প্রথমে মনে প্রশ্ন আসতে পারে আনএলোকেটেড স্পেস কি? একদম সাধারন ভাষায় বলা যায়, যে স্পেস বসে আছে, ব্যবহার হওয়ার অপেক্ষায়। অর্থাৎ হার্ডডিস্কের যে স্পেস কোন পার্টিশনে যুক্ত হয়নি এবং অব্যবহ্রত আছে। আনএলোকেটেড স্পেস ব্যবহার করার দুইটি তরিকা আছে। এক- নতুন একটি পার্টিশন তৈরি করা এবং দুই-আগের থাকা যে কোন পার্টিশনে যুক্ত করে স্পেস বাড়ানো। এটা আবার দুই ভাবে করা যায়। এক- উইন্ডোজের বিল্ডইন ডিস্ক ম্যানেজমেন্ট ব্যবহার করা অথবা দুই- যে কোন থার্ড পার্টি ডিস্ক ম্যানেজমেন্ট সফটওয়ার ব্যবহার করা। আমি এখানে AOMEI Partition Assistant Home ব্যবহার করব। এটি ফ্রী, সাইজ মাত্র ৩.৬ এমবি এবং ব্যবহার সহজ। সবার মনে যে প্রশ্ন থাকে যে আনএলোকেটেড স্পেস যে কোন ড্রাইভে যোগ করলে ড্রাইভে থাকা ডাটা যদি হারিয়ে যায়?? আপনি নিশ্চিন্ত থাকুন কোন ডাটা হারাবে না। Download : AOMEI Partition Assistant Home Edition স্টেপ-১ ইন্সটল এবং ওপেন AOMEI Partition Assistant Home Edition. স্টেপ-২ সি ড্রাইভে রাইট ক্লিক করুন এবং "মার্জ পার্টিশন" সিলেক্ট করুন। এখন যে উইন্ডো আসবে তাতে সি ড্রাইভ এবং যে আনএলোকেটেড স্পেস আপনি পার্টিশনে যুক্ত করতে চান তা ঠিক করুন। স্টেপ-৩ ক্লিক "OK"। এখন আপনি প্রিভিউতে আনএলোকেটেড স্পেস "সি" ড্রাইভে যুক্ত হতে দেখবেন। এখন ফাইনালি আনএলোকেটেড স্পেস যুক্ত করতে "apply"এ ক্লিক করুন। ব্যাস, কাজ আপনার শেষ। এখন সফটওয়ার কিছুক্ষন সময় নিবে স্পেস ড্রাইভে যোগ করতে। স্পেস যোগ হয়ে গেলে রিস্টার্ট দিন। এবার দেখুন আনএলোকেটেড থাকা স্পেস আপনার সি ড্রাইভে যুক্ত হয়ে গেছে। এখানে "সিঃ ড্রাইভে স্পেস যুক্ত করা দেখানো হয়েছে। আপনি একই ভাবে যে কোন ড্রাইভে যোগ করতে পারবেন। নিজ ব্লগেও প্রকাশিত।
আমি মর্নিং স্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 51 টি টিউন ও 318 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I'm a bad boy - Me
ধন্যবাদ।