Adobe Photoshop টিউটোরিয়াল [পর্ব-০৭]

মহান সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করছি আরেকটি Photoshop পর্ব হয়ত ভাল লাগবে ....
আর একটি কথা এই পেইজের অ্যাডমিন প্যানেলকে বলছি আমার কয়েকটি পোস্ট পেন্ডিং অবস্হায় আছে এগুলো দয়া করে পাবলিস করে দিন অ্যাডমিন প্যানেলকে একটা কথা বলি আমরা যারা এই পেইজে লেখালেখি করি তা অনেক সময় ব্যয় নিস্বার্থভাবে টিউনগুলি করি কিন্তু আপনারা যখন এগুলো পেন্ডিং করে রাখেন তখন মনে অনেক কষ্ট লাগে কেননা আমরা নিজেদের স্বার্থে এগুলো কিছু করছি না সবাই উপকৃত হবে এই মানষে লিখছি এটা শুধু আমার কথা না সকল টিজে ভাইরা একি কথা বলবে...আচ্ছা যাক সে কথা, ভুল ত্রুটি ক্ষমা চোখে দেখবেন.....অনেক বক বক করে ফেল্লাম এই বার চলুন টিউনে ফিরে যায় যদি ভাল লাগে তাহলে অবশ্যই কমেন্টকরবেন .......
আজকে আমরা দেখব Photoshop এ কিভাবে টার্নাডো ইফেক্টদিতে হয় তাহলে জট করে ফেলি  প্রথমে Photoshop অন করে একটি সাগরের ছবি নিইঅতঃপর পাশের টুলবার হতে Elliptical marquee tool টি নিয়ে নির্দিষ্ট স্থানেসিলেক্ট করে Tools-distort-twirl -angle 497 করে দিব কাজ শেয় এবার দেখুনসাগরে টার্নাডো ইফেক্টটি পড়েছে কিনা......নিচের চিত্র দেখুন..............

যদি ভাল লাগে তাহলে অবশ্যই কমেন্টকরবেন ...

Level 0

আমি মুক্ত বিহঙ্গ (রিজভী)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 104 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফেইসবুকে আমি


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vaiya, darun hoyeche ,,, chaliya jaben .

Level 0

nice tune…for more tutorials visit