বন্ধুরা সবাইকে শারদীয় শুভেচ্ছা। থাকলো ঈদের অগ্রিম শুভেচ্ছাও। কেমন আছেন সবাই। আশা করি ভালো। ওয়ার্ডপ্রেসে একটা সাইট বানানোর অনেক শখ ছিলো। সেই শখটাও পূরণও হলো। নিজে নিজেই তৈরি করে ফেললাম একটি সাইট। কিন্তু মজার বিষয় হলো কি, আমি পোস্টের শিরোনামের কালার নিয়ে সন্তুষ্ট ছিলাম না। অনেক গুঁতোগুঁতি করলাম। কিছুতেই পারছিলাম না। শেষপর্যন্ত পারলাম। আর তা-ই আপনাদের সঙ্গে শেয়ার করতে এখানে বসলাম। আসুন জেনে নিই কীভাবে ওয়ার্ডপ্রেস সাইটের পোস্টের শিরোনামের রং পরিবর্তন করতে হয়। এটি আসলে খুব সহজ। এক মিনিটের কাজ। কন্ট্রোল প্যানেলে বা ড্যাশবোর্ডে ঢোকার পর আপনি যাবেন থিম অপশন্সে। সেখানে গেলে এমন একটা উইন্ডো আসবে।
এরপর কালারসে গেলে আসবে প্রিডিফাইন্ড কালার স্কিম। সেখানে নিচের দিকে দেখবেন কাস্টম কালার। তার নিচে লেখা কালার। ব্যস সেখানে ক্লিক করে পছন্দমতো রং সিলেক্ট করে সেভ দিয়ে বেরিয়ে আসুন।
ব্যস দেখবেন আপনার সাইটের পোস্টের রং এবং মেন্যুর রং কি সুন্দরভাবে, নির্ঝঞ্জাটমুক্তভাবেই পরিবর্তন হয়ে গেলো। মাত্র এক মিনিটেই! আমি আমার এই সাইটটির রং এভাবেই পরিবর্তন করেছি। সাইটটি ভিজিট করার অনুরোধ রইলো। http://www.studyinformer.com/
আমি moniazadi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
The Daily Bhorer Kagoj Position: Staff Reporter (From 1st February 2011 to till now) www.BartaBangla.com Position: Editor-in-Chief (From 1st February 2012 to till now) http://www.allmedialink.com/ Position: Editor The Daily Azadi The Daily Azadi is a well-circulated and reputed local daily of Chittagong. It is considered as ‘A-Grade’ newspaper, which has...
আপনি যে অপশন টা দেখতে পাচ্ছেন সেটা আপনার ইন্সটল করা থীমের নিজস্ব অপশন । এটা অন্য থীম গুলোতে কাজ করবে না । আপনি যেহেতু ওয়ার্ডপ্রেসে নতুন কাজেই কোনো বিশয় নিয়ে অন্যকে জানানোর আগে নিজে ভালো করে জেনে নিন । অন্য থীমে পোষ্টের টাইটেলের কালার চেঞ্জ করার জন্য “Post Title Colour” প্লাগিনটি ব্যাবহার করুন ।
sobai to ar ak wordpress theme use korena je sobar setting ak thakbe.:(