বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্র অশেষ রহমতে সবাই ভালো আছেন।
মনেপড়ে? আমরা ছোটবেলায়/স্কুল জীবনে কাগজ দিয়ে নৌকা, উরোজাহাজ, শাপলা ফুল, জাহাজ ইত্যাদি তৈরী করতাম। এগুলোর ভালো নাম ওরিগামি। জাপানে ওরিগামি শিল্পের উদ্ভব। বর্তমানে ওরিগামি নিয়ে বেশ মাতামাতি লক্ষ্য করা যায়। উন্নত বিশ্বের দেশগুলোয় ওরিগামির প্রদর্শনী হচ্ছে। ওরিগামি নিয়ে নিত্য নতুন প্রতিযোগীতা হচ্ছে। বিজয়ীরা গর্বের সাথে হাসি মুখে পুরষ্কার তুলে নিচ্ছে। আমরা কেনো পিছিয়ে থাকবো? যাদের হাতে অলস সময় আছে কিংবা বাচ্চাদের সংগ দিতে হয় তারা বাচ্চাদের সাথে খেলার ছলে ওরিগামি প্রাকটিস করতে পারেন। আমার ওরিগামি নিয়ে টিউন করার উদ্দ্যেশ্য হচ্ছে এই শিল্পটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেয়া। মনেপড়ে আমরা ছেলেবেলায় নারিকেল পাতা দিয়ে ঘরি চশমা তৈরী করতাম। এগুলোও এক প্রকার ওরিগামি।
যাই হোক, আমি কথা দিয়ে ছিলাম আমার তৈরী কিছু এক্সক্লুসিভ অরিগামি আপনাদের সামনে তুলে ধরব তা আর হয়ে উঠলো না। প্রথমে ভেবেছিলাম ছবি তুলে আপনাদের সামনে আমার ওরিগামি তৈরীর কলা-কৌশল দেখাবো। এখন সিদ্ধান্ত পাল্টিয়েছি। এখন চাচ্ছি ভিডিও আকারে দেবো তবে কবে দিতে পারবো এখন বলতে পারছি না।
আজকের দেয়া ওরিগামি গুলো প্রাকটিস করুন। হাতের কাছে কাগজ নিতে ভুলবেন না। আমার ইচ্ছে আপনাদের ওরিগামি তৈরীর একটি চোখ তৈরী করে দেয়া।
১.
২.
৩.
৪.
৫.
৬.
৭.
৮.
৯.
১০.
১১.
১২.
১৩.
১৪.
১৫.
১৬.
১৭.
কোথাও খটকা লাগলে কিংবা কাজ করতে গিয়ে সমস্যায় পড়লে জানাবেন।
এই লিংকগুলো দেখতে পারেন।
http://www.squidoo.com/origamilobster
http://www.doorigami.com/origami-poinsettia.html
http://howto-origami.com/instruction/category/origami-to-make-for-kids/easy-animal-origami/
http://www.artistshelpingchildren.org/origamiboxes-howtomakeorigamiboxesinstructions.html
কষ্ট করে আমার এই টিউনটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা।
আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মা ও বাংলা ভাষার কাঙ্গাল
চমৎকার ………..