Yumi- Multi Boot USB তৈরি করুন খুব সহজে

ধরুন আপনার কাছে Bootable CD’র বেশ কিছু গুরুত্বপূর্ণ ISO ফাইল আছে।যেমন Hiren’sBootCD, Partition Wizard Tool, Acronis True Image, Linux, Ubuntu, Windows 7 ইত্যাদি। CD গুলো এতটাই গুরুত্বপূর্ণ যে এগুলো ছাড়া ট্রাবলশ্যুটিং এর কাজ চলে না।তবে সবগুলো সিডি একসাথে বহন করাওতো কম ঝামেলা না।আবার Multi Boot CD করলেও সব ফাইল একই সিডিতে হবে না। কিন্তু একবার ভাবুনতো সবগুলো সিডি যদি একটি মাত্র পেনড্রাইভে ঢুকিয়ে পেনড্রাইভটাকেই সিডি হিসেবে ব্যবহার করতে পারেন তাহলে কেমন হয়। হ্যাঁ, আমি MultiBoot USB এর কথাই বলছি। এতে সুবিধা হলো যত সাইজই দরকার হোক না কেন আপনি সেই সাইজের পেনড্রাইভ সংগ্রহ করতে কোন সমস্যা নেই, বহনে সুবিধা, পাশাপাশি অন্য ফাইলও এতে রাখতে পারবেন। আমার এই টিউটোরিয়ালটি MultiBoot USB কিভাবে তৈরি করতে হবে তার উপরেই লিখা।

এই পদ্ধতিতে আমি Hiren’s BootCD 10.5, Hiren’s BootCD 15.1, Partition Wizard Tool, Acronis True Image Home 2012, Linux Mint, Ubuntu ফাইলগুলো নিয়ে একটি MultiBoot USB তৈরি করেছি। এর ভেতর আবার Windows 7, Windows XP এর Backup Image রেখেছি। ফলে কোন পিসি’র ট্রাবলশ্যুটিং করার জন্য আমার এই একটা পেনড্রাইভই যতেষ্ট। এমন কি সম্পূর্ণ একটি নতুন পিসি হলেও এই পেনড্রাইভ দিয়েই কাজ চালিয়ে দিতে পারি। নুতন পিসি হলে প্রথমে Partition Wizard Tool পার্টিশান তৈরি করি, তারপর Acronis True Image Home 2012 ইমেজ রিস্টোর করি। তাছাড়া All in One Hiren’s BootCD তো আছেই।

প্রয়োজনীয় যন্ত্রপাতিঃ

এই কাজটি করার জন্য আমাদের লাগবে একটি পেনড্রাইভ। যতগুলো Bootable ISO এড করতে চান সেই গুলোর পরিমাণ যে কোন একটি হলেই চলবে। আমি 8GB একটি Apacer ব্যবহার করেছি। আর সফটওয়ার হিসেবে লাগবে Yumi নামের ছোট্ট একটি ফ্রী সফটওয়ার।

ডাউনলোডঃ Yumi

কাজের পদ্ধতিঃ

প্রথমে Yumi রান করুন। নিচের মত License Agreement চায়বে। I Agree বাটনে ক্লিক করুন।

নিচের Window আসবে।এটি হলো Yumi এর প্রথম পেজ বা হোম পেজ।

১। হোম পেজ থেকে নিচের চিত্রের মত আপনার USB টি সিলেক্ট করে দিন।


২।
(ক) USB টি সিলেক্ট (কাল চিহ্নিত) হওয়ার পর পেনড্রাইভটি Format করার জন্য চেক মার্ক দিন (লাল চিহ্নিত)।

(খ) তারপর আপনি যে ISO ফাইলটি এড করবেন তার জন্য নিচের Distribution box থেকে একটি Distro সিলেক্ট করে দিন (সবুজ তীর চিহ্নিত)। যেমন আমি Hiren’s BootCD এড করার জন্য সিলেক্ট করেছি Hiren’s BootCD নামের Distro টি। তারপ Brows Button এ ক্লিক করুন।

৩। Brows Button এ ক্লিক করে আপনার ISO ফাইলটি দেখিয়ে দিন।

৪। ISO ফাইলটি এড করার পর তা লিস্টে সুবজ চিহ্নিত হয়ে দেখাচ্ছে (লাল চিহ্নিত)। Create Button এ ক্লিক করুন।

৫। নিচের মত মেসেজ আসবে। মেসেজটিতে বলা হচ্ছে যে- “আপনার পেনড্রাইভটি Format হবে এবং পেনড্রাইভের সমস্ত ডাটা মুছে যাবে যা ফিরিয়ে আনা সম্ভব হবে না। Format শেষে আপনার ফাইলটি এড হবে। আপনি কি তাতে রাজি? গুরুত্বপূর্ণ ডাটা থাকলে তা আগে সরিয়ে নিয়ে Yes এ ক্লিক করুন।

