প্রথম পর্ব ঃ একেবারে নুতুন দের জন্য যারা কম্পিউটার এবং ইন্টারনেট এ নুতুন……….
২য় পর্বঃ একেবারে নুতুন দের জন্য যারা কম্পিউটার এবং ইন্টারনেট এ নুতুন……….2
এবার কাজে কথাই আসিঃ
2.
3.অথবা নিচের ছবি মত খোঁজতে পারি।
Country Domain Extensions পাবেন এইখানে...
http://www.quackit.com/domain-names/country_domain_extensions.cfm
তাছাড়া আমরা Google Advanced Search সবধরনের ওয়েব research কাজ করতে পারি। যেমনঃ Buyer যদি বলে তার যে ডাটা গুলা সংগ্রহ করতে টা PDF ফরম্যাট হওয়া লাগবে। তাহলে আমরা Google Advanced Search এ file type : adobe acrobat reader (.pdf) সিলেক্ট করে সার্চ দিলে আমরা Google এ শুধু PDF সাইট(ডকুমেন্ট) গুলা খোঁজে পাবো ।
এছাড়া আমাদের এই কাজের জন্য কিছু বিজনেস directory সাইট সম্পর্কে ধারনা রাখা উচিত।
যেমনঃ
১.http://www.yellowpages.com/
২.http://www.yelp.com/
মানুষের নাম, ঠিকানা ইত্যাদি খোঁজার জন্য আমরা
http://www.whitepages.com/
সবচেয়ে মজার ব্যাপার হল আমরা yellowpages , whitepages Country Domain Extensions ব্যবহার করতে পারি।
তারপর ডাটা গুলা সংগ্রহ করে এক্সেল ফাইল এ সাজিয়ে দিবো। যেমন ঃ নিচের ছবির মত করলেও হবে। এটা আসলে নির্ভর করবে আপনার কাজের উপর। আমি শুধু একটা উধারন দিচ্ছি।
এইবার আশা যাক যেকোনো ডাটা এন্ট্রি বা ওয়েব research এর যে কাজ হোক না কেন অনেক সময় Buyer বলতে পারে যে আপনারা এই ডাটা গুলা খোঁজে GOOGLE docs এ সাবমিট করেন।
এখন আমাদের জানা প্রয়োজন GOOGLE docs কি?
Google ডক্স একটি মুক্ত, ওয়েব ভিত্তিক অফিস স্যুট এবং তথ্য সংগ্রহের সেবা যা Google দ্বারা পরিচালিত। এখানে আপনারা MS office(document), Excel(spreadsheet), Powerpoint(presentation) ,Form,drawing Table ইত্যাদি ব্যবহার করে ডাটা ইনপুট করতে পারি। এর সবচেয়ে বড় সুবিধা হল আপনার ডাটা সারা জীবন সংরক্ষিত থাকবে। আরও সুবিধা হল অনেকে মিলে একটা ডাটা তে কাজ করা যাই একই সময়ে।
এখন কিভাবে GOOGLE docs অ্যাক্সেস করতে পারব। এর জন্য প্রথমে আমরা Gmail একটা অ্যাকাউন্ট করব। তারপর আমরা সাইন ইন করব।
তারপর আমরা নিচের ছবি গুলা অনুসরণ করলে আশা করি আমরা GOOGLE docs অ্যাক্সেস শিখে যাবো।
১.
২.
৩.
৪.
Google docs use এর অন্যতম সুবিধা হল এটা আপনি অন্য যে কারোর শেয়ার করতে পারেন। এই কারনে Buyer Google docs কে অনেক গুরুত্ব দেই। কারন এর আর একটা সুবিধা হল আপনি আপনার Google docs user কে (যার সাথে শেয়ার করবেন) বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারেন।
যেমনঃ তাকে আপনি docs এডিট করার ক্ষমতা দিতে পারেন, নাহলে শুধু দেখতে পারবেন এই ধরনের অপশন ও আসে । নাহলে শুধু কমেন্ট করতে পারবে...
আপনার তাকে যেভাবে ব্যবহার করতে চান সেভাবে করতে পারবেন।
নিচের ছবি গুলা অনুসরণ করেন।
১.
২.
আশা করি এই tutorial কাজে লাগবে। আর আপনাদের কাজে লাগলেই আমার এত কষ্ট করে লেখার সার্থকতা। কোন সমস্যা বা কোন প্রস্ন থাকলে please কমেন্ট এর মাধ্যমে জানাবেন।
আমি শোভন ক্রিয়েটিভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রথম ছবি টা আসছে না। শুধু Google search দেওয়ার পড়ে আপনার ডানদিকে দেখবেন অপশন নামে একটি বাটন আসে সেখানে ক্লিক করবেন। তারপর ওখান থেকে Advanced search option এ যাবেন। বাকি টুকু ছবির অনুসারে করলে হবে।