ফটোশপ !!! – আরে ভাইয়েরা কই যান এইদিকে আসেন

ঈদ মুবারাক !! ঈদ ৭ দিন থাকে আর আজকে দ্বিতীয় দিন ঈদ এর তাই আপনাদের দ্বিতীয় ঈদ মুবারাক এর শুভেচ্ছা । সবাই খাইয়া দাইয়া কেমন মুটা তাজা হইছেন ?? স্বাস্থ্য কমাইতে হইলে দেরি না কইরা ফটোশপ এ কাজ শুরু করেন। আমার তো ভাই খালি কেমনে এই ইমেজ বানামু ওই ইমেজ বানামু এইটা ভাইবাই ওজন ৫ কেজি কইমা গেছে। 😛 যাই হোক আপনারা আমার আগের পোস্ট দেখছেন ???? না দেখলে এইখানে দেখুন 😀

আমার ব্লগ এ এখন মাত্র ৪০ টা টিউটরিয়াল আছে কিন্তু আপনারা সাথে থাকলে চল্লিশ ১৪০ পর্যন্ত গড়াইব ইনশাল্লাহ !! ঈদ উপলক্ষে আমি আপনাদের আমার ৪০ টা টিউটরিয়াল থাইকা ১ টিউটরিয়াল ঈদ এর সালামি হিসাবে দেই। কি বলেন ?? টিউটরিয়াল দেয়ার আগে আপনাদের আবারো বইলা নেই যে ভাই আমি নিজে টিউটরিয়াল লিখি না আমি ইংলিশ টিউটোরিয়ালের বাংলা কইরা দেই। যারা ইংলিশ এর লাইগা ফটোশপে পিছায়া আছেন তাদের লাইগা মেইনলী আমার টিউটরিয়াল গুলা 🙂 আপনাদের লাইগা আমি আমার ৩৯ নাম্বার টিউটোরিয়ালটি দিলাম বাদ বাকি সব টিউটরিয়াল আপনারা এইখানে পাইবেন 🙂  যাই হোক আসেন দেইখা নেন আমার টিউটোরিয়াল লেখার প্রতিভা কেমন 😀

নোট ঃ আমি কিন্তু কোন ফটোশপ expert অথবা professional না ! আমি বিগিনার, ৪ - ৫ মাস হইছে মাত্র শিখা শুরু করেছি !!!!!!!

আজকে আমরা নিচের ইমেজটা বানানোর ট্রায় করবো । আপনারা যারা প্রোগ্রামিং শিখতে আগ্রহী অথবা ওয়েব ডেভেলপিং এ আগ্রহী তারা ফয়সাল আহমেদ রে হয়তো চিনেন না চিনলে এইখানে লিঙ্ক আছে আপনারা ফয়সাল এর ১০০ এর উপরে ভিডিও টিউটরিয়াল পাবেন ওয়েব ডেভেলপিং এবং প্রোগ্রামিং এর উপরে। তো যা বলতে চাইছিলাম যে আমার টিউটরিয়াল দেখে আপনারা চাইলে psd to html করতে পারেন। অনেকেই জিজ্ঞাসা করে এটা তো ইমেজ এটা দিয়ে এখন কি করবো 😛 তাই আপনাদের বললাম আর কি 😛 যে কি করবেন 😛

স্টেপ ১ -

নতুন একটি ফাইল ওপেন করুন 900 x 300px এর এবং resolution 300dpi দিন। এখন gradient tool সিলেক্ট করুন। উপরের অপশন থেকে আপনার gradient color এর উপরে ক্লিক করুন। তারপর gradient এর কালার change করুন #434343 – #000000 এবং redial gradient সিলেক্ট করুন। এখন আপনার ক্যানভাস এর বামের দিকে ক্লিক করে আপনার cursor ডানে ড্রাগ করুন।