৬। নিচের মত প্রসেসিং শুরু হবে। ধৈর্য্য সহকারে অপেক্ষা করুন। বেশি সময় লাগবে না।


৭। প্রসেসিং শেষ হলে নিচের মত Next মেসেজ আসবে। Next দিন।

৮। নিচের মত মেসেজ আসবে। বলা হচ্ছে যে- “আপনি কি আরও ফাইল এড করতে চান?” আমরা যেহেতু আরও ফাইল এড করবো তাই Yes দেবো।

৯। নিচের মত Window আসবে। মানে আমরা আবার হোম পেজে ফিরে গেলাম। ২ এর থেকে ৮ পর্যন্ত নিয়মগুলো পুনরায় করতে হবে। ২ এর তে লাল চিহ্নিত কাজটি শুধুমাত্র পেনড্রাইভ ফরমেট করার জন্য। যত ফাইলই আমরা এড করি না কেন ফরমেট প্রথমে একবারই করবো। তাই পরে আরও যত ফাইল এড করবো ২ এর তে লাল চিহ্নিত জায়গায় চেক মার্ক দেবো না।

১০।এবার আমি Partition Wizard Tool এড করবো। এ জন্য Partition Wizard (Partition Tool) Distro টি সিলেক্ট করেছি। তারপ Brows Button এ ক্লিক করতে হবে।

১১। Brows Button এ ক্লিক করার পর নিচের উইন্ডো আসবে। এই জায়গায় Partition Wizard Tool.iso ফাইলটি আছে কিন্তু দেখাচ্ছে না। তার কারণ হলো ডাউনলোড করার সময় যে নামটি ছিল তা আমি রিনেম করে ফেলেছি। আর ডাউনলোড করা ফাইলের Original নামটি রিনেম করলে কিংবা ফাইলের Extension পরিবর্তন হলে লিস্ট দেখায় না। তাই আমি File Name এর ঘরে লিখা শুরু করলাম। একটি মাত্র অক্ষর লেখেছি। তাতেই পুরো ফাইলের নাম চলে এসেছে। আমার পছন্দের ফাইলটি সিলেক্ট করে দিলাম।


১২। ISO ফাইলটি এড করার পর তা লিস্টে সুবজ চিহ্নিত হয়ে দেখাচ্ছে। Create Button এ ক্লিক করুন।

১৩। নিচের মত প্রসেসিং শুরু হবে। ধৈর্য্য সহকারে অপেক্ষা করুন। বেশি সময় লাগবে না।

১৪। প্রসেসিং শেষ হলে নিচের মত Next মেসেজ আসবে। Next দিন।

১৫। নিচের মত মেসেজ আসবে। বলা হচ্ছে যে- “আপনি কি আরও ফাইল এড করতে চান?” আরও ফাইল এড করতে চায়লে Yes দেবো। এভাবে যত ফাইল ইচ্ছা এড করতে পারেন।

১৬। যদি এমন হয় যে আপনার পছন্দের ফাইলটি’র কোন Distro লিস্টে নেই। তাহলে নিচের মত Try an Unlisted ISO নামের Distro টি দিয়ে ট্রাই করুন। আমি এই Distro দিয়ে Acronis True Image Home 2012 এড করেছি। কোন সমস্যা হয় নি।

১৭। সবশেষে Finish দিন। পরবর্তীতে কোন সময় চায়লে আবারও Bootable ISO ফাইল এড করতে পারবেন। যতবার ইচ্ছে। তবে ২ এর তে লাল চিহ্নিত কাজটি করবেন না। কারণ এতে পেনড্রাইভ ফরমেট হবে এবং পর্বের সমস্ত কিছু মুছে যাবে।

একটু মনোযোগ সহকারে পড়ুনঃ

Pendrive Bootable করার পর আপনি যেকোন ফাইল যত ইচ্ছা রাখতে পারবেন। এতে কোন সমস্যা হবে না। যতক্ষণ পর্যন্ত Pendrive টি Format করবেন না ততক্ষণ পর্যন্ত সেটি Bootable থাকবে। আপনি চায়লে Bootable পেনড্রাইভের Boot Menu গুলো এডিট করে নিজের মত সাজাতে পারেন। এ জন্য পেনড্রইভে ঢুকে .cfg এক্সটেনশানুক্ত কতগুলো ফাইল (syslinux.cfg, other.cfg, pwiz.cfg, system.cfg ইত্যাদি) পাবেন। ফাইলগুলো Notepad এ খুলে লেখাগুলো এডিট করতে হবে নিজের মত করে। তবে তাতে যে কমান্ডগুলো আছে তা পরিবর্তন করা যাবে না। এতে পেনড্রাইভ বুট করলেও ফাইলগুলো কাজ করবে না। উপরে সিরিয়াল নং ৩, আর ১১ তে যে ISO ফাইলগুলো আপনি এড করবেন তা ডাউনলোডের পর ডিফল্ট নামটি রাখার চেষ্টা করবেন। যদি রিনেম করেন তাহলে মাঝখানে কোন ফাঁকা রাখবেন না। যেমন Acronis True Image Home 2012 না লিখে Acronis_True_Image_Home_2012 লিখতে পারেন। মাঝখানে ফাঁকা থাকলে ফাইলটি বুট নাও করতে পারে।

