টরেন্ট ফাইল নিয়ে একটা সিরিজ টিউন করার ইচ্ছা ছিল।কিন্তু টেকটিউনস এ সার্চ দিয়ে দেখলাম টরেন্ট ফাইল নিয়ে প্রায় পোস্টমটর্ম করা শেষ।টিউন রিপিট করলে কপালে দূগর্তি আছে।তাই এই চিন্তা বাদ।তবে আমি টরেন্ট হতে কিছু ডাউনলোড করলে প্রথমে সফট্ডওয়্যার দিয়ে ডেস্কটপ হতে সার্চ করি তাই ভাবলাম এইটাই শেয়ার করি।মনের ইচ্ছাটা কিছুটা হলেও পূরণ করি।এবার আসি মেইল স্টরিতে.......................টরেন্ট কি জানতে এই টিউনটি দেখুন।
আমাদের মধ্যে অনেকেই আছে টরেন্টখোর।আমার অনেক বন্ধু আছে যারা দেখি সারাদিন ল্যাপটপে টরেন্ট হতে মুভি ডাউনলোড করে।আর টরেন্ট ফাইল খুজতে অনেকগুলো সাইটে টু মারতে হয় ।তবে গুগল সার্চ দিয়েও খুব সহজেই টরেন্ট ফাইল খোজা যায়।তবে এইভাবে টরেন্ট খুজতে অনেক টাইম লাগে আর এতে বুঝা যায় না যে কোন টরেন্ট ফাইল এর কোয়ালিটি কেমন হবে ।আর এইসব সমস্যার সমাধানেই TorrentFetcher সফটওয়্যারটি।
TorrentFetcher দিয়ে আপনি আপনার ডেস্কটপ হতে সরাসরি টরেন্ট ফাইল সার্চ করতে পারবেন।এবঙ কোন ফাইলের কোয়ালিটি কেমন তা সহজেই বুঝতে পারবেন।
>>TorrentFetcher দিয়ে আপনি Multi torrent site এ সার্চ করতে পারবেন।
>>আপনার সার্চ করা ফাইলগুলো কোয়ালিটি অনুসারে তিনটি রংয়ে দেখা যাবে।একদম উপরের গুলো সবচেয়ে ভাল মধ্যের সাদা রংয়ের গুলো মোটামুটি এবং একদম নিচের লাল রংয়ের গুলো খারাপ কোয়ালিটির।
>>আপনার পছন্দের টরেন্টে ক্লিক করলেই তা সরাসরি টরেন্ট কায়েন্ট এ ডাউনলোড শুরু হয়ে যাবে।
>>সফটওয়্যারটি সম্পূর্ন ফ্রী।
Download TorrentFetcher Here।আর কোন সমস্যা হলে জানাবেন।
আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com
মামুন ভাই ভালই হইসে টিউনটা । যারা টরেন্ট ফাইল ডাউনলোড করে তাদের আর সার্চ ইন্জিনে যেতে হবে না ।