অনলাইনে যে কোনো ছবির উপর লেখা যুক্ত করুন। মাত্র ১ মিনিটে!!!

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্‌র অশেষ রহমতে সবাই ভালো আছেন।

বর্তমান বিশ্ব খুব বেশী ইন্টারনেট নির্ভর। তার বড় প্রমাণ ফেসবুক। মাঝে মাঝে অবাক হয়ে যাই খুব সকাল, সকাল, দুপুর, বিকেল, সন্ধা এবং রাতে একই বন্ধুর ফেসবুকে উপস্থিতি। এত এত এত সময় কিভাবে থাকেন ইন্টারনেটে? আরও অবাক হই যখনই কোনো ম্যাসেজ দেই অতি অল্প সময়ের মধ্যে রেসপন্স করা। কি হবে এই সাইবার ওয়ার্ডের ভবিষ্যৎ?

যাকগে এসব দার্শনিক মার্কা ব্যাপার স্যাপার ভাবার মত সক্রেটিস আমি না। তবে আমি ভেবে চিন্তে দেখেছি অন-লাইনের কিছু সেবার সংগে সাইবার প্রেমিদের পরিচয় করিয়ে দিলে ভাল ছাড়া খারাপ হবে না বৈকি।

কাজটি শুরু করার জন্য এখানে ক্লিক করুন।

এই ওয়েবসাইট দেখতে পাবেন। বাম পাশে খালি ছবি আর ডান পাশে লেখা যুক্ত ছবি। কি ধরনের লেখা যুক্ত করা যায় তা দেখাচ্ছে।

Choose File ক্লিক করে যে কোনো একটি ছবি ওপেন করুন। এরপর Upload দিলে ছবিটি ওপেন হবে। এবং দেখা যাবে।

Text এর ঘরে যে লেখাটি ছবির সাথে যুক্ত করতে চান তা লিখুন। Generate দিন। এবার লেখাটি আপনার ইচ্ছে মত মুভ করাতে পারবেন।

Text : এখানে যে লেখাটি ছবিতে যুক্ত করতে ইচ্ছুক সেই লেখাটি লিখুন।

Font: এখান থেকে ফন্ট স্টাইল নির্ধারণ করে দিতে পারবেন।

Size: লেখার সাইজ নির্ধারণ করে দিতে পারবেন।

Color: লেখার কালার ঠিক করে দিতে পারবেন।

Rotate: লেখাটি সোজা নাকি বাঁকা করবেন তা ঠিক করে দিতে পারবেন।

Outline: লেখার স্টাইল ঠিক করে দিতে পারবেন।

Generate: জেনারেট দিলে লেখাটি ছবির উপর দেখাবে।

download ক্লিক করে ছবিটি সেইভ করা যাবে।

 

কষ্ট করে আমার এই টিউনটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা।

 

Level 2

আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মা ও বাংলা ভাষার কাঙ্গাল


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

nice tune …….thnx

ভাল লাগল ।

ধন্যবাদ।

Level 0

ভালো হয়েছে । পরবর্তি টিউনের অপেক্কায় আছি।।

এই কাজগুলো পেইন্ট এ করা যায় আর ছবির উপরেও পেইন্ট দিয়ে আরও বেশি ফন্টে কাজ করা যায়।এক্সপি ব্যবহারকারিদের কাজে লাগতে পারে,ধন্যবাদ

    @একটু অচেনা: উইন্ডোজ ৯৫ এর যে পেইন্ট ছিলো তাতেও করা যেতো। আমি পেইন্ট দিয়ে এক্সক্লুসিভ কিছু দেখাতে পারি কিন্তু বেশীর ভাগ মানুষ তা করতে পারবে না। এটা আমার অহংকার নয়। এই কাজগুলো করতে ছবি আঁকতে জানতে হবে। তবুও আপনার ইচ্ছে থাকলে এরকম একটা টিউন হতে পারে। ধন্যবাদ পাশে থাকার জন্য।

      @মোঃ আসিফ- উদ-দৌলাহ্: পেইন্ট এ কোন কিছু করতে পারাটাও আসলে একটু ভালো ব্যাপার,এতে অন্য সফটে নিরভরতা কমবে।আপনি সময় পেলে অবশ্যই একটা টিউন করুন এ ব্যাপারে।সামুতে “নোবিতা রিফু” ভাইয়ের একটি টিউন দেখেছিলাম এ ব্যাপারে আপনিও একটি করুন