YouTube থেকেও আপনি আয় করতে পারবেন অনেক বড় অংকের টাকা

সত্যিই বিশ্বের সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং সাইট YouTube থেকেও আপনি আয় করতে পারবেন অনেক বড় অংকের টাকা। অনলাইনে টাকা আয় করা যায় এরকম কথা শুনেন নি এই ধরণের লোক বর্তমানে পাওয়া অনেকটা কষ্টকর হয়ে পড়েছে। আর এই ব্লগেতো পাওয়ার কথাই না। অনলাইনে আয়ের হাজার হাজার পদ্ধতির মধ্যে একটি পদ্ধতি আছে যা অনেকেরই জানা নাই। আর তা হল- YouTube ভিডিও এর মাধ্যমে আয়।
আপনারা হয়তো ভাবছেন আমি মসকরা করছি। কিন্তু এটা কোন মসকরা নয়।নিচে আমি কয়েকজন ব্যাক্তির নাম ও তাদের আয়ের পরিমান উল্লেখ করলাম-

1. Shane Dawson (431 million views and earn $315,000)
2. The Annoying Orange (349 mil views and earn $288,000)
3. Philip DeFranco (248 mil views and earn $181,000)
4. Ryan Higa (206 mil views and earn $151,000)
5. Fred (200 mil views and earn $146,000)
কিভাবে আয় করবেন?

YouTube থেকে আয়ের অনেক উপায় রয়েছে। নিম্নে কয়েকটা পদ্ধতি আলোচনা করা হল-

১. সুন্দর একটা YouTube Channel Name তৈরী করুন:

প্রথমে YouTube এ গিয়ে একটা ফ্রি রেজিষ্ট্রেশন করুন। একাউন্ট তৈরী করার সময় যেকোন নাম না দিয়ে এমন নাম দেন যার সার্চ বেশী, যে নাম যে কেউ মনে রাখতে পারবে।

২. ভিডিও তৈরী:

ভিডিও তৈরীর জন্য আসলে দুইটি পথ অবলম্বন করা যেতে পারে। প্রথমটা হল- ভিডিও ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি করা। আপনার যদি কোন ক্যামেরা না থাকে তাহলে আপনি আপনার কম্পিউটার ব্যবহার করতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন, অবশ্যই ভাল সফটওয়্যার ব্যবহার করতে হবে এবং আপনার কম্পিউটার দ্রুত থাকতে হবে। শুধু একটা বিষয়কে মাথায় রাখবেন, তাহল- আপনাকে অবশ্যই মজাদার ভিডিও তৈরী করতে হবে। মজাদার বলতে আমি কমেডি ফিল্ম তৈরী করার কথা বলছিনা। আমি বলছি, আপনার ভিডিও ভিউয়ারদের জন্য আনন্দদায়ক এবং তারা যেই ধরণের ভিডিওর জন্য সার্চ করছেন সেই ধরণের ভিডিও। উদাহরণস্বরুপ, আপনি একটা Channel তৈরী করলেন ফটোশপ টউটোরিয়ালের আর আপলোড করলেন বিভিন্ন কার্টুন, তাহলতো হল না। আপনি আপনার চ্যানেল যদি থাকে টিউটোরিয়ালের উপর তাহলে আপনি এখানে ভিডিও টিউটোরিয়ালই আপলোড করেন।

৩. আপনার ভিডিও YouTube এ আপলোড:

আপনি যখন আপনার তৈরীকৃত ভিডিও আপলোড দিবেন, তখন অবশ্যই আপনার কী-ওয়ার্ডগুলো দিয়ে দিবেন এবং সাথে সাথে আপনার ভিডিও এর ডেসক্রিপশনটাও দিয়ে দিবেন। আপনার ভিডিও এর সাথে আপনার ওয়েবসাইটের URL টাও দিয়ে দিবেন।

৪. আপনার আপলোডকৃত ভিডিও বিভিন্ন সোসিয়াল নেটওয়ার্কিং সাইটে শেয়ার করুন:

শুধু যে ভিডিও আপলোড করে দিলেন আর আপনি ট্রাফিক পেয়ে গেলেন, এটা ঠিক নয়। আপনি আপনার ভিডিওগুলো বিভিন্ন সোসিয়াল নেটওয়ার্কিং সাইট যেমন: ফেসবুক, টুইটার, গুগোল+ ইত্যাদি সমূহে শেয়ার করুন।

