ডাটা নিরাপদ রেখে পার্টিশান রিসাইজ করুন

ধরুন –“আপনার একটি হার্ডডিস্ক আছে যারা সাইজ 80GB বা তার অধিক এই সাইজ দিয়ে নিঃসন্দেহে একাধিক ড্রাইভ তৈরি করা যায় কিন্তু আপনার হার্ডডিস্কে ড্রাইভ আছে মাত্র একটি সেটাতেই OS (Operating System), সেটাতেই আপনার সব ডাটা এখন কোন সময় যদি আপনার OS ক্রাশকরে বা নতুনভাবে OS ইনস্টল করার প্রয়োজন হয় তাহলে আপনার ডাটাগুলো Back Up নেয়ার সুযোগ না থাকার কারণে নিশ্চয় হারাতে হবে তাছাড়া আলাদা কোন ড্রাইভ নেই বলে আপনার মিউজিক, ভিডিও, সফটওয়ার, ডকুমেন্ট, ইমেজ ইত্যাদি ডাটাগুলো একই ড্রাইভে রাখতে হচ্ছে যদি হার্ডডিস্কে একাধিক ড্রাইভ থাকে তাহলে আপনার জন্য সুবিধা হয় এতে আপনার ডাটাগুলো যেমনি ভাগ করে আলাদা আলাদা ড্রাইভে রাখতে পারবেন তেমনি তা OS ক্রাশকরলে বা নতুনভাবে OS ইনস্টল করলে হারানোর ভয় থাকবে না

