আচ্ছালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকায়াতুহ ।
সালাম দেইখা নিশ্চয় ভাবতেছেন অরে বাপরে এতো লম্বা সালাম। কি করমু ভায়েরা, আপুরা (যদি ও এইখানে কোন আপু আছে বইলা আমার সন্দেহ আছে ) রোজা রমজান মাস তাই সালাম কালাম একটু বেশিই করি 😛 যাই হোক আমার নাম দেইখাই নিশ্চয় বুঝতেছেন যে আমি মাইয়া মানুষ এবং টেকটিউনস এ আমি প্রায়ই আসি। কোন দরকারে না এমনেই আসি কে কি পোস্ট করে দেখতে ভালো লাগে 😛 আপনারা অনেকেই নিশ্চয় BDGEEKS এর ফয়সাল আহমেদরে চিনেন। হ্যাঁ ঠিক ধরছেন। পিচ্ছি এক পোলা 😛 যে ভিডিও টিউটরিয়াল দেয় চিনেন না আপনরা ?? আমি সিউর যারা প্রোগ্রামিং করেন তারা অনেকেই চিনেন যাই হোক আমি উনার অর্ধাঙ্গিনী ( আরেক পিচ্ছি মাইয়া 😛 ) ইরা আহমেদ।
এটি আমার টেকটিউনস এ দেয়া প্রথম টিউটরিয়াল তাই কোন ভুল করলে আশা করি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যেই কারনে টিউন লিখতে বসছি তা হল টেকটিউনস এ মাঝে মাঝে অনেককেই ফটোশপ নিয়ে কথা বলতে দেখি। কেউ কেউ আপনাদের লাইগা অনেক কষ্ট কইরা টিউটরিয়াল ও লেখেন টেকটিউনস এ। কে কোন কাজটা কতো কষ্ট কইরা করতেছে তা আসলে নিজে না করলে বুঝা যায় না তাই "hats off to those people who always try to help other people" (যদিও আমি হ্যাট পরি না) 😛
এইবার আসি আসল কথায়, অনেক ভাইবা চিন্তা দেখলাম আপনারা যখন এতই আগ্রহী ফটোশপ শিখতে তাইলে আমি তো আপনাদের হেল্প করতে পারি। আমি ফটোশপ শিখা শুরু করছি খুব বেশি দিন হয় নাই। মাত্র ৬ মাস হইব। আমি খুব একটা পারিও না ফটোশপ কিন্তু ইংলিশ হাল্কা পাতলা পারি 😛 গর্ব করতেছি না কিন্তু হয়ত আমি যতটুকু পারি অনেকেই ততটুকু পারেন না অথবা ইংলিশ টিউটরিয়াল দেখে শিখতে কষ্ট হয় সব বুঝেন না ! তাই আমি কষ্ট কইরা আপনাদের লাইগা ৩৫ টি টিউটরিয়াল বানাইছি - ২৫ টা বিগিনার আর ১০ টা একটু উপরের লেভেল এর । একটু বেশি না । আমি যে নিজে আপনাদের টিউটরিয়াল বানায়া শিখাব এমন পর্যায়ে এখনও যাই নাই ভাই তাই আমার মুটামুটি ৩০ টার মতো টিউটরিয়ালি মানুষের লেখা আমি শুধু বাংলা করে দিছি। 😀 How cool is that ??? 😀
আপনারা যারা অন্যদের টিউটরিয়াল দেখেন অথবা অন্যদের কাছ থাইকা শিখেন তারা চাইলে আরও টিউটরিয়ালের লাইগা আমার গুলা দেখতে পারেন। আর যারা নতুন তারা ও দেখতে পারেন। 🙂 এই হইলো ওয়েবসাইট ।
টিউন পুরাই বাংলা গরুর রচনা হয়া যাইতেছে তাই আমি আর কথা না বাড়াই শেষ করার আগে শুধু একটা......সরি একটা না ২ টা কথা বলি তা হইলো, অনেকেই না কিন্তু ২ ১ জন কমেন্ট করে এইসব লেইখা যে "আমার মনে হয় ইরা আর ফয়সাল একি মানুষ"। এইরকম ভাবলে আমার শুধু একটাই কথা "Get your brain washed"। আমি এর লাইগা উপরে আমার ফেসবুক লিঙ্ক দিয়া দিছি। ফয়সাল আমারে অনেক হেল্প করছে পুরা ব্লগ টারে আবার নতুন কইরা বানাইছে শুধু ফটোশপ এড করার লাইগা। কিন্তু ও একজন প্রগ্রামার, ডিজাইনার না !
যাই হোক অনেক কথা বইলা ফেললাম। আপনারা হয়ত bored হয়া গেছেন । সবাই ঠিক মোট রোজা রাখেন আর আমাদের লাইগা বেশি বেশি দোয়া করবেন 🙂 সালাম।
আমি Princess Iraa। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
nice api post ta ja disenn na akdom purai upokrito hobe ai full photoshop tutorial poira thanks too u ummma.!!!