কম্পিউটার দিয়েই চার্জ করুন যেকোন মোবাইল !

বর্তমানে মোবাইল আমাদের অতি প্রয়োজনীয় এবং প্রিয় একটি বস্তু। সবার হাতে হাতে এখন মোবাইল। এটা ছাড়া যেন এক মুহুর্তও চলে না। এই অতি দরকারী আর প্রিয় বস্তুটি চালানোর জন্য ব্যাটারির চার্জ অ্যবশ্যক। তাই কাউকে হয়ত প্রতিদিন অথবা দুই দিন পর পর মোবাইল চার্জ দিতে হয়। আর সেই চার্জ দেয়ার জন্য প্রয়োজন চার্জার ! আর সেই চার্জারের জন্য আবার প্রয়োজন অতিরিক্ত প্লাগ-ইন সকেট। বাড়িতে নাহয় এসব এভেইলেবল কিন্তু কোথাও বেড়াতে গেলেই সমস্যা। চার্জার সঙ্গে নিয়ে বেড়ানো অনেকেরই পছন্দ নয়। যাহোক আজকের টিউনে আমরা শিখব কিভাবে কম্পিউটার থেকে মোবাইল চার্জ দেয়া যায়। শুরু করা যাক...

প্রয়োজনীয় জিনিসপত্রঃ

১। একটি USB কেবল (পুরোনো কিংবা নতুন)

২। আপনার ফোনের মডেল অনুযায়ী একটি চার্জার পিন কনর্ভাটার

৩। টেপ

প্রক্রিয়াঃ

১। প্রথমে USB ক্যাবলটা আপনার প্রয়োজন অনুয়ায়ী পিছনের অংশটি কেটে সামনের অংশটি আপনার প্রয়োজনীয় দুরত্বের তারসহ রাখুন

২। তারটির উপরের প্রলেপটির এক ইঞ্চির মত বের করুন। ৪টি সরু সাদা, কালো, লাল ও নীল তার পাবেন।

৩। তারগুলির মধ্যে সাদা-কালো ও লাল-নীল নিচের ছবির মত একখানে করে জোড়া লাগান।

৪। এবার চার্জার পিন কনভার্টারটি থেকে আপনার ফোনের পিনসহ একটু তার রেখে অতিরিক্ত পিনটি কেটে ফেলুন

৫। পিনটির তারটিও ১ ইঞ্চি অংশের উপরের প্রলেