মাত্র কয়েক মিনিটে একটি নতুন হার্ডডিস্কে পার্টিশান তৈরি করুন

আপনাকে নতুন একটি হার্ডডিস্ক দেয়া হলো খুব অল্প সময়ে পার্টিশান তৈরি করার জন্য। আপনার কতক্ষণ লাগবে? নিশ্চয় অনেক বেশি। কারণ ওটাকে পার্টিশান করতে হলে নতুনভাবে OS (Operating System)/উইন্ডোজ দিতে হবে। তারপর পার্টিশান করার স্টেপ এলে পার্টিশানি করবনে। তাই না? এটি হলো পুরাতন পদ্ধতি। খুব অল্প সময়ে হার্ডডিস্ক পার্টিশান করার জন্য প্রয়োজন হবে যেকোন Third Party Partition টুল। আমি আজকে সে রকম একটি টুল নিয়ে পার্টিশান তৈরি করা দেখাবো যেটাত খুব অল্প সময়ে সম্পূর্ন নতুন একটি হার্ডডিস্ক পার্টিশান করা যাবে। আর টুলটির নাম হলো Partition Wizard Home Edittion। এটি একটি ফ্রি টুল যা দিয়ে হার্ডডিস্কের অসংখ্য কাজ করা যায়।

ডাউনলোড এবং সিডি বুট করুনঃ

প্রথমে Partition Wizard Mini Tool ডাউনলোড করে রান করুন কিভাবে ডাউনলোড আর বুটেবল সিডি রান করতে হয় তার জন্য আমার Partition WizardDownload & Run পোস্টটি দেখতে পারেনএর পর নিচের টিউটোরিয়াল অনুসরণ করুন
আমার টিউটোরিয়ালে আমি হিরেনস বুট সিডির ১৫.১ ভার্সন ব্যবহার করেছি।
১ম ড্রাইভ (Primary ড্রাইভ) তৈরিঃ
নতুন ড্রাইভ তৈরি করার জন্য আপনাকে Create অপশনটি ব্যবহার করতে হবে। এ অপশনটি উপরে টুলবারে, রাইট ক্লিক মেন্যূতে এবং বামে মেন্যূ অপশনেও আছে। যে কোন একটি থেকে আপনাকে Create অপশনটি ব্যবহার করতে পারেন। আমরা তিনটাই দেখবো এখানে।
১। Partition Wizard Home Edittion রান করার পর নিচের মত হোম পেজ আসবে। এখানে আপনার পিসিতে কয়টা হার্ডডিস্ক আছে তার সাইজ কত, ড্রাইভ তৈরি করা থাকলে ড্রাইভ সহ বিস্তারিত বর্ণনা থাকবে।
উপরের চিত্রে দেখাচ্ছে- আমাদের একটাই হার্ডডিস্ক, Disk 1 এবং কোন ড্রাইভ নেই। পুরো হার্ডডিস্কের সাইজ 39.58 GB দেখাচ্ছে।
২। হার্ডডিস্কের সাইজের উপর ক্লিক করুন। ওটা সিলেক্ট হবে। তারপর উপরে টুলবাবে Create অপশনটিতে ক্লিক করুন।
৩। Create অপশনটিতে ক্লিক করার পর নিচের মত চিত্র আসবে। ছবিটি দেখুন আর নিচের বর্ণনা পড়ুন।
[১. এটি হলো Partition Label। এখানে যে নাম দেয়া হবে সেটা ড্রাইভের নাম হিসেবে শো করবে। তাই নিজের পছন্দমত নাম দিতে পারেন এখানে। আমি Windows দিয়েছি কারণ এটি আমার অপারেটিং সিস্টে ড্রাইভ।
২. আপনার পার্টিশানটি কোন টাইপের হবে তা সিলেক্ট করে দিতে হবে এখানে। আমি Primary সিলেক্ট করেছি। Primary মানে হলো এখানে Operating System ইনস্টল করা হবে। Primary সিলেক্ট করা না হলে Operating System ইনস্টল করা যাবে না। পুরো হার্ডডিস্ক আবার নতুনভাবে Partition করতে হবে। একটি হার্ডডিস্কে সাধারণত চারটি Primary ড্রাইভ থাকতে পারে। তবে আমরা একটাই Primary ড্রাইভ তৈরি করি। কিন্তু যদি আপনি Dual Boot অর্থাৎ আপনার হার্ডডিস্কে একসাথে দুটো Operating System ইনস্টল করার পরিকল্পনার করেন তাহলে আপনাকে দুটো Primary ড্রাইভ তৈরি করতে হবে। অর্থাৎ একসাথে যতটা Operating System ইনস্টল করবেন ততটা Primary ড্রাইভ তৈরি করতে হবে।
৩। এটি হলো File system। আপনি কোন ধরনের File system ড্রাইভটিতে ব্যবহার করবেন এখানে তা সিলেক্ট করে দিতে হবে। আমি NTFS দিলাম।
৪। এখানে ড্রাইভ লেটার হবে। তবে এখানে আপনাকে কিছু করতে হবে না। বরং এটি অটোমেটিক হয়ে যাবে। তাই এখানে কিছু না করে এড়িয়ে যান।
