winamp এর মন মাতানো স্কীন তেরি করার অনেক থার্ডপাটি সফটওয়্যার পাওয়া যায়। যা দিয়ে আপনি আপনার winamp এর চেহরা সুরতকে বদলে দিতে পারেন। কিন্তু আমি আজ আপনাদের যেটি জানাতে যাচ্ছি সেটি হল কিভাবে এইসব থার্ডপাটি ( স্কীন মেকার) সফট ব্যবহার না করে শুধু মাত্র পেইন্ট বা ফটোশপ দিয়ে এর বেইস স্কীন তৈরি করা।
winamp ডাউনলোড করার জন্য এই লিংক এ ক্লিক করুন।
আমি মাইক্রোকাতার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 392 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের জীবনটাকে নিয়ে প্রতিনিয়ত এক্সপেরিমেন্ট করেছি। কোন কিছুই দীর্ঘায়িত করতে পারি না, একগেয়েমী চলে আসে,তাই কোথাও বেশীদিন স্থির হতে পারি না। কাতারের পাঠ চুকিয়ে বর্তমানে কর্মসূত্রে U.A.E তে । টেকি বিয়ষক লেখা-ঝোকার সাইট-ই সবচেয়ে পছন্দের। মাঝে মাঝে আমি টেকি নিয়ে লেখার দুঃসাহস দেখাই, কখনো ভিন্ন কিছুও লিখতে ইচ্ছে করে, কিন্তু...
বাটন গুলোর স্কীন পরিবর্তন করব কী ভাবে?