চলুন উবুন্তুপুরে যাই (Setup Ubuntu in Virtual Box)

windows-vs-ubuntu1

বিল্লুনগরের জানালা দরজার ক্যাঁচক্যাচিতে যারা ইতিমধ্যে বোরিং ফিল করতে শুরু করেছেন তাদের জন্য উবুন্তুপুর আদর্শ যায়গা হতে পারে সন্দেহ নেই। কিন্তু আমার মত যারা টাকা দিয়ে বিল্লুনগরে প্লট কিনেছেন তারা হয়তো উবুন্তুপুরে যেতে ততটা আগ্রহী নন বা যাওয়া উচিত কিনা ভাবছেন। কেউ কেউ আছেন যাদের কাছে উবুন্তুপুরে যাওয়ার ঠিকানা নেই বা কারো সময় নেই। এই সব শ্রেণীর জনগনের জন্য খুব সহজ একটি রাস্তা বাৎলে দেয়ার চেষ্টা করবো আজ। তাহলে চলুন শুরু করি। সম্মানিত ভার্চুয়াল নাগরিকগন, সবাই শক্ত হয়ে বসুন, সীটবেল্ট বেঁধে নিন। আমরা এখন উবুন্তুপুরের দিকে আমাদের যাত্রা শুরু করতে যাচ্ছি।

উবুন্তু (Ubuntu) যেহেতু *nix গ্রোত্রের অপারেটিং সিস্টেম তাই অনেকেরই ধারনা এটি খুব জটিল একটি বস্তু। একারনেই উইন্ডোজ ফেলে দিয়ে উবুন্তু লাগাতে ভরসা পান না অনেকে। ডুয়্যালবুটিং একটা সমাধান হতে পারে কিন্তু ডুয়্যালবুটিং সম্পর্কে অনেকে পরিষ্কার নন। তাছাড়া খুব বেশি নবীস হলে বা একটু বেখেয়ালী হলে ডুয়্যালবুটিং করতে গিয়ে পুরো হার্ডডিস্কের পার্টিশন ভেঙ্গে ফেলাটা বিচিত্র কিছু না। তাহলে সবচাইতে সহজ ও নিরাপদ কোন উপায় খুঁজে দেখা দরকার যাতে ১০০% মানুষ কোনরকম সমস্যা ছাড়াই উবুন্তু সেটাপ করার সাহস পেয়ে যান। এক্ষেত্রে আমার মনে হয় ভার্চুয়াল পিসি টুলগুলো বেশ কাজের। Virtual PC, VMWare, Virtual Box এর যেকোনটি আদর্শ হতে পারে। এই তিনটির ভেতরে আমরা Virtual Box কে বেছে নিতে পারি কারণ এটি অনলাইনে ফ্রি পাওয়া যায় এবং প্লাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। তাহলে শুরু করা যাক-

প্রথমেই আমদের কাজগুলোকে আমরা তিনটি ভাগে ভাগ করে নেই-
ক) সফটওয়্যার সংগ্রহ (Virtual Box ও Ubuntu সংগ্রহ করা)
খ) Virtual Box সেটাপ করে পিসি কনফিগার করা
গ) উবুন্তু সেটাপ করা।

ক) সফটওয়্যার সংগ্রহ

প্রথমে আপনাকে সংগ্রহ করতে হবে Virtual Box নামের সফটওয়্যারটি যা virtualbox.org থেকে বিনামূল্যে সংগ্রহ করা যায়। নিচের লিঙ্কে গিয়ে * VirtualBox 3.0.12 for Windows hosts x86/amd64 টা ডাউনলোড করে নিতে পারেন।
লিঙ্ক: http://www.virtualbox.org/wiki/Downloads (68.9 MB)

তারপর আপনাকে সংগ্রহ করতে হবে উবুন্তুর যেকোন একটি সংস্করণ। বর্তমানে উবুন্তু ৯.১০ চলছে যার সিডি ইমেজ সরাসরি ডাউনলোড করে নিতে পারেন। উবুন্তুর অফিসিয়াল হোম পেজে গিয়ে এটি সংগ্রহ করুন-
লিঙ্ক: http://www.ubuntu.com/getubuntu/download (689 MB)

সর্বমোট 689 + 68.9 = 757.9 মেগাবাইট অনলাইন থেকে নামাতে হবে জেনে যারা ভিমরি খেয়েছেন তারা চাইলে যোগাযোগ করতে পারেন। একটি পেন ড্রাইভ নিয়ে যেকোনদিন দেখা করতে চলে আসুন... (trivuz@জিমেইলে মেইল দিয়ে দেখা করার জায়গা ও দিন তারিখ সময় ঠিক করে নিতে পারেন)