৫। আপনি ড্রাইভটিকে কত সাইজ দিবেন তা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আমার গোলাকৃত সিলেক্টেড চিহ্নটি ডানে -বামে ড্রাগ করে ড্রাইভের সাইজ কমানো -বাড়ানো যাবে। তাছাড়া সাইজটাও আপনি ঘরের ভিতর দেখতে পাবেন GB তে। সুতরাং আপনি ভিতরে GB তে সাইজ দেখে ড্রাগ করে পছন্দমত ড্রাইভের সাইজ ঠিক করে নিতে পারেন।
৬। উপরের ৫ নং অপশনটিতে ড্রাইভের সাইজ ঠিক না করতে চায়লে এটির মাধ্যমেও করতে পারেন। ৫,৬ দুইটি অপশনই ড্রাইভের সাইজ ঠিক করার জন্য। ৬ নং এ আপনি কী-বোর্ড থেকে সাইজ লিখে দিতে পারেন। তাছাড়া সামান্য কমানো-বাড়ানোর জন্য উপরে-নিচে বাটনগুলো ব্যবহার করতে পারেন।
১ থেকে ৬ নং পর্যন্ত কাজগুলো করার পর আবার একটু চেক করে দেখুন সব ঠিক আছে কিনা। তারপর OK দিন।]
৪। উপরের ৩ নং স্টেপ শেষ করার পর নিচের মত চিত্র আসবে যেখানে আপনার তৈরি করা ড্রাইভটি দেখাচ্ছে সাথে হার্ডডিস্কের বাকি সাইজটাও দেখাচ্ছে।
উপরের চিত্রে আরো লক্ষ করে দেখুন-উপরের টুলবারে একদম বামপাশেApply বাটনটা হাইলাইট করা আছে। এর মানে আমাদের কাজ Pending আছে। আপনি কোন কাজ করার পর যতক্ষণ Apply না দিবেন ততক্ষণ কাজটি কার্যকর হবে না। ওখানে Undo/Discard এর মাধ্যমে তা বাতিলও করতে পারেন। কিন্তু আমরা যেহেতু আমাদের কাজটি করেছি তাই এখানে Apply দেবো যাতে আমাদের করা কাজটি Pending না থাকে।
৫। Apply দেয়ার পর সতর্ক মেসেজ আসবে যেন কাজ চলাবস্থায় আপনার পিসি বন্ধ না হয়। Yes দিন।
নিচের মত প্রসেসিং শুরু হবে। প্রসেসিং শেষ  না  হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
কাজ শেষ হলে Successful মেসেজ আসবে। OK দিন।
আমাদের প্রথম ড্রাইভ Primary Partition তৈরি করা শেষ। নিচে দেখুন আমাদের Windows নামের C ড্রাইভটি তৈরি হয়েগেছে। আর উপরের টুলবারে দেখুন Apply বাটনটা আর হাইলাইট/এনাবল করা নেই।
এভাবে আপনি যতটা Primary Partition তৈরি করবেন প্রতিবারই ৩,৪,৫ নং নিয়ম অনুসরণ করুন এবং Apply দিয়ে Pending কাজগুলো শেষ করুন।
২য় ড্রাইভ (Logical Drive) তৈরি করাঃ
আমরা এবার Logical Drive তৈরি করবো। যে ড্রাইভে কোন Operating System ইনস্টল করা যাবে না সেটি হল Logical Drive। একটা হার্ডডিস্কের আপনি যখন চারটির বেশি ড্রাইভ তৈরি করবেন তখন আপনাকে অবশ্যই Logical Drive তৈরি করতে হবে।  Primary Drive আর Logical Drive দুটোই আমরা পছন্দমত ব্যবহার করতে পারি, যেকোন ডাটা রাখতে পারি। তবে ড্রাইভের সংখ্যা বাড়াতে চায়লে অবশ্যই Logical Drive তৈরি করতে হবে। এখন আমরা আরো কয়েকটা ড্রাইভ তৈরি করবো উপরের নিয়মে।
১। প্রথম ড্রাইভ তৈরি করার পর আমাদের বাকি ড্রাইভ তৈরি করার জন্য সাইজ দেখাচ্ছে। ওটা সিলেক্ট করে নিন।
তারপর ওটার উপর রাইট ক্লিক করে Create অপশনটিতে ক্লিক করুন। [আমরা এখানে ২য় Create অপশনটি ব্যবহার করছি। আপনি যেকোন একটি ব্যবহার করতে পারেন। কোন সমস্যা নেই।]
২। Create অপশনটিতে ক্লিক করার পর নিচের মত চিত্র আসবে। প্রথম ড্রাইভটি তৈরি করার সময় আমরা ৩ নং অপশনে যা করেছিলাম এখানে ঠিক সেই ভাবে আপনার ড্রাইভটি তৈরি করতে হবে।
এখানে আমি Partition Label= Media, Partition Type= Logical, File System= NTFS, Drive Size= 10 GB দিয়েছি। আমি যেহেতু C ছাড়া বাকি ড্রাইভগুলো LogicalDrive করবো তাই Partition Type= Logical দিয়েছি। তারপর OK দিন। নিচের চিত্রের মত আসবে।
 
