শুভেচ্ছা সবাইকে। যদিও আমি টেকটিউনস এর সাথে আছি বছর খানেকের বেশি সময় ধরে কিন্তু নিজের একটি টিউন করি করি করেও করা হয়ে ওঠেনি। তাই বুঝতেই পারছেন এটিই আমার প্রথম টিউন, সুতরাং প্রথমেই কোন রকম ভুলচুকের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আর কথা বাড়িয়ে সময় নষ্ট না করে কাজের কথায় আসি।
উইন্ডোজ কম্পিউটারে ফোল্ডারে ছবি যোগ করতে তো আমরা অনেকেই পারি, কিন্তু যদি আমাদের কম্পিউটারের একেকটি ফোল্ডারের জন্য ভিন্ন ভিন্ন আইকন ব্যাবহার করতে পারি তাহলে কেমন হয়? এতে করে যেমনি আমরা আমাদের প্রিয় কম্পিউটারটি রঙ বেরঙ্গের আইকন দিয়ে সাজিয়ে তুলতে পারব তেমনি দরকারের সময় আমাদের প্রয়োজনীয় ফোল্ডারটি খুঁজে পাব সহজেই। আর এই কাজটি যারা আমার মত ইমেজ এডিটিং এ আনাড়ি তারাও খুব সহজেই করতে পারবেন XnView নামের একটি ছোট্ট সফটওয়্যারের সাহায্যে, যেটি আপনারা ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে।
সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেলে সেটি ইন্সটল করে ওপেন করে নিন। এবার টুলবারের File অপশনটিতে ক্লিক করে Open কমান্ডটির মাধ্যমে আপনার পছন্দের ছবিটি নির্বাচন করে নিন। ছবিটি হতে পারে আপনার নিজের একটি crop করা ছবি বা ইন্টারনেট থেকে ডাউনলোড করা কোন ফোল্ডার আইকনের ছবি।
এবারে টুলবারের ইমেজ অপশনটিতে ক্লিক করে Resize কমান্ডে ক্লিক করে রিসাইজ ডায়লগ বক্সটি নিয়ে আসুন। এরপর ‘Screen Size’ Width = 48, Height = 48 pixels করে OK করে দিন। আপনি যদি উইন্ডোজ 7 বা 8 ব্যাবহারকারি হন তবে Width = 512, Height = 512 pixels করুন। এক্ষেত্রে খেয়াল রাখবেন ডায়লগ বক্সের নিচের অংশের ‘Keep Ratio’ চেকবক্সে যেন টিক দেয়া না থাকে।
এবার টুলবারের File অপশনটিতে আবার ক্লিক করে ‘Save As’ সিলেক্ট করে ডায়লগ বক্সের ড্রপডাউন মেনু থেকে ‘ICO-Windows Icon’ সিলেক্ট করে সেভ করুন। ব্যাস তৈরি হয়ে গেল আপনার ব্যাবহারের জন্য একটি নতুন আইকন।
এবার আইকনটি ব্যাবহারের পালা। প্রথমেই আপনি যে ফোল্ডারটির আইকন চেঞ্জ করতে চান সেটি সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে প্রোপার্টিজে গিয়ে ‘Customize’ ট্যাবে ক্লিক করুন।
এরপর ডায়লগ বক্সের নিচের দিকে থাকা ‘Change Icon’ বাটনে ক্লিক করলে দেখবেন আরেকটি ডায়লগ বক্স এসেছে। সেখানে ‘Browse’ বাটনে ক্লিক করে আপনি পূর্বে সেভ করা আইকন ফাইলটি সিলেক্ট করে ‘OK’ করুন তারপর ‘Apply’ বাটনে ক্লিক করে ‘OK’ করে বেরিয়ে আসুন। দেখুন আপনার ফোল্ডারের আইকনটি পরিবর্তিত হয়ে গিয়েছে।
টিউনটি কেমন হয়েছে জানাতে অবশ্যই ভুলবেন না। আগামীতে যেন আরও ভালো টিউন উপহার দিতে পারি সেজন্য সকলের কাছ থেকেই পরামর্শ আশা করছি। সবাই ভাল থাকবেন এই কামনা করে আজকের টিউনটি শেষ করলাম।
আমি Shahrear Mahmood Sagar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুবই ভালো হইছে। তবে “আপনি যে ফোল্ডারটির আইকন চেঞ্জ করতে চান সেটি সিলেক্ট করে মাউসের লেফট বাটন ক্লিক করে” এইখানে লেফট হবে না রাইট হবে একটু দ্বিধায় আছি। একটু পরিস্কার করবেন প্লিজ।