খ) Virtual Box সেটাপ করে পিসি কনফিগার করা

সেটাপঃ
Virtual Box একটি সাধারণ সফটওয়্যারের মতই আপনার পিসিতে সেটাপ করতে পারবেন। তাই এ নিয়ে আর বিস্তারিত লিখতে চাচ্ছি না। (সেটাপ করা নিয়ে কেউ সমস্যায় পড়লে মন্তব্যের ঘরে জানাবেন, বিস্তারিত জানানো হবে তখন।)

পিসি কনফিগারঃ
যথাযথভাবে সেটআপ করার পর Virtual Box সফটওয়্যারটি খুললে নিচের মত দেখাবে-
virtual box

১) এবার Machine মেনু থেকে New কমান্ড দিন অথবা টুলবারের New বাটনে ক্লিক করে ভার্চুয়াল Virtual Machine Wizard চালু করুন।
২) যেকোন একটি নাম সেট করে OS Type এ যে অপারেটিং সিস্টেমের জন্য মেশিন বানাচ্ছেন সেটা নির্বাচন করুন। এক্ষেত্রে আমরা Operating system = Linux এবং Version = Ubuntu সেট করে Next করবো।
ubuntu in vbox

৩) ভার্চুয়াল মেশিনের RAM সাইজ নির্বাচন করতে Base Memory Size ঠিক করুন। ভার্চুয়াল মেশিন চলাকালীন সময়ে এই মেমরীটুকু আপনার পিসির RAM থেকে দখল হয়ে যাবে। সুতরাং আপনার আসল RAM এর অর্ধেকের বেশি কখনো সেট করবেন না। আমার RAM ৩ গিগাবাইট হলে ভার্চুয়াল মেশিনের জন্য এক গিগা সেট করতে পারেন অনায়াসে। এক্ষেত্রে যতবেশি RAM দিতে পারবেন আপনার ভার্চুয়াল মেশিনটি তত ভাল চলবে।

৪) এবার ভার্চুয়াল হার্ডডিস্ক তৈরির পালা। এক্ষেত্রে এক্সিস্টিং হার্ডডিস্ক ব্যবহার না করে Create new hard disk নির্বাচন করুন এবং খেয়াল রাখুন Boot Hard Disk (Primary Master) টিক দেয়া আছে কিনা। Boot Hard Disk (Primary Master) টিক না দেয়া থাকলে অপারেটিং সিস্টেম বুট হবে না।

৫) দুইবার নেক্সট করার পর Dynamically Expanding storage নির্বাচন করে আবার নেক্সট করুন। Dynamically Expanding storage দিলে বরাদ্দকৃত যায়গাটুকু একবারে দখল না হয়ে প্রয়োজন সাপেক্ষে দখল হতে থাকবে। (তবে হার্ডডিস্ক ফ্রাগমেন্টশন থেকে বাঁচতে চাইলে Fixed-size storage ব্যবহার করতে পারেন।

৬) ভার্চুয়াল বক্স এবার আপনাকে Virtual Disk Location and Size ঠিক করার সুযোগ দিবে। লোকেশনের ঘরে আপনি চাইলে আপনার পছন্দমত লোকেশন ঠিক করে দিতে পারেন। যেমন আমার সবগুলো ভার্চুয়াল মেশিন C:/ ড্রাইভে VM নামের একটি ফোল্ডারে আছে। উল্লেখ্য আপনার নির্ধারিত ঐ ফোল্ডারেই আপনার ভার্চুয়াল পিসির সবকিছু সংরক্ষিত থাকবে। আপনি চাইলে যেকোন সময় এই ফোল্ডারটি কপি করে বাইরের কোন পিসিতে Virtual Box সেটাপ করে আপনার ভার্চুয়াল মেশিনটি চালাতে পারবেন।
virtual box with ubuntu

৭) Virtual Disk Location and Size এ হার্ডডিস্ক সাইজ ঠিক করে নেক্সট করে ফিনিশ করুন।

আপনার ভার্চুয়াল মেশিন কাজ করার জন্য এখন প্রস্তুত।

গ) উবুন্তু সেটাপ করা

১) আগের ধাপে আমরা একটি ভার্চুয়াল মেশিন তৈরি করেছি যাতে উবুন্তু চলার উপযোগী পরিবেশ সৃষ্টি করা হয়েছে। এবার আমাদের Virtual Box সফটওয়্যারটি খুললে বাঁদিকে প‌্যানে উবুন্তুর জন্য তৈরি করা ভার্চুয়াল মেশিনটি দেখা যাবে-
install n run ubuntu in virtual box

২) লক্ষ্য করুন ubuntu 9.10 এর নিচে Powered Off লেখা রয়েছে। উপরের টুলবার বা Machine মেনু থেকে Start কমান্ড দিলে মেশিনটি চলতে শুরু করবে।

