প্রথমে পান বিবি পরে ওয়ার্ডপ্রেস নিয়া ঘাটাঘাটির শেষ এবার মন টানল ড্রুপাল শিখতে ।
তাই কয়েক রাত জেগে শেখার চেষ্টা চালালাম ।
আপাতত ইনষ্টল এবং পার্সোনাল এবং কমিনিউটি ব্লগ বানাতে সফল ।
সাথে তৈরী করে ফেললাম একটা বাংলা ল্যাংগুয়েজ প্যাকও ।
যা হোক মূল কথায় ফিরে আসি ।
ড্রুপাল ; ওয়ার্ডপ্রেস ,জুমলা ইত্যাদির মতই একটি PHP ব্লগ ইঞ্জিন ।
তবে ওয়ার্ডপ্রেস ,জুমলার মত বাংলাদেশ এতটা জনপ্রিয় নয় ।
তাও বেশ কিছু কমিনিউটি ব্লগ আছে বাংলাদেশে ,যেগুলো ড্রুপাল দিয়ে তৈরী ।
যাহোক ড্রুপাল নিয়ে বাংলা টিউটোরিয়াল খোঁজে খোঁজে পাই নাই বিধায় কাচা হাতে কচি কচি অভিজ্ঞতার আলোকে টিউটোরিয়াল খানা লিখতে বসলাম ।
চলুন প্রথমে ড্রুপাল ইনষ্টল করা প্রসঙ্গে জানি
Step: 1
ড্রুপাল ইনষ্টল করতে প্রথমে এখান থেকে ড্রুপাল ডাউনলোড করে নিন ।
সি প্যানেলে লগইন করে ফাইলখানা আপলোড করে এক্সটার্ক্ট করুন ।
Step: 2
এবার Cpanel থেকে একটি MySQL Database তৈরী করুন ।
ডাটাবেজের নাম .ইউজার নেম ও পাসওয়ার্ড মনে রাখুন ।
Step: 3
আপাতত আপনার সিপ্যানেলের কাজ শেষ ।
এবার আপনার ব্রাউজারের এড্রেসবারে http://আপনার ডোমেইন.com টাইপ করে এন্টার দিন (যদি রুট ফোল্ডারে আপলোড করে থাকেন)।
আর যদি আপনি কোন সাব ফোল্ডারে আপলোড করে থাকেন তবে ইনষ্টল করতে http://আপনার ডোমেইন .com/সাবফোল্ডারের নাম
এভাবে যাবেন ।
Step: 4
প্রথমে ডিফল্ট ল্যাংগুয়েজে চাবে ।আপাতত English এ ক্লিক করে এগিয়ে যান ।
Step: 5
এবার চাবে ডাটাবেজের তথ্য ।
Database name এর স্থানে আপনার পুর্বে তৈরী করা ডাটাবেজটির নাম বসান ।
Database username এর স্থানে ডাটাবেজের ইউজার নেম আর Database Password এর স্থানে পাসওয়ার্ড দেন ।
আপনি যদি পেইড হোস্টিং এ সাইট ইনষ্টল করেন তাহলে Save and continue বাটনে ক্লিক করে এগিয়ে যান ।
আর ফ্রি হোস্টিং এর ক্ষেত্রে "Advence settings" এ ক্লিক করুন ।
এবার Database Host এর ঘর থেকে localhost কেটে mysql.হোস্টকম্পানী .com বসিয়ে Save and continue বাটনে ক্লিক করুন ।
Step: 6
এটি শেষ ষ্টেপ ।এ পর্যায়ে আপনার সাইটের নাম ,সাইটের অফিসিয়াল ইমেইল ,এডমিন ইউজারনেম ,এডমিন পাসওয়ার্ড এবং এডমিন ইমেইল ইত্যাদী তথ্য দিয়ে সাবমিট করুন ।
ব্যাস ইনষ্টল ফিনিশ ।
এবার আপনার সাইটে গিয়ে (http://আপনার ডোমেইন.com)এডমিন ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন ।
যা হোক আজকে অনেক রাত হয়ে গেছে ।তাই আর লিখতে পারলাম না ।
ইনশাল্লাহ আগামী পর্বে কিভাবে ড্রপালকে বাংলা করতে হয় সে বিষয়ে লেখার চেষ্টা করব ।
বিঃদ্রঃ
আমি যতটুকু জানি তারমধ্য থেকে বোঝানোর চেষ্টা করেছি ।লেখায় কোন ভুলভ্রান্তি থাকলে ক্ষমার চোখে দেখবেন ।আর এই টিউটোরিয়াল খানা যারা ওয়েব ডিজাইনে একদম নতুন তাদের জন্য ।অভিজ্ঞদের জন্য মোটেই প্রযোজ্য নয় ।
আমি জাবেদ ভূঁইয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 192 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।