এখন আপনার প্রশ্ন হতে পারে-C ড্রাইভের OS অক্ষত রেখে, ডাটাগুলো সুরক্ষিত রেখে C ড্রাইভকে ভেঙ্গে আরো কয়েকটি ড্রাইভ করা যাবে কিনা হ্যাঁ এই কাজটি খুব সুন্দরভাবে করা যায়Partition Wizard Mini Tool নামের একটি ফ্রী সফটওয়ার দিয়ে কাজটি সঠিকভাবে, মনের মত করে, খুব দ্রুত সময়ে করা যায় আমি আজকে একটি ড্রাইভ “C” ভেঙ্গে তিনটি ড্রাইভ করে দেখাবো
কিভাবে পার্টিশান রিসাইজ করতে হয়ঃ
প্রথমে Partition Wizard Mini Tool ডাউনলোড করে রান করুন কিভাবে ডাউনলোড আর রান করতে হয় তার জন্য আমার Partition WizardDownload & Runপোস্টটি দেখতে পারেনএর পর নিচের টিউটোরিয়াল অনুসরণ করুনপোস্টটি ভালভাবে বুঝার জন্য খুব অল্প সময়ে হার্ডডিস্ক পার্টিশান করুন পোস্টটি দেখুন
রান হওয়ার পর আমার হার্ডডিস্কের অবস্থা দেখুন নিচের চিত্রেআমার একটি হার্ডডিস্ক (সবুজ চিহ্নিত), হার্ডডিস্কের Windows নামের C ড্রাইভ (কালো চিহ্নিত), ড্রাইভটির পুরো সাইজ বা Capacity15.99GB (লাল চিহ্নিত), ব্যবহৃত জায়গা বা Used Space2.61GB (লাল চিহ্নিত), অব্যবহৃত জায়গা বা Un-used Space13.38GB দেখাচ্ছে
এখন আমরা Cড্রাইভেকে রিসাইজ করবো উপরে ১ নং চিত্রে দেখা যাচ্ছে আমাদের Cড্রাইভের ব্যবহৃত সাইজ বা Used Space হলো 2.61GB খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় মনে রাখতে হবে যে -আমরা কোন ড্রাইভকে যখন রিসাইজ করতে যাবো তখন এর সাইজটি দ্বিগুণ রাখবো সুতরাং আমাদের Cড্রাইভেকে রিসাইজ করা হলে এর সাইজ রাখতে হবে কমপক্ষে 2.61GBx2=5.22GBবা 6GB এর কাছাকাছি এর চেয়ে কমাতে চায়লে ঐ ড্রাইভে রক্ষিত ডাটা হারানোর সম্ভাবনা আছে
Cড্রাইভেকে রিসাইজ করার জন্য ড্রাইভটি সিলেক্ট করুন (লাল চিহ্নিত) তারপর Move/Resize বাটনে (সবুজ চিহ্নিত) ক্লিক করুন
Cড্রাইভেকে রিসাইজ করার জন্য উইন্ডো চলে এসেছে এখানে Cড্রাইভের কতটুকু জায়গায় ডাটা রক্ষিত আছে তা হলুদ রঙে দেখাচ্ছে (লাল চিহ্নিত)
আমি Cড্রাইভেকে রিসাইজ করে 6.03GB করলামরিসাইজ করার পর OK দিন
আমাদের আগের Windows নামের C ড্রাইভ রয়েগেছে (সবুজ চিহ্নিত), এবং Unallocated (কালো চিহ্নিত) হিসেবে বাকি সাইজ 10GB এর কাছাকাছি রয়েগেছেUnallocated মানে আরো ড্রাইভ তৈরি করার জন্য হার্ডডিস্কের খালি জায়গা এখন আমরা বাকি সাইজ দিয়ে আরো দুটো ড্রাইভ করবো
নতুন ড্রাইভ তৈরি করার জন্য UnallocatedSpace (কালো চিহ্নিত) সিলেক্ট করে Create বাটনে (কালো চিহ্নিত) ক্লিক করুন
নিচের মত UnallocatedSpace এর সাইজ (কালো চিহ্নিত) নিয়ে উইন্ডো আসবেএখানে আমার নতুন ড্রাইভ তৈরির জন্য সাইজ সহ বিস্তারিত তথ্য দিতে হবে
এখানে আমি Partition Label= Media (নতুন ড্রাইভের নাম), Partition Type= Logical, File System= NTFS, Drive Size= 5 GB দিয়েছি তারপর OK দিন
নিচের চিত্রের মত আসবে আমার নতুন ড্রাইভ D (Media) (কালো চিহ্নিত) তৈরি হয়েগেছে বাকি জায়গা 4.98 GB Unallocated (সবুজ চিহ্নিত) হিসেবে রয়েগেছে
১০ বাকি 4.98 GBUnallocated জায়গা নিয়ে আরেকটি ড্রাইভ তৈরি করবো এ জন্য UnallocatedSpace (কালো চিহ্নিত) সিলেক্ট করে Create বাটনে (কালো চিহ্নিত) ক্লিক করুন
১১নিচের চিত্রের মত আসবেএখানে আমি Partition Label= Image (নতুন ড্রাইভের নাম), Partition Type= Logical, File System= FAT32, Drive Size= 4.98 GB দিয়েছি তারপর OK দিন
১২ এখন আমি হার্ডডিস্ক সিলেক্ট করলাম (কালো চিহ্নিত)এর ফলে আমার এতক্ষণ করা কতগুলো কাজ Pending রয়েগেছে তা দেখাচ্ছে (সবুজ চিহ্নিত)Pending কাজগুলো কার্যকর না করা পর্যন্ত আমরা কোন ফলাফল পাব না।
১৩Pending কাজগুলো কার্যকর করার জন্য Apply বাটনে (কালো চিহ্নিত) ক্লিক করতে হবে আমি ক্লিক করলাম
১৪। Apply দেয়ার পর সতর্ক মেসেজ আসবে যেন কাজ চলাবস্থায় আপনার পিসি বন্ধ না হয়।Yes দিন।
নিচের মত প্রসেসিং শুরু হবে। প্রসেসিং শেষনাহওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
কাজ শেষ হলে Successful মেসেজ আসবে। OK দিন।
১৫ এখন দেখুন আমার পিসি খুব সুন্দরভাবে বুট হচ্ছে কোন সমস্যা ছাড়া অর্থাৎ আমার অপারেটিং সিস্টেম সহ অন্যান্য ফাইলগুলো অক্ষত আছে
আমার উইন্ডোজ বুট হচ্ছে
আমার উইন্ডোজ বুট হচ্ছে
আমার উইন্ডোজ লগ অনের জন্য প্রস্তুত
আমার উইন্ডোজ লগ অনের জন্য প্রস্তুত
C ড্রাইভ রিসাইজ করার পর সবগুলো ড্রাইভ সহ My Computer
C ড্রাইভ রিসাইজ করার পর সবগুলো ড্রাইভ সহ My Computer
Partition Wizard Mini Tool দিয়ে এইভাবে যেকোন ড্রাইভকে রিসাইজ করা কোন ব্যাপার নয়