৩) ভার্চুয়াল মেশিনটি একটি সত্যিকার পিসির মতই বুট হবে এবং আপনার কাছে সিডি অথবা সিডির ইমেজ লোকেশন জানতে চাইবে। যদি উবুন্তুর সিডি থেকে থাকে তাহলে আপনার পিসির সিডি/ডিভিডি ড্রাইভে সেটি প্রবেশ করিয়ে নেক্সট করুন অথবা ব্রাউজ করে ডাউনলোডকৃত উবুন্তু সিডি ইমেজ (ISO File)টি দেখিয়ে দিন।

৪) সাধারণ পিসিতে যেভাবে ইনস্টল হয় ঠিক সেভাবেই সেটাপ উইজার্ড কাজ করবে এখানে......। সুতরাং দেশে শুনে পড়ে বুঝে একটু একটু করে এগিয়ে যেতে থাকুন। সেটাপ করার সময় ইন্টারনেট কানেকশন থাকলে ভাল কারণ উবুন্তু অনলাইন থেকে নিজের মত আপডেট নিতে পারবে।

সেটাপ উইজার্ড নিয়ে আর বিস্তারিত বলে লেখার সাইজ বড় করলাম না। আশা করি সবাই ঠিকঠাক মত সেটাপ করে ফেলতে সক্ষম হবেন। তথাপিও কোন সমস্যা হলে আরেকটি পর্বে সেটাপ নিয়ে বিস্তারিত লেখা যেতে পারে। উবুন্তু নিয়ে আরো লেখা দেয়ার ইচ্ছে রইলো যেখানে উবুন্তু ব্যবহার সম্পর্কিত সাধারণ বিষয়গুলো আলোচনা করা হবে।

সবাই ভাল থাকুন।

Level 0

আমি ত্রিভুজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের সম্পর্কে লিখতে ভাল লাগে না... তবে সোশ্যাল নেটওয়ার্কিং এর বদৌলতে কারো সম্পর্কে কোন তথ্যই আজকাল চাপা থাকছে না.. সুতরাং.... ব্যক্তিগত ও হাবিজাবি তথ্য জানতে আমার ফেসবুক- http://www.facebook.com/trivuz প্রফেশনাল নেটওয়ার্কিং সাইট লিন্কডইন- http://www.linkedin.com/in/trivuz টুইটার (যদিও খুব একটা ব্যবহার করি না) - http://twitter.com/trivuz এবং আমার ব্যক্তিগত হ-য-ব-র-ল গবেষণাগার- http://trivuz.com এবং e-মেইল...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চমৎকার টিউন ত্রিভূজ ভাই। ধন্যবাদ।
টেকটিউনে আপনাকে স্বাগতম এবং আশা করব আপনি এখন থেকে নিয়মিত আমাদের সাথে থাকবেন।

ত্রিভূজ কে স্বাগতম টেকটিউন্সে!

Level 0

ত্রিভূজ ভাই চমৎকার

চমৎকার টিউন ত্রিভূজ ভাই। ধন্যবাদ।welcome to techtunes

প্রথমেই একটা ধইন্যাপাতা টেকটিউনস পরিবারে যুক্ত হওয়ার জন্য।

ত্রিভূজ ভাই এর আগমন, শুভেছছা সাগতম………

Level 0

উবুন্তু নিয়ে নিয়মিত লিখলে উপকৃত হবো। মডেম সেটআপ, মাল্টিমিডিয়া, অফিস এপ্লিকেশন নিয়ে ধারাবাহিক লেখা চাই। যদিও কিছু কিছু বিষয় ইতিমধ্যে আলোচিত হয়েছে। ১০ বছর থেকে কাজ করছি, তারপরও প্রথম উবুন্তু ইন্সস্টল করতে গিয়ে আমার হার্ডডিস্ক এর ৮০ জিবি ডাটা = “০” কি লজ্জা 🙁
তাই এর প্রতি আগ্রহটা একটু বেশি। ধন্যবাদ আপনার সুন্দর, সাবলিল এবং উপকারী পোস্টের জন্য।

ত্রিভূজ ভাই, আপনার মোবাইল নম্বরটা হারিয়ে ফেলেছি। মেইল করলে বা ফোন করলে উপকৃত হবো। সারভারের বেপারে কিছু আলাপ আছে। টেকটিউনসে লেখার জন্য ধন্যবাদ।

@শাকিল আরেফিন
ব্যস্ততার মাঝে যেটুকু সময় দেয়া সম্ভব দেয়ার চেষ্টা করি, বিভিন্ন সাইটে। টেকটিউনে লেখি লেখি করে লেখা হচ্ছিলো না…

@টিউটো
কে, মাহবুব ভাই? trivuz@জিমেইলে একটা মেইল করে দিন…

@মাইক্রোকাতার
অনেকদিন পর দেখলাম… খবর কী?