স্টেপ ২ -

এখন আমরা বর্গাকৃতির একটি শেপ তৈরি করব । শেপ তৈরি করতে round rectangle tool নামের টুলটি সিলেক্ট করুন। তারপর perfect একটা শেপ পেতে কীবোর্ড এ shift চেপে ধরে আপনার ইচ্ছা মতো যেকোনো সাইজ এর একটি বর্গ আঁকুন।  মনে রাখবেন আপনার radius যেন ১০ থাকে।

 

স্টেপ ৩ -

এখন আপনার শেপ টিতে কিছু লেয়ার স্টাইল দিন। নিচের ছবিতে দেখে নিন কোন কোন লেয়ার স্টাইল দিতে হবে।

  • Outer Glow (ff0000) – লাল রঙের জায়গাটির উপরে ক্লিক করে ff0000 নাম্বার লিখলেই লাল কালারটি চলে আসবে।

  • Gradient Overlay (000000) – (393939)

এখন দেখুন আপনার ছবি নিচের ছবির মতো হয়েছে কিনা।

স্টেপ ৪ -

এখন আপনার লেয়ার এর thumbnail এ একবার ক্লিক করুন দেখবেন যে আপনার শেপটি সিলেক্ট হইছে। শেপ সিলেক্ট করা হয়ে গেলে Elliptical Marquee Tool সিলেক্ট করুন। তারপর উপরে অপশন বার এ “ Intersect with selection ” বাটনটিতে ক্লিক করুন। তারপর আপনার ইচ্ছা মতো round একটি সেপ আঁকুন যতক্ষণ না পর্যন্ত নিচের ছবির মতো একটি সেপ তৈরি করতে পারেন।

 

স্টেপ ৫ -

এখন নতুন একটি লেয়ার ওপেন করুন। তারপর আপনার সিলেকশন করা অংশ টিতে সাদা রঙ দিন। এখন opacity কমিয়ে ৫% দিন।

স্টেপ ৬ -

আপনার বাটনটি বানানোর জন্য যতগুলি লেয়ার ব্যাবহার করেছেন সব গুলা লেয়ার কে এখন একটি গ্রুপ এর ভিতরে ঢুকান। তারপর ctrl+J ক্লিক করে একটি কপি তৈরি করুন। এখন আপনার কপি করা লেয়ার এর outer glow তে ডাবল ক্লিক করুন তারপর লাল রঙটির উপরে ক্লিক করে আপনার কালার #00c0ff দিন।

স্টেপ ৭ -

এখন আপনার বাটনটিকে যেখানে ইচ্ছা সেখানে প্লেস করুন। অথবা চাইলে নিচের ছবি অনুযায়ী প্লেস করতে পারেন।

স্টেপ ৮ -

এরকম আরও কয়েকটা কপি তৈরি করে আপনার বাটন গুলা কে নিজের ইচ্ছা মতো প্লেস করুন মুভ টুল এর সাহায্যে।

স্টেপ ৯ -

তারপর নিজের চাহিদা অনুযায়ী টেক্সট টুল ব্যাবহার করে টেক্সট বসান। এখানে ‘Arial Black’ ব্যাবহার করা হয়েছে।

আমি নিজে একটা বানালাম দেখুন তো কেমন হয়েছে :D

আপনারা যদি আমার টেক্সট ব্যাবহার করতে চান তাহলে টেক্সট এর নাম হচ্ছে – Mongolian Baiti

আর যে floral ব্রাশ করেছি তার লিঙ্ক উপরে ডাউনলোড সোর্স (BDGeeKS) এ পাবেন। ওই খান থেকে ডাউনলোড করার পরে যেকোনো একটি ব্রাশ ব্যাবহার করতে পারেন প্রথমে সাদা রঙ দিয়ে ব্রাশ করবেন, পরে opacity কমিয়ে ৯% এ নিয়ে আসবেন অথবা আপনারা চাইলে কম অথবা বেশি ও করতে পারেন।

