Adobe Photoshop টিউটোরিয়াল [পর্ব-১০]

সবাইকে জানায় পবিত্র মাহে রমজানের শুবেচ্ছা  
শুরু করছি আরেকটি টিউন এই টিউনে আপনাদের জন্য Photoshop এর আরেকটি পর্ব নিয়ে হাজির হয়েছি আর বিশেষ করে এই পর্বে দেখাব কিভাবে Photoshop এ ফায়ার ইফেক্ট দিতে হয়..চলুন তাহলে শুরু করা যাক……
প্রথমে Photoshop অন করে File-New গিয়ে একটি নতুন পেইজ নিতে হবে ওখানে  Background contents-white এবং Color Mode-RGB সিলেক্ট করে নিতে হবে
  
এর পর বাম পাশের টুলবক্স হতে Type tool সিলেক্ট করে ফন্ট সাই বাড়িয়ে নিয়ে এবং ফন্ট Arial Black সিলেক্ট নির্দিষ্ট লেখাটি লিখে ফেলব এবং এটা বড় ছোট করতে চাইলে কিবোর্ড হতে
Clrl+T চেপে লেখাটি রিসাইজ করতে পারব…
 এর পর Layer-Rasterize-Type এ ক্লিক করব
 এর পর Layer-Duplicate Layer এ ক্লিক করে OK করব
 এর পর Edit-Fil এ গিয়ে Use:White Mode:Mutiply সিলেক্ট করে Ok করব
এর পর Filter-Blur-Gaussian Blur এ গিয়ে Radiou:2.0 করে Ok করব
 
এর পর Filter-Distort-Polar coordinates এ গিয়ে Polar to Rectangular সিলেক্ট করে Ok করব
 
  
এর পর Image-Rotate Canvas-90CW ক্লিক করব
এর পর Filter-Stylize-Wind গিয়ে Methode:Wind এবং Direction: From the Right সিলেক্ট করে Ok করব
  
এর পর কিবোর্ড হতে একবার Clrl+F চাপব এর পর Image-Adjustments -Auto level ক্লিক করব
  
এর পর Image-Adjustments-invert ক্লিক করব

এর পর আবার Filter-Stylize-Wind গিয়ে Methode:Wind এবং Direction: From the Right সিলেক্ট করে Ok করব এর পর কিবোর্ড হতে একবার Clrl+F চাপব

  
এর পর Image-Rotate Canvas-90CCW তে ক্লিক করব
এর পর Filter-Distort-Polar coordinates এ গিয়ে Rectangular to Polar সিলেক্ট করে Ok করব
 
 এর পর Layer plate হতে Hard light সিলেক্ট করে দিব
এর পর Image-Adjustments-Hue/saturation এ গিয়ে colorize চেক বক্সে ঠিকচিহৃ দিয়ে Hue-32 এবং Saturation-90 সিলেক্ট করে Ok করব 

এর পর দেখুন আপনার সুন্দর ফায়ার  ইফেক্ট তৈরী হয়ে গেছে

সবাই ভাল থাকবেন এই কামনায় আজ শেষ করছি..আল্লাহ হাফেজ………

এই টিউনটি আগে আমার ব্লগ  ও টিউনারপেইজে প্রকাশিত হয়েছে ...

Level 0

আমি মুক্ত বিহঙ্গ (রিজভী)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 104 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফেইসবুকে আমি


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

nice

really nice…

Level 0

Excellent …..

ভাই টিউন টি সুন্দর হয়েছে । তবে আমার ফটোশপ এ Layer plate হতে Hard light সিলেক্ট অপ্সহন টা পাচ্ছি না। একটু help করেন না please!!!!!!!!!!!

    @Rakib Uddin: ভাল করে দেখুন পাবেন …আর যদি Layer plate না পান তাহলে Widows থেকে layer এ ক্লিক করুন…. অথবা কিবোর্ডে F7 চাপুন,……..

Level 0

vay apnar blog ar nam ki?? kon khana tutorial sob 1 satha pawa jaba. plz jana amay http://www.facebook.com/nipu123

Level 0

Very nice, give more excellant tuen. Thanks.

woooooooooooooooow!!!!