একেবারে নুতুন দের জন্য যারা কম্পিউটার এবং ইন্টারনেট এ নুতুন……….

আজ আমি Data Entry and Web research  এর tutorialলিখতে শুরু করলাম এর tutorial। যারা কম্পিউটার বা ইন্টারনেট একেবারে নুতুন শুধু তাদের জন্য।

GOOGLE  কি?
Google হল সার্চ ইঞ্জিন।কোন কিছু খোঁজার জন্য কোন কী ওয়ার্ড ব্যবহার এর মাধ্যমে যে কোন খোঁজাই সার্চ ইঞ্জিন এর কাজ।
সার্চ ইঞ্জিন এর মাধ্যমে কিভাবে খোঁজতে হই নিচে ছবির মাধ্যমে দেখানো হলঃ

সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে?
সার্চ ইঞ্জিন দুই টা প্রধান উপাদানঃ

1.crawler (aka spider,robot or bot)
2.Algorithm(aka ranking formula)

সার্চ ইঞ্জিন crawler কাজ করে ঃ
Follow Links---------Gather Info--------------Add to Database.
Find-----------------Read-------------------Index.
তার মানে কোন ডাটা আমাদের ওয়েবসাইট দেওয়া হলে সেটা সার্চ ইঞ্জিন খোঁজে এবং তা পড়ে তারপর এই ভাবে তাদের সার্ভার এ সংরক্ষিত রাখে। এবং আমরা যখন সার্চ ইঞ্জিন এ কোন কি ওয়ার্ড দিয়ে সার্চ দিই তখন অই সার্চ ইঞ্জিন এর database অই কি ওয়ার্ড related যে সব ওয়েবসাইট তথ্য সংরক্ষিত থাকে তা আমাদের সামনে তুলে ধরে।
Algorithm ঃ The Complicated Math For Determining Relevancy.

Determining Relevancy= 100 of Factors
তার মানে কোন কিছু সার্চ ইঞ্জিন খোঁজার জন্য আমরা সার্চ দিলে আমরা অই related তথ্য খোঁজে পাই এই Algorithm এর মাধ্যমে। যেখানে Algorithm  নির্ণয় এর জন্য অনেক Factors আসে।

যাহোক সার্চ ইঞ্জিন কাজ এই ভাভে করে।

এবার আসা যাক Page Rank এর বিষয়ে। Page Rank কি?
Page Rank হল গুগল প্রত্যেক তা ওয়েবসাইট কে ১ থেকে ১০ এর মধ্যে রাঙ্কিং করে।

পেজ রাঙ্ক সাধারণত কাজে লাগবে যদি কোন Buyer বলে তাকে এমন কিছু ওয়েবসাইট/তথ্য  খোঁজে দিতে হবে যাদের Page Rank/Pr 3+।
সাধারণত Data Entry or Web research worker এর জন্য Page Rank টা কিভাবে পাওয়া যাই বা খোজা যাই টা বের করতে পারলেই হল। টা ছাড়া এটি SEO worker দের জন্য। যা হোক এখন নিচের ছবি গুলার মাদ্দমে দেখুন Page Rank কিভাবে বের করবেন।

টার জন্য যেটা লাগবে সেটা হল একটি Plugin. তার নাম হল SEO QUAKE.  এখন ছবি গুলা অনুসরন কুরুন।

১.
Google এ SEO Quake লিখে গুগ্লে সার্চ বাটন এ ক্লিক কুরুন।

2.

3.

4.

5.

6.

এই বার আসি Buyer আমাদের কে বলতে পারে যে এমন কিছু ব্লগ সাইট বা ফোরাম সাইট খোঁজে দিতে যার পেজ রাঙ্ক ৩+ এবং আলেক্সা রাঙ্ক ২০০০০ এর নিচে।
এই বার আসি ব্লগ সাইট কি?
যে সব সাইট এ সাধারণত ব্লগ বা আর্টিকেল লেখা হই। এটা ব্লগ সাইট মানে শুধুই ব্লগ লেখার জন্য একটা সাইট হতে পারে। যেমনঃ http://googleblog.blogspot.com/
http://www.ezinearticles.com/

অন্য কোন সাইট হতে পারে যেটা মাঝে মাঝে ব্লগ লিখা হয়ে থাকে।
ফোরাম সাইট কি?
ফোরাম সাইট টা হল একটি আলোচনার সাইট। যেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ থাকে। আর সাধারণত এই সব সাইট কোন আলোচনা পোস্ট করলে moderator দ্বারা approved হওয়ার পড়ে visible হবে।

নিচের ছবি গুলা দিখেন তাহলে বুযবেন ফোরাম সাইট গুলা কেমন হইঃ
১.

২.
এবার আসি PR এবং  Alexa Rank কি ভাবে বের করবেন। এই ছবি টা দেখেন তাহলে PR এবং  Alexa Rank কিভাবে বের করতে হই টা দেখতে পারবেন। টার আগে অবশ্যই SEO QUAKE setup করে নিবেন উপরের পথ অনুশরুন করে।

এখন আশা করি বুযতে পারছেন কোণটা গুগল PR এবং কোণটা Alexa Rank।

ধরেন Buyer বলল যে “Dog Food” related ১০০ টা  ব্লগ সাইট খুঁজে বের করতে বলা হল যার পেজ রেঙ্ক ৩+ এবং আলেক্সা রেঙ্ক ২০০০০ আর নিচে।
তাহলে এখন অন্তত PR এবং Alexa Rank বের করতে পারবেন।

যদি আপনাদের পছদ হই তাহলে এটা ধারাবাহিক ভাবে লেখার চেষ্টা করব। ভুল হলে ক্ষমা করবেন।

Level 0

আমি শোভন ক্রিয়েটিভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই খুব ভালো হচ্ছে লিখে যান
Buyer বলল যে “Educational” related ১০০ টা ব্লগ সাইট খুঁজে বের করতে বলা হল যার পেজ রেঙ্ক ৩+ এবং আলেক্সা রেঙ্ক ২০০০০ চায় তাহলে কিভাবে খুজে পাবো বলবেন কি?

ভাই আপনাকে ধন্যবাদ আমি এটা অনেকদিন ধরে খুজিছলাম ।
ভাই আমার একটা china nokia model M24 এর PHONE LOCK হয়ে গেছে আপনি যদি খুলার PASSWORD জানেন দয়া করে বলবেন ।

Level 0

ভাইয়া ধন্যবাদ আপনাকে। নুতনদের জন্য সুন্দর একটা গাইড লাইন দিলেন।
http://www.knowpar.com

Level 0

tankz

ভাইয়া seoquake তো ফায়ারফক্স এর আর আপডেট দেইনা তো alternative way আছে নাকি? আর topics আর নাম দিলেন “একেবারে নুতুন দের জন্য যারা কম্পিউটার এবং ইন্টারনেট এ নুতুন” আর শেখাইলেন SEO………..মজা পাইলাম 😉

Level 0

কাজের টিউন পরবর্তির জন্য অপেক্ষা

Level 0

ভালো খুব ভালো । এগিয়ে যান। সাথে আছি।