৫. আপনার ভিডিওয়ের জন্য ব্যাকলিংক তৈরী করুন:

একটা কথা ভাল করে মনে রাখবেন, YouTube ভিডিও পাবলিশিংও এক ধরনের ব্লগিং। তাই, আপনাকে ইউটউব, গুগোল এবং অন্যান্য সার্চ ইঞ্জিনে ভাল অবস্থানে আসার জন্য অবশ্যই কিছু ব্যাকলিংক তৈরী করতে হবে। শুধু আপনার টপিক রিলেটেড সাইটে লিংক তৈরি করুন।

৬. আপনার প্রতিযোগীদের বা আপনার মত কাজ করছেন এরকম লোকদের অনুসরণ করুন, আপনি যদি সফল হতে চান, তাহলে আপনার প্রতিযোগীদেরকে অনুসরণ করুন। দেখুন তারা কিভাবে সফল হচ্ছেন। তাদের সফলতার ইতিহাসটা পড়ুন।

৭(ক). কিভাবে YouTube থেকে টাকা আয় করবেন?

এতক্ষণ যা বললাম তাহল, কিভাবে একটা ভিডিও তৈরী করবেন বা কিভাবে আপনার চ্যানেলে ট্রাফিক বৃদ্ধি করবেন। এখন আমরা জানবো কিভাবে ইউটিউব থেকে টাকা আয় করবেন।

আপনি যদি উন্নতমানের জনপ্রিয় ভিডিও তৈরী করতে পারেন, তাহলে আপনি ইউটিউবের এ্যাডসেন্স পার্টনারশীপ থেকেই এটা অফার পেতে পারেন। তারপর আপনাকে YouTube Partnership Program (YPP) এর জন্য অফার করতে হবে। YouTube Partnership Program (YPP) পাতা ভিজিট করার জন্য এখানে ক্লিক করুন। যদি তারা আপনাকে রিজেক্ট করে তাহলে ‍পুনরায় এপ্লাই করার জন্য আপনাকে আরো ২ মাস অপেক্ষা করতে হবে। আর যদি আপনার চ্যানেলকে তারা একসেপ্ট করে তাহলে মিষ্টি ‍মুখ করেন। কারণ, তারা আপনাকে প্রতি মাসে $200 দিবে। কি মজা!

৮(খ). কিভাবে YouTube থেকে টাকা আয় করবেন?

# এফিলিয়েট পন্যের ভিডিও রিভিউ দিয়ে।

# এ্যাডভারটাইজিং স্লট ভিডিওয়ের মাঝে দিয়ে।

# আপনার ভিডিওয়ের ডিসক্রিপশনে এ্যাড স্লট দিয়ে।

# তাছাড়াও আপনি যদি ভাল কী-ওয়ার্ডের একটা ইউটিউব চ্যানেল তৈরী করতে পারেন, তাহলে আপনি ঐ চ্যানেল বিক্রি করেও টাকা আয় করতে পারেন।

আপনি যদি কোয়ালিটি ও জনপ্রিয় ভিডিও তৈরী করতে পারেন, তাহলে আপনিও আয় করতে পারেন হাজার হাজার ডলার। আজ এখানেই থাক। সবার জন্য শুভ কামনা রইল। আল্লাহ্‌ হাফেজ।

Level 0

আমি Dueza.Com। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বসদের টিউন ভালো হতেই হবে !
যদিও এতোকিছু বুঝিনা 🙂 শুধুমাত্র ধন্যবাদ দেওয়ার জন্যে লগঅন করছি । ভালো থাকবেন ।।

Level 0

দারুন পন্থা। যারা ভালো ভিডিও তৈরী করতে পারেন তাদের অনেক কাজে আসবে। টিউনের জন্য অনেক ধন্যবাদ।

ভাই সবই ঠিক আছে বাট কিবাবে টাঁকা পাবো কিবাবে ব্যালেন্স চেক করবো সেটা লিখেন নাই লিখলে ভালো হতো

