানে আপনি এখন প্রস্তুত।।
উপরেরে ছবির এবার হলুদ চিনহিত ns01 ও ns02 ২ টি নিচে বসান এবং সেভ করুন ।
MySql Database Create করার পর ব্যাক এ এসে আবার "File Manager" এ প্রবেশ করুন । একটা নতুন ট্যাবে নতুন একটা উইন্ডো ওপেন হবে । আপানার ইউজার নেম ও পাস ওয়ার্ড দিন । পাস ওয়ার্ড উপরের ডান পাশে কতগুল **** এর মত আছে । এবার লগ ইন করুন আর নিচের মত উইন্ডো দেখতে পাবেন । Public_html ওপেন করুন এর ভিতর যা আসে সব ডিলিট করুন ।
ডিলিট করার পর ok Press করুন এবং ওয়ার্ডপ্রেস ইন্সটল করুন ।
এবার Public_html এর ভিতর ওয়ার্ডপ্রেস ইন্সটল করুন ।টিক Press করুন । আপনার সার্ভার এ ওয়ার্ডপ্রেস ইন্সটল শুরু হয়ে যাবে ।
উপরের Let's Go button এ ক্লিক করে সেই আমাদের পূর্বে Create করা MySql ইউজার নেম ও পাস ওয়ার্ড দিন এবং রান করুন । ব্যাস এবার পছন্দ মত থিম ও প্লুগিন্স ইন্সটল করুন । আপনার সাইট কমপ্লিট ।
আমি Poncedeleon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পুরানো কাসুন্দী নতুন বোতলে ! দাদা, শিরোনাম এর সাথে কন্টেন্টের মিল নাই ক্যান ? আমি ভাবছিলাম ওয়ার্ডপ্রেসে পোর্টফোলিও সাইট ডিজাইনের কোনো টিউন হবে কিন্তু সেরকম কিছু পেলাম না তাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে টিউন দেবার জন্যে। আমার লাগবে না .co.cc আমার .co.in আছে। পারলে কিছু প্লাগিনের তথ্য দিন, যেগুলি দিয়ে একটি পোর্টফোলিও সাইটকে সুন্দর ভাবে গড়ে তোলা যায়। আর কিছু থিমের লিংক… এই সাইটটির জন্যে http://www.aslam.co.in