বর্তমানে পার্টিশান বা পুরো হার্ডডিস্কের ডাটা Backup ও Recovery’র পদ্ধতিটা দারুন জনপ্রিয়।বিশেষ করে Operating System Backup ও Recovery’র কাজটি করে না এমন ব্যবহারকারীর সংখ্যা খুবই কম।আর যারা এই কাজটি করেন তাদের মধ্যে Acronis True Image সফটওয়ারটি খুবই পরিচিত। কারণ বেশিরভাগ ইউজারই এই সফটওয়ারটি ব্যবহার করে পার্টিশানের ইমেজ তৈরি করে এবং সেটি রিস্টোর করে।Acronis True Image Home Edition ও একই প্রতিষ্ঠান থেকে তৈরি সফটওয়ার যা অনেক উপকারী কাজে ব্যবহার করা যায়। আমি Acronis True Image Home Edition2012 এর উপর আজকে টিউটোরিয়ালটি করবো।
সফটওয়ারটি'র দারুন একটি বৈশিষ্ঠ্য হলো এর দ্বারা তৈরি ইমেজের সাইজটি অন্যান্য সফটওয়ার থেকে খুবই কম হয়ে থাকে।যেমন এই সফটওয়ার দিয়ে তৈরি আমার Windows 7 এর ইমেজ সাইজ হয়েছে মাত্র 3.58GB যার সল সাইজ 12GB।তাছাড়া ইমজে Create আর Restore এ খুব কম সময় লাগে।এছাড়া আর কিছু টুল আছে যা দিয়ে প্রয়োজনীয় কিছু গুরুত্বপূর্ণ কাজ করা যায়।
প্রথমে Acronis True Image এর পেজে গিয়ে বা softpedia থেকে সফটওয়ারটি ডাউনলোড করে নিন। সসফটওয়ারটি সেটাপ দেয়ার পর এর Bootable CD তৈরি করে ফেলুন। এটি একটি প্রফেশনাল সফটওয়ার। তাই Bootable CD তৈরি করার জন্য প্রোডাক্ট কী দরকার হবে।প্রোডাক্ট কী Google এর মাধ্যমে খুঁজ করতে পারেন, কিংবা বন্ধুদের কাছে চেয়ে নিতে পারেন।অথবা কমেন্টস এ মেইল এড্রেস দিলে আমি সাহায্য করতে পারি।অবশেষে ধরে নিলাম আপনারা Bootable CD পেয়ে গেছেন।এবার চলুন কাজ শুরু করি।
আমি Kamrul Cox। , Chittagong। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 645 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
অসহায়দের সাহায্যে এগিয়ে আসুন।
ধন্যবাদ কামরুল ভাই আপনার এই সুন্দর সাজানো গোছানো পোষ্টের জন্য। আমি এর Bootable সিডিতেই উইন্ডোজের Backup ফাইল রাইট করতে চাই যেন একটি সিডি থেকেই উইন্ডোজ রিস্টোর করা যায় কিন্তু আমি একই সিডিতে Bootable ফাইল এবং Backup ফাইল রাইট করব কিভাবে ? আমার Acronic True Image 2013 এর প্রোডাক্ট কী দরকার। আমার E-mail http://[email protected]