Logical Drive তৈরি করার সময় প্রতিবার Apply না দিলেও হবে। যেমন আমি এখানে Apply করি নি। বাকি ড্রাইভগুলো তৈরি করার পর সবগুলোর জন্য একসাথে Apply দেবো। এটি আমাদের D ড্রাইভ।
৩য় ড্রাইভ (Logical Drive) তৈরি করাঃ
এবার আমাদের শেষ ড্রাইভ E তৈরি করবো। এই ড্রাইভটিও আমি Logical Drive করবো।
১। দ্বিতীয় ড্রাইভ তৈরি করার পর আমাদের বাকি ড্রাইভ তৈরি করার জন্য সাইজ দেখাচ্ছে। ওটা সিলেক্ট করে নিন। তারপর বামপাশের মেন্যূতে Create Partition নামের অপশনটিতে ক্লিক করুন।
[আমরা এখানে ৩য় Create অপশনটি ব্যবহার করছি। আপনি যেকোন একটি ব্যবহার করতে পারেন। কোন সমস্যা নেই।]
২। Create Partition অপশনটিতে ক্লিক করার পর নিচের মত চিত্র আসবে। প্রথম, দ্বিতীয় ড্রাইভটি তৈরি করার সময় আমরা ৩ নং অপশনে যা করেছিলাম এখানে ঠিক সেই ভাবে আপনার ড্রাইভটি তৈরি করতে হবে।
এখানে আমি Partition Label= Software, Partition Type= Logical, File System= NTFS, Drive Size= 9.96 GB দিয়েছি। আমি যেহেতু C ছাড়া বাকি ড্রাইভগুলো LogicalDrive করবো তাই Partition Type= Logical দিয়েছি। তারপর OK দিন। নিচের চিত্রের মত আসবে।
উপরের চিত্রে আরো দেখুন-বামপাশের মেন্যূতে নিচের দিকে 3 Operations Pending রয়েছে। আমাদের যে কাজগুলো এখনো Pending রয়েছে তা সেখানে দেখতে পাবো।
ফাইনালঃ
ফাইনাল কাজ হলো আমাদের Pending কাজগুলো সম্পন্ন করা। যতক্ষণ কাজ Pending থাকবে ততক্ষণ উপরের টুলবারে একদম বামপাশেApply বাটনটা হাইলাইট করা থাকবে।  Apply বাটনে ক্লিক করুন।
  
