প্রায় এক বছর আগে নিতান্তই শখের বশে http://www.koutuk.com নামে একটি ব্লগ সাইট খুলি যেটায় আজ পর্যন্ত প্রায় ১২০০ এর মত মজার মজার কৌতুক শেয়ার করেছন বিভিন্ন রম্য লেখক। সাইটটি নিয়ে আমার কোন বাণিজ্যক উদ্দেশ্য ছিলনা, এখনো নাই। তবে এখন আমি চাচ্ছি যারা কষ্ট করে লিখছেন এই ব্লগে তাদের কিছু ইনসেনটিভ দিতে।
টেকটিউনস্ ঘাটাঘাটি করে ব্লগে ওয়েব এ্যাডভারটাইজিং সেট-আপ করলাম গতকাল। বাংলা সাইট হওয়াতে এডসেন্স কিংবা চিতিকা ব্যবহার করতে পারছিনা। টেকটিউনস্ এক্সপার্টদের মতামত অনুযায়ী এডব্রাইট (adBrite) গুগল এর ভালো বিকল্প। আর তাই এটাই বেছে নিলাম আমার ব্লগ এর জন্য।
কিভাবে সেটআপ করবেন:
যারা কোডিং জানেননা অর্থাৎ আমার মত শৌখিন সাইট এর মালিক তাদের জন্য ব্যাপারটা "ট্রায়াল এন্ড এরর" -এর মত, অর্থাৎ ঠেকে শিখতে হবে। আমিও একইভাবে করেছি। আগেই বলে রাখছি আমার ব্লগ সাইটটি ওয়ার্ডপ্রেস-এ করা। আপনার সাইটটিও যদি ওয়ার্ডপ্রেস-এ করা হয়ে থাকে তবে এই টিউটোরিয়ালটি আপনার কাজে লাগতেও পারে।
প্রথমেই আপনার সাইটের এডমিন প্যানেলে প্রবেশ করুন এবং প্লাগ-ইন সেকশন এ গিয়ে "এ্যাড নিউ" তে যান। এখানে সার্চ এ গিয়ে লিখুন "Ad Injection"। আমি এই প্লাগ-ইনটি ব্যাবহার করে সফলভাবে এডব্রাইট কনফিগার করতে পেরেছি। এছাড়াও Easy Ads প্লাগ-ইন ব্যাবহার করেও আপনি মূল চারটি কোম্পানির এড কনফিগার করতে পারবেন আপনার সাইটের জন্য।
প্লাগ-ইন টি ইনস্টল করার পর একটিভেট করুন। এবার আপনার সাইটের এডমিন প্যানেলের সেটিংস অংশে "এড ইনজেকশন" সেটিংস দেখতে পাবেন। এখান থেকেই আপনি ঠিক করতে পারবেন আপনার সাইটের কোন অংশে আপনি এড দেখাতে চান। এবার এডব্রাইট থেকে কোড কপি করে নিয়ে নির্বাচিত অংশে পেস্ট করুন এবং সেভ করুন। এরপর সাইটের ক্যাশ ক্লিয়ার করুন এবং মূল সাইটে প্রবেশ করুন। আশা করি এডব্রাইটের স্পেসটি দেখতে পারবেন। তবে সাথেই ফিড নাও পেতে পারেন কারন এডব্রাইট তাদের সাইটে বলেছে ২৪ ঘন্টা সময় লাগতে পারে।
তবে সমস্যা হলো অন্য যায়গায়, এ্যাড স্পেসে কোন কোম্পানির এ্যাড দেখতে পাচ্ছিনা, এ্যাডব্রাইট নিজেই তাদের এ্যাড দিয়ে রেখেছে। যার ফলে আমার সাইটের এ্যাড ভিউ হচ্ছে কিন্তু ক্লিক হচ্ছেনা। অর্থাৎ, আমি আমার সাইটে বিনমূল্যে এ্যাডব্রাইট এর প্রচারণা করে যাচ্ছি।
আমি তারেক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।