এবং এরই মধ্যে দিয়ে আমারে অসাম ব্লু glow effect এর টিউটরিয়াল বানানো শেষ হয়ে গেল। অনেক সহজ এবং কম সময়ের একটি টিউটরিয়াল 🙂 আপনারা চাইলে আমাদের গ্রুপ এ join করতে পারেন কারন আমি প্রায়ই কখন কোন টিউটরিয়াল লেখতেছি কখন কোনটা পাবলিশ করা হয়েছে তা বলি তাই পেজ অথবা গ্রুপ এ join করলে নিয়মিত update পাইবেন 🙂 আপনারা সময় নিয়া আমার টিউটরিয়ালটি দেখার লাইগা অথবা পড়ার লাইগা অনেক ধন্যবাদ 🙂 🙂 🙂

Level 0

আমি Princess Iraa। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ, অত্যন্ত আকর্ষনীয় উপস্থাপনার জন্য। বাটনের জন্য resolution 300dpi মনে হয় বেশী হয়েছে। আশাকরি আপনার
মতামত জানাবেন ।

    @রেজুয়ান আহমদ: হ্যাঁ ভাইয়া আমার কাছে ও বেশি মনে হয়েছে 🙁 কিন্তু মেইন টিউটোরিয়ালে ৩০০ দেয়া তাই ভাবলাম আমি ও ৩০০ দেই কিন্তু আমার ইমেজ ৭২ এ বানানো ! ধন্যবাদ আপনার কমেন্ট এর লাইগা 🙂

Level 0

অনেক সুন্দর হয়েছে

@mask007: ধন্যবাদ 🙂 আপনার সাইট ও অনেক সুন্দর হয়েছে 🙂

অসংখ্য ধন্যবাদ , আপনার টিউটোরিয়ালগুলো দেখলাম, খুব গুছিয়ে লেখা । ভালো লেগেছে … 🙂

    @সালমান ভাই: ধন্যবাদ ভায়া 🙂

      @Princess Iraa: আচ্ছা আপনি কি CS 6 extended ব্যবহার করেন ? Extended গুলোর সাইজ ১.৫ জিবির মতো , আমার কাছে CS 8 western version একটা আছে কিন্তু Extended না , আরেকটা আছে CS 5 Extended । একটু জানাবেন কারন Version same হলে টিউটোরিয়াল Follow করতে সুবিধা …

ভালো লাগছে দেখে,আচ্ছা আপনি কি ইঙ্কস্কেপ ব্যবহার করেছেন?করলে ওটা দিয়ে এমন করার উপর কোন বাংলা টিউটরিয়াল কি আমাদের উপহার দেবেন?

    @Ochena Balok: ইঙ্কস্কেপ কি জিনিস ভায়া নাম শুনি নাই আগে কখনো :O :O :O

ভালো হয়ছে। এগিয়ে যান।

আমার ফটোশপ এ কি যে হইসে বুঝি না । ব্রাশ এ রঙ select করা যায় না । কেউ help করলে খুব খুশি হব ।

আমার ফটোশপ এ কি যে হইসে বুঝি না । ব্রাশ এ রঙ select করা যায় না । মানে নিজের পছন্দ মত colour দিতে পারি না । কেউ help করলে খুব খুশি হব ।

Level 0

বাহ ভালোই তো লাগলো 😀

হুম। মারভেলাস! খুবই চমৎকার হয়েছে ইরা! তবে নিয়ন ইফেক্ট ব্যবহার যেহেতু করেছো হালকা সবুজ কালারের একটা দিলে বেশ সুন্দর হত!

এইটা করার লাইগা তো আপনারা আছেন ভাই 🙂 নিজে দিয়া দেখেন কেমন দেখায় 😀

Level 0

ভালো

মার মার কাট কাট উপস্থাপনা ভালই লাগল

thanks

I am a Graphics Designer, amar kase simple bishoy :p

চমৎকার!