Adobe Photoshop টিউটোরিয়াল [পর্ব-০৮]

বিসমিল্লাহির রহমানির রাহিম 
শুরুকরছি আরেকটি Photoshop পর্ব আজকে আমরা দেখব কিভাব ছবির লাইট বাড়ানো যায় সহজ কথাই আমরা অনেকে দেখি ছবিকে অনেকসময় অতিরিক্ত লাইট দিয়ে ছবি পর্শা করা হয় যদি আমরা চাই যে কোন মানুষের ছবির যে কোন অংশ পর্শা তথা সুন্দর করা যায় তাহলে দেখি কিভাবে করতে হয়
প্রথমে আমরা যে কোন মানুষের একটি ছবি নিব  কি বোর্ড থেকে Ctrl+A দিব
অতঃপর image menu থেকে curve   এবং Brightness / contrast  এর মাধ্যমে আমরা ছবিটির ব্রাইটনেস পরিবর্তন
তথা ছবিটিকে অনেক ফর্সা এবং সুন্দর করতে পারব  এবং বিভিন্ন রং এ পরিবর্তন করতে পারব ...তার আরেকটি নিয়ম দেখেন প্রথমে একটি ছবি নিব তার পর তার মুখমন্ডল অংশটি  Elliptical marquee tool টির মাধ্যমে সিলেক্ট করব অতঃপর Image-adjustment-curve এ ক্লিক করে কার্ভটি চেপে ধরে উপরে নিচে করলে ছবির সিলেক্ট অংশটি লাইট কমবে ও বাড়বে…এইভাবে মুখমন্ডল এবং শরীরের যে কোন অংশের  লাইট কম বেশি করতে পারব......নিচের ছবি দেখুন………
  আমার এই টিউনটি নতুনদের জন্য ....ভাল লাগলে কমেন্ট করবেন কিন্তু.....ধন্যবাদ.........

Level 0

আমি মুক্ত বিহঙ্গ (রিজভী)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 104 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফেইসবুকে আমি


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর হয়েছে, আচ্ছা ভাই ছবির ব্যকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য কোন টুলটি ব্যবহার করলে ভাল ভাবে কাজটি করা যায় বলবেন কি?

আপনার ছবিটির ব্যাকগ্রাউন্ড কালার যদি এক কালার হয় Magic Wand Tool ইউজ করতে পারেন উটা দিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটি সিলেক্ট করে Image-adjustment-Hue/saturation থেকে রং সিলেক্ট করে পরিবর্তন করতে পারবেন …..আর যদি ছবিটি ভিন্ন ভিন্ন রং এর হয় তখন পুরো ছবিটি সিলেক্ট করে Ctrl+A দিয়ে Image-adjustment-Hue/saturation থেকে রং সিলেক্ট করে পরিবর্তন করতে পারবেন……..

    Level 0

    @মুক্ত বিহঙ্গ (রিজভী): ভাই ধন্যবাদ তবে এই বিষয় তি নিয়ে একটা পোস্ট করলে ভাল হত তাহলে আমাদের নতুন দের জন্য আরেক্তু ক্লিয়ার হত এই বেপারটা যদি করেন তাহলে খুব খুশি হব । আবারো ধন্য বাদ ।

Level 0

টিউনের জন্য অনেক ধন্যবাদ।

khub valo hoyce