Level 2

আমি Kamrul Cox। , Chittagong। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 645 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

অসহায়দের সাহায্যে এগিয়ে আসুন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

kamrul ভাইকে মেলা দিন পর পেলাম। কেমন আছেন?
টিউন ভাল হয়েছে। ধন্যবাদ।

    Level 2

    @kazirhut: ধন্যবাদ আপনাকেও। আপনার সাইটটা সুন্দর হয়েছে। ভাল লেগেছে। আশাকরি উপকারী হবে।

ধন্যবাদ

awesome tuneee…………..

Level 0

Thanks for the Useful tune.
What is the procedure for Windows XP and Windows 7.
Pls reply soon

    Level 2

    @newboy: এটাতে এক্সপি’র জন্য Distro নেই। আপনি ১৬ নং পদ্ধতিটা অনুসরণ করতে পারেন। আশাকরি কাজ হবে। আর না হয় Sardu ব্যবহার করতে পারেন। এটি আরো কার্যকর এবং সুন্দর টুল। ডাউনলোড একই সাইটে পাবেন।

এটা দিয়ে কি Windows 8 এবং Linux Mint 13 এক সাথে bootable করা যাবে ?

    Level 2

    @Tasnim Ahmed RiSAN: Windows Vista,7,8,Linux,Ubuntu সবই পারেবন যদি আপনার পেনড্রাইভে জায়গা থাকে।

Level 0

Kamrul vai apnar fb id ta deo jabe? Ektu dorkar

    Level 2

    @athalsten: আমার ব্লগটাতে ঢুকলেই পাবেন আমার আইডি। fb=KamrulCox

Level 0

আপনার টিউনটা খুব সুন্দর হয়েছে। মনে হয় কাজে লাগবে। উইন্ডোজ৭ এর এক্রুনিস ইমেজ এর জন্য আপনি যে টিউনটি করছিলেন, আমি সে মুতাবেক কাজ করেছিলাম, কিন্তু অর্ধেক কাজ হওয়ার পর eorr দেখায়। কি করা যায় দয়া করে বলুন।
আর উইন্ডোজ ৭ এর ISO image কিভাবে তৈরি করতে পারি একটু বললে উপকৃত হতাম।
আপনাকে ধন্যবাদ।

    Level 2

    @Haque: আপনি ঠিক কোন টিউনটির কথা বলেছেন বুঝতে পারি নি। শিরোনামটি বললে সুবিধা হতো। আর মেসেজের লেখাটা দিতে পারলে উত্তর দিতে সুবিধা হবে। ISO image কিভাবে তৈরি করবেন তার জন্য নিচের পোস্টটি দেখুন। ধন্যবাদ।
    http://kamrulcox.blogspot.com/2012/10/iso.html

জটিল , অতি সুন্দর , অতিব জরুরী আমার জন্য কাজের একটি টিউন হয়েছে কামরুল ভাই। কেমন আছেন আপনি।

ধন্যবাদ কামরুল ভাই। windows 7 এর একটা ISO file পেয়েছি, কাজ ও করছে। কিন্তু XP জন্য পাচ্ছি না। কেউ কি একটা লিঙ্ক দিতে পারেন, যেটা কাজ করবে।

Level 0

ধন্যবাদ ভাই। একটা খুব কাজের পোস্ট দিলেন।

Level 2

jotil tune.

Level 0

Yumi use করেছি । খুব সুন্দর Tune.
ধন্যবাদ ভাই

Thanks vai darun

Level 0

ধন্যবাদ কামরুল ভাই এতো সুন্দর করে YUMI সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য।আমি অনেক আগে থেকেই এটার পুরোনো ভার্শণ YUMI-0.0.3.8 ব্যবহার করি এখন থেকে এটার নতুন ভার্শণ এবং SARDU টাও ব্যবহার করে দেখব

ধন্যবাদ

সরাসরি প্রিয়তে। খুব ভালো হইছে………………।

Level 0

Kamrul vai, pen drive যখন format হবে তখন file system কি হবে?
NTFS নাকি FAT?
আপনার এই পোস্ট আমার খুব কাজে লাগবে।
আর আমি কি এটা USB HDD এ করতে পারব?সাইজ ৫০০ জিবি।
জানালে উপকৃত হব। ধন্যবাদ।

