অনেকেরই হলুদ রং এর ফোল্ডার দেখতে দেখতে এক ঘেয়েমি এসে যায়। তারা নতুনত্ব কিছু খোজেন। আর তাদের জন্য এই নতুন টিউনটি। এর মাধ্যমে আপনারা আপনাদের ফোল্ডারকে নিজের ইচ্ছেমত রং এবং স্টাইলে রাঙ্গিয়ে তুলতে পারবেন। আর আপনার ফোল্ডার গুলো হবে দেখতে আকর্ষণীয়। এজন্য আপনাদেরকে Folder Maker Pro Software টি Download করতে হবে। এটি 5.60 MB এর একটি Software যা আপনি ৩০ দিনের Trial Version Download করতে পারবেন এখান হতে।
প্রথমে Software টি Install করতে হবে। এরপর যে ফোল্ডারটির আপনি রং বা স্টাইল পরিবর্তন করতে চান তার উপর Mouse এর Right Button Click করতে হবে।
এখন Mark Folder লেখার উপর কার্সর রাখলে এখানে অনেক গুলো অপশন দেখাবে। এখানে Colors অপশন থেকে আপনি ফোল্ডারকে আপনার পছন্দমত রং এ রাঙ্গিয়ে তুলতে পারেন। এছাড়া আপনি আপনার কাজের ধরন অনুযায়ী High Priority, Low Priority, Half Done Work, Done Work প্রভৃতি স্টাইলে ফোল্ডারকে পরিবর্তন করতে পারবেন। More Ico
আমি খালেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।