Level 2

আমি Kamrul Cox। , Chittagong। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 645 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

অসহায়দের সাহায্যে এগিয়ে আসুন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার “C” তে ২৯১ জিবি খালি যায়গা। অনেক দিন ধরে যায়গা টা আলাদা করবো বলে ভাবছি, ধন্যবাদ আপনাকে…
কিন্তু আবারও একটু অভয় দেন, তারপর কাজ শুরু করবো…

    Level 2

    @Ahmed Bin Musa: অভয় দেয়ার জন্যই শেষের ইমেজগুলো দিলাম যা আমার উইন্ডোজ বুট হচ্ছে তার প্রমাণ। আপনিও নিশ্চিন্তে করতে পারেন। আমি বেশ কয়েকটা পিসিতে কাজগুলো করেছি কোন সমস্যা হয় নি।

vai akta preactive IDM er link dawa jabe, onek khuzlam sob ban hoya gase

Kamrul vai, apnar kach theke ro shikhte chai, jante chai… 01722285860 numbare 1minute call diyen please or misscall

    Level 2

    @Himaloy Roy: ro মানে বুঝলাম না ভাই। যদিও আমি আপনাদের থেকে খুব বেশি কিছু জানি না। তারপরও জানা থাকলে আপত্তি নেই।

Level 0

eta windows diyei kora jay …

vi thanks vi apnake.ami aj koto din dhore ei problem e vogselam.akon solioshon pailam apnar kaj theke tnx vi apnake

ভাই আমি পকেট হার্ডডিক্স ফরমেট করে দিয়েছি ভুলে কি করব?

ভাই আমার C drive= 19.5GB, D drive= 42.7, E drive= 44.00 & F drive = 42.7…… এখন আমি চাই C drive এর সাথে যেকোন একটা drive যোগ করতে … মানে C+D= 63.2GB করতে চাই …… কিন্তু আমি আমার drive গুলোর কিছুই delete করতে চাই না…… কিন্তু D drive এর file গুলো move করে অন্ন্য drive এ নিয়া যেতে পারব…… কেউ যদি সমাধান জেনে থাকেন তাহলে জানাবেন plz……..

    Level 2

    @ocenapakhiuk: আপনাকে ড্রাইভগুলো Merge করতে হবে। আমার দেয়া সফটওয়ারটিতে ফিচারটি আছে তবে প্রফেশনাল ভার্সনে। আপনি নিচের সফটওযারটি দেখতে পারেন। ব্যবহারটা প্রায় একই রকম। ট্রাই করে দেখুন।
    http://www.partition-tool.com/easeus-partition-manager/merge-partition.htm

Level 0

Kamrul Cox ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।

ভাই আমি এই টা দিয়ে পাটিসন দেওয়ার পর যদি কোন দিন পিসি সেটাপ দেই তাহলে কি পাটিসন গুলা আবার আগের মত
হয়ে জাবেনাত?

    Level 2

    @searching_boy: না। বর্তমানে যেরকম আছে সেই রকমই থাকবে যদি পিসি সেটাপ দেয়ার সময় আপনি পার্টিশানগুলোকে রিসাইজ, ডিলিট বা কোন কিছু না করেন।

অনেক সুন্দর আর কাজের টিউন।

ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ আপনাকে।