আগের মত Yes/No আসবে Yes দেবেন, প্রসেসিং শুরু হবে। প্রসেসিং শেষ  না  হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। কাজ শেষ হলে Successful মেসেজ আসবে। OK দিন।
এখন আমাদের সবকটি ড্রাইভ তৈরি হয়েগেছে এবং উপরের টুলবারে দেখুন Apply বাটনটা আর হাইলাইট/এনাবল করা নেই।
পিসি রিস্টার্ট দিন। পরবর্তী রিস্টার্টে আপনার ড্রাইভগুলো কাজের উপযু্ক্ত হবে। এখন আপনি Operating System ইনস্টল করার সময় বা উইন্ডোজ দেয়ার সময় আপনার C ড্রাইভ ফরমেট না করলেও চলবে। কারণ আমরা যে কাজগুলো উপরে করেছি তাতে ড্রাইভ তৈরির পাশাপাশি ফরমেটের কাজটিও হয়ে গেছে। অর্থাৎ যতগুলো ড্রাইভ আপনি তৈরি করেছেন সবগুলো ফরমেটও হয়েগেছে। সুতরাং নতুনভাবে ড্রাইভগুলো ফরমেট করার প্রয়োজন নেই।
লক্ষনীয়ঃ
১। আমরা প্রথম ড্রাইভটি তৈরির পর একবার Apply বাটন ব্যবহার করেছি এবং পরের দুটো ড্রাইভ তৈরির পর আরেকবার Apply বাটন ব্যবহার করেছি। আমি প্রাকটিক্যাললি যেটা দেখেছি সেটা হলো -প্রতিটিPrimary ড্রাইভ তৈরির পর Apply বাটন ব্যবহার না করলে কাজ সম্পন্ন হতে সময় নেই বেশি। তবে LogicalDrive যতটাই তৈরি করেন তার জন্য একবার Apply বাটন ব্যবহার করলে তেমন সময় লাগে না। তাই আমি আপনাদেরকে পরামর্শ দেবো প্রতিটি Primary ড্রাইভ তৈরির পর Apply বাটন ব্যবহার করেন।

২। আমি তিনটি ড্রাইভ তৈরিতে তিনভাবে Create বাটনটি ব্যবহার করেছি। মূলত তিনটার কাজই একই। আপনি যেটা খুশি ব্যবহার করতে পারেন। আমি শুধু মাত্র আপনাদেরকে দেখানোর জন্যই কাজটি করেছি। 


Level 2

আমি Kamrul Cox। , Chittagong। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 645 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

অসহায়দের সাহায্যে এগিয়ে আসুন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজে লাগবে

Level 0

Primary মানে হলো এখানে Operating System ইনস্টল করা হবে। Primary সিলেক্ট করা না হলে Operating System ইনস্টল করা যাবে না।

আমার পিসিতে চারটা ড্রাইভ আছে(C,D,E,F)। এর মধ্যে C ড্রাইভে উইন্ডোজ ইন্সটল দেয়া। কয়েকদিন আগে F ড্রাইভে উবুন্টু ইন্সটল দিয়েছি। তার মানে আমার F ড্রাইভও কি Primary সিলেক্ট করা ছিল? আমি বুঝব কীভাবে বর্তমানে আমার যেই পার্টিশন দেয়া এর মধ্যে কোনটা Primary আর কোনটা Logical Drive?

    Level 2

    @dolar: Windows এর ক্ষেত্রে Primary পার্টিশান জরুরী। তবে যতদূর জানি লিনাক্স তা মেনে চলে না। তাই আপনি পেরেছেন। অর্থাৎ Logical ড্রাইভ হলেও লিনাক্সে সমস্যা হওয়ার কথা নয়। কারণ লিনাক্সের বুট লুডার Grum তাতে সমস্যা করবে না। উইন্ডোজ মাত্র যেখানে Fat, NTFS এ সীমাবদ্ধ সেখানে লিনাক্সের লিস্টটি খুবই লম্বা। আর Priamry পার্টিশানগুলো Fat, NTFS ফাইল সিস্টেম ব্যবহার করে। Windows এ HDD তে চারটি পর্যন্ত Primary পার্টিশান করার যায় এবং একটি Extended. আপনি উইন্ডোজ সেভেন নিয়ে পার্টিশান করলে বুঝতে পারবেন হয়ত।
    আপনার ড্রাইভগুলো ক্রিয়েট করার সময় Primary পার্টিশান হিসেবে করা হয়েছিল তাও হতে পারে। আমার আলোচনায় ব্যবহৃত সফটওয়ারটি দিয়ে Primary আর Logical ড্রাইভ চেনার সুযোগ আছে। ডানপাশে তা চিহিন্ত থাকে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে লিখাগুলো লিখলাম। অনলাইনের সহযোগিতা নিলে হয়তো আরো কিছু বলতে পারতাম।

Level 2

হুম টিউনটি খুব ভাল হইছে…………..