YouTube Partnership Program (YPP) বা ইউটিবে এডসেন্স ইউজ বাংলাদেশে পারমিট নেই । আর গুগ্ললের জিনিস ইলিগাল ভাবে ইউজ করা চিন্তাও করা যায় না। প্রবাসি কোণ ফ্রেন্ড রে দিয়ে করানোও জামেলার কাজ।কেননা , সব কাজই তাকে দিয়ে করিয়ে নিতে হবে। এমন কি আপনার একউন্ট বিডি থেকে একসেস ও করলে আপনার একাউন্ট হারানোর সম্ভাবনা থাকে । সো বিডি থেকে ইঊটিউব চ্যানেল দিয়ে টাকা কামানো জামেলার কাজই বটে ।

    Level 0

    @বিপুল বিডি: এই ভাবে আরেকটি সিস্টেম রয়েছে যেটায় ভালোই আয় হয়। আমি ট্রাই করেছিলাম কয়েকদিন আগে। সময় দিতে হয়। দিলে ভালোই রেজাল্ট পাওয়া সম্ভব। অনেকটা ভিডিও এসইও করার মত।

      @swordfish: যাই হক । আআম রকথা সেটা না। কথা হল, টিউনে টাকা আয়ের যে পদ্ধতি বর্ননা করা হয়েছে তা কিন্তু YouTube Partnership Program (YPP) । আর বাকি গুলো যাস্ট লিখে রাখা হয়েছে । এখন মনে করেন আমি (YPP) এর উদ্দেশ্যে টিউন পরে কাজ শুরু করলাম। এন্ড স্টিল ৩ মাস কাজ করলাম । তখন যদি আমি দেখি যে (YPP) বিডিতে হচ্ছে না। তখন কিন্তু কষ্টের ব্যাপার । তাই টিউনে এই ব্যাপার টা ক্লিয়ার ছিল না। জাস্ট আমি ক্লিয়ার করছি । আর কিছু না ।

বিপুল ভাই কথাটা ঠিকি বলেছেন

Haire dukho.……

Level 0

আপনি ভুলে গেসেন Smosh , Ray william Johnson , Jenna Marbles and Pewdiepie এর কথা

Monetization
This feature is currently not available in your country. Learn more.

ভাই টিউন টা এখন কাজে লাগলো না

Level 0

ভাইয়া টিউনটি ভাল লেগেছে । কিন্তু আমি অনেক চেষ্টা করেছি youtube এ কাজ করার but আমি জানি বিশ্বের মাত্র ২৫ দেশ youtube থেকে google adsense এর অনুমোদন পায় । বাংলাদেশ এই ২৫ টা দেশের মধ্যে নাই । এটা আপনি জানেন কি ? দয়া করে আমার কথাটার reply দিন । ধন্যবাদ

This a good tune but not for BD.

Level 1

vai vua tune dien na bd theke ypp support kore na r google mamar sathe citting ….hA HA HA…

youtube নিয়ে নতুন করে পোস্ট দেন,,,,,এটা তিন বছর আগের পোস্ট

অনেক ভালো লেগেছে আর্টিকল পরে । কিন্তু আমি youtube থেকে ব্লগ দ্বারা টাকা আয় করার পদ্ধতি তা সোজা মনে করিনা । কিন্তু ব্লগ থেকে আয় করাটা অনেক সহজ। আমি https://banglatech.info একটা ব্লগ বানিয়েছি এবং কেবল 2 মাসেই টাকা আয় করা শুরু করেছি। তাই একটা ব্লগ এর উপরে article অবশ্যই লিখবেন।

ব্লগ থেকে টাকা ইনকাম করাটা আরোও সহজ
আমি আমার ব্লগ কে টাকা ইনকামের অন্যতম মাধ্যম হিসেবে তৈরী করেছি।
https://www.techmoshai.info

ইউটিউব থেকে টাকা ইনকাম করা গেলেও কারো কারো ক্ষেত্রে ব্লগ থেকে টাকা ইনকাম অনেক সহজ, কারন ভিডিও তৈরির দক্ষতা সবার থাকে না।
আমার ব্লগটি হল- https://www.etcbangla.com

প্রথমেই আপনাদের বলে দেই ইউটিউব সাবস্ক্রাইবার জন্য কোন টাকা দেয় না ইউটিউব টাকা দেয় তাদের অ্যাড দেখানোর জন্য আপনার ভিডিওতে যত বেশি অ্যাড দেখাবে আপনি তত বেশি টাকা ইনকাম করতে পারবেন,
কি করে আপনিও টাকা আয় করবেন এই ওয়েবসাইট টি তে যান – https://www.masterbangla.com/