@Babu
ইনশাল্লাহ, চেষ্টা করবো। আমি নিজে অবশ্য উইন্ডোজের ভক্ত। টাকা খরচ করে উইন্ডোজ ব্যবহার করলে ওটা আসলেই চমৎকার। উবুন্তু নিয়ে নিয়মিত লেখার ইচ্ছে রইলো।

শাকিল আরেফিন, টিনটিন, শাকিব, মাইক্রোকাতার, সাম্য, Babu এবং টিউটো, আপনাদের সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা।

    Level 0

    ওয়েলকাম ত্রিভুজ। ভাল লাগল আপনার ব্যতিক্রমি উপস্থাপনা।

    অফটপিক: আপনার চোখের শশমা দেখা যাচ্ছে না, ওটার প্রয়োজনীয়তা কি আর বোধ করেন না?

    ধন্যবাদ samehood। চশমা পড়ি তবে চশমা সহকারে ছবি তোলা হয় না তেমন।

আমি চাই [email protected]

ত্রিভূজ ভাইকে টেকটিউনস এ শুভেচ্ছা। আপনার এই সাইটে আরও আগেই আসা দরকার ছিল। তাহলে আমরা আরও আগেই বিনা পরিশ্রমে অনেক কিছু জানতে পারতাম।

“বিল্লুনগরের জানালা দরজার ক্যাঁচক্যাচিতে যারা ইতিমধ্যে বোরিং ফিল করতে শুরু করেছেন তাদের জন্য উবুন্তুপুর আদর্শ যায়গা হতে পারে সন্দেহ নেই। কিন্তু আমার মত যারা টাকা দিয়ে বিল্লুনগরে প্লট কিনেছেন তারা হয়তো উবুন্তুপুরে যেতে ততটা আগ্রহী নন বা যাওয়া উচিত কিনা ভাবছেন। কেউ কেউ আছেন যাদের কাছে উবুন্তুপুরে যাওয়ার ঠিকানা নেই বা কারো সময় নেই। এই সব শ্রেণীর জনগনের জন্য খুব সহজ একটি রাস্তা বাৎলে দেয়ার চেষ্টা করবো আজ। তাহলে চলুন শুরু করি। সম্মানিত ভার্চুয়াল নাগরিকগন, সবাই শক্ত হয়ে বসুন, সীটবেল্ট বেঁধে নিন। আমরা এখন উবুন্তুপুরের দিকে আমাদের যাত্রা শুরু করতে যাচ্ছি।” – এই কথা গুলোর প্রেমে পরে গেলাম।

ত্রিভুজ ভাই আপনার কিছু লেখা আমি Somewhareinblog.com এ পড়তাম।
সম্ভবত একটি গ্রুপ ও করেছিলেন হ্যাকিং শিখার জন্য। কিন্তু কিছুদিন পর তা বন্ধ হয়ে যায়।
তার পর আবার অনেক দিন কোন যোগাযোগ নাই। আশা করি এই বার আর Disconnected হবেন না।

আর হ্যা Techtunes.com.bd তে সকলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম।

@Abdullah Abu Sayed
মেইল চেক করুন।

@মোঃ মাহাবুবুর রহমান মাছুম
নেটে সব কিছুই তো ওয়ান ক্লিক এওয়ে.. পুরানো লেখাগুলো হয়তো এখানেও রাখবো।

@রাজীব
সামইনের কম্পিউটার গ্রুপটি এখনো আছে.. হাজার দু’য়েক সদস্য হয়েছে এখন। ইসলাম গ্রুপটি হ্যাকিং হয়েছিলো যা পরে রিকোভার করা হয়েছে। অনেক ব্যস্ততার কারণে লেখালেখি কমে গিয়েছে ঠিকই তবে ডিসকানেক্টেড ছিলাম না কখনো বা হওয়ার ইচ্ছে নেই। আপনাকেও শুভেচ্ছা।

ধন্যবাদ The Search, Abdullah Abu Sayed, মোঃ মাহাবুবুর রহমান মাছুম, রাজীব।

লেখার স্টাইল দারুন লাগলো!
ধন্যবাদ ত্রিভুজ ভাই…

দারুন টিউন দিছেন।
আমার মত যারা নতুন উবুন্টু ইউজ করতে যাচ্ছে তাদের দারুন কার দিবে।
ধন্যবাদ ভাই।

আমি জুবুন্টু সেটআপ দিছি,,,,,এখন কিভাবে উইন্ডোস সেটআপ দিবো,,,,,,,,উইন্ডো সেটআপ দিতে পারতিছি না,,,,,হেল্প করেন,,,,,,