এ সফটওয়্যার দিয়ে করলে পুরা হার্ড ডিস্ক এর পার্টিশন ডীলিট হইয়া যায়। সাবধান !!! আমার পুরা ডিস্ক ফিনিস হইয়া গেছিলো।

    Level 2

    @মোঃ নাজমুস সাকিব: আপনার কথাটা ঠিক মেনে নিতে পারলাম না। এ সফটওয়ারটি’র উপর আমি হারানো ড্রাইভ ফিরে পাবার একটটি পোস্ট করেছিলাম টিটিতে। আপনি কিভাবে কাজটি করেছিলেন তা জানি না। পার্টিশান সংক্রান্ত কাজগুলো একটু ঝুঁকিপূর্ণ। ভুলভাবে কোন অপারেশন করা হলে পার্টিশান সমস্যা হতে পারে। আপনারও সম্ভবত তাই হয়েছিল। আপনি আমার এই টিউটোরিয়ালটি অনুসরণ করে কাজ করে দেখেন। যদি সমস্যা হয় তাহলে আমাকে জানাবেন। আমি অসংখ্যবার কাজগুলো করেছি এবং তারপর টিউটোরিয়াল তৈরি করেছি। আপনি আমার লিংকগুলো একটু দেখুন। দেখার পর অবশ্যই কমেন্টস করবেন। এতে আমাদের অভিজ্ঞতাটা বাড়বে আশাকরি।
    https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/127081
    http://kamrulcox.blogspot.com/2012/07/blog-post_664.html

vi ei ta ki pc setup chara hobe naki pc setup dea jokhon harddrive khali thak be thok hon vi akoto bojia bolen amer post ti dekhe
https://www.techtunes.io/help-ask/tune-id/137264
plz plz plz

Level 0

ভাইজান ডাউনলোড লিঙ্ক কোথাই পাওয়া যাচ্ছেনা?

অনেক সুন্দর টিউন কামরুল ভাই।

vi ei ta dea ami patition dile amer windows er style change hobe na to ami windows 7 use kori

    Level 2

    @searching_boy: windows er style বলতে আমি ঠিক বুঝতে পারি নি। নতুন ড্রাইভ পার্টিশান করলে সেখানে আপনি উইন্ডোজ কোথায় পাবেন?

আমার মনে হয় ড্রাইভটা প্রাইমারি না লজিক্যাল এটা উইন্ডোজ আগে দেখে না উইন্ডোজ সেটাপের সময় ফরম্যাট দিলে সেটা প্রাইমারি হয়ে যায় ।কারন আমার HDD তে পাঁচটা ড্রাইভ আছে আমি c তে windows8 এবং সবশেষেরটাতে xp দিয়েছি । আর সবগুলা ড্রাইভ হচ্ছে NTFS ফরম্যাট এর তাহলে কি আমার সব ড্রাইভ প্রাইমারি?

    Level 2

    @মেহেদী হাসান: আসলে এখানে একটা ব্যাপার আছে MBR নামক একটি জিনীসের। MBR এ যদি সমস্যা না থাকে তাহলে পরের উইন্ডোজগুলো কাজ করবে। আপনার যেহেতু আগে একটি OS আছে তাই MBR সেটাপ আছে। উইন্ডোজ দিয়ে পার্টিশান করলে উইন্ডোজ অটোমেটিক সব ঠিক করে নেই। কিন্তু আপনি আগে কোন OS সেটাপ করেন নি এবং সবগুলো ড্রাইভ লজিকেল [থার্ড পার্টি কোন সফট দিয়ে করা] তাহলে আপনার উইন্ডোজ সেটাপ হবে না। বিশ্বাস না হয় থার্ড পার্টি কোন সফটওয়ার দিয়ে সবগুলো ড্রাইভ লজিক্যাল হিসেবে সেট করে দেখুন একবার।

Level 0

amar primary drive ta bara dokrar its can help me?????/

    Level 2

    @djjmahbub: টিউটোরিয়ালটি অনুসরণ করে কোন ড্রাইভ থেকে প্রয়োজনমত জায়গা খালি করুন। তারপর EaseUS Partition Master দিয়ে ড্রাইভ দুইটি Merge করে ফেলুন। পুরো কাজটি EaseUS Partition Master দিয়েও করতে পারেন।
    http://www.partition-tool.com/personal.htm