    Level 2

    @olos manob: সফটওয়ারটি’র মাধ্যমে ফরমেট করলে প্রয়োজনীয় ফরমেটে ফরমেট হয়ে থাকে। তবে আপনি নিজেও NTFS বা FAT32 তে ফরমেট করে নিতে পারেন। USB HDD টা আমি টেস্ট করে দেখি নি। তবে তাদের সাইটে USB HDD এর কথাও বলা আছে। তাই আপনি ব্যবহার করে দেখতে পারেন।

কামরুল ভাই,
নিচের লিংকের মত করে ট্রাই করেছি কিন্তু ডিভিডি বা পেইনড্রাইভ রাইট হয় না। শুধু একটি বুটেবল ফাইল রাইট হয়।
http://kamrulcox.blogspot.com/2012/11/sardu-multi-boot-usb-cd-dvd.html#comment-form

আমি চাচ্ছি দুটি অফিস২০১৩ আইএসও ফাইল (একটি অফিস২০১৩এর ৬৪বিট অন্যটা ৩২ বিটের, দুটি ভাষর্নই আমি টরেন্ট থেকে আইএসও নামিয়েছি এবং দুটি আলাদা সিডিতে রাইট করে দেখেছি ভাল কাজ করে।)একটি ডিভিডিতে রাইট করে বুটেবল করতে, যেখানে ডিভিডিটি পিসিতে ডুকালে প্রথমেই এটা অপশন আসবে কোনটা রান করাতে চাই। এটা কিভাবে ডিভিতে বা পেন ড্রাইভে বুটেবল করে রাইট করব?
একটু ডিটেইলস বললে উপকার হত।

আর একটা কথা অফিস ২০১৩ আইএসও ফাইল বুটেবল করে রাইট করার সময় আমার অফিস আইএসও ফাইল দুটি যে ফোণ্ডারে রাখি সেটা দেখিয়ে দিলে “ইউটিলিটি” পেইজের ভেতরে Clonezilla
তে টিক হিন্হ দেখায়, এটা কি ঠিক আছে?

আমি রাইট করতে গিয়ে ব্যার্থ হয়েছি।

    Level 2

    @রবিন: আপনি যেটা চাচ্ছেন সেটা Bootable নয়, Autorun System। Bootable বলতে বুঝায় পিসি বুট করার সময় যেসব সিডি/ইউএসবি বুট হয় সেগুলোকে। যেমন Windows Setup দেয়ার সময় Press any key লেখা আসে। Sardu বা Yumi দিয়ে Bootable CD/USB এর জন্য কাজ করে। আপনার Autorun System টি তৈরি করতে ঐ সফটওয়ারগুলো কোন কাজ দেবে না।
    প্রত্যেক অফিস সফটওয়ারে আপনার পছন্দের সেই Autorun System আছে। কিন্তু আপনি 32bit আর 64bit আলাদা আলাদ ডাউনলোড করেছেন এ জন্যই সেটি বাদ পড়েছে। সিডিটি 32bit আর 64bit একসাথে রিলিজ করা হয়। কাজটি করার জন্য আপনাকে একটি Autorun ফাইল তৈরি করতে হবে যাতে নিচের লেখাগুলো থাকবে। সেটা আপনার সিডি’র মেইন পেজে থাকবে।
    [Autorun]
    open=setup.exe
    icon=setup.exe,0

    সাথে setup.exe নামের ফাইলটিও থাকতে হবে যা আপনার MS Office এর সাথে আছে। আপনার iso টি সিডিতে রাইট করার পর বা আনজিপ করার পর একটা স্ক্রীনশট দিলেও আরো বিস্তারিত বলতে পারতাম।

আসসালামু আলাইকুম,
ভাইয়া আমি আমার পেন ড্রাইভ কে উইন্ডোজ৭,৮..১, এবং উবুন্টু পেন ড্রাইভ বানাতে চাই। yumi আর sardu দিয়ে সবপ্রসেস মানে বুটেবল করার পর যখন পেন ড্রাইভ থেকে কম্পিউটার এ ইন্সটল করতে যাই তখন কেবল লিনাক্স ছাড়া অন্য কিছু চলে না। ফাইল মিসিং এরর দেখায়।এর সমাধান কি?

আসসালামু আলাইকুম,
ভাইয়া আমি আমার পেন ড্রাইভ কে উইন্ডোজ ৭,৮..১, এবং উবুন্টু পেন ড্রাইভ বানাতে চাই। yumi আর sardu দিয়ে সবপ্রসেস মানে বুটেবল করার পর যখন পেন ড্রাইভ থেকে কম্পিউটার এ ইন্সটল করতে যাই তখন কেবল লিনাক্স ছাড়া অন্য কিছু চলে না। ফাইল মিসিং এরর দেখায়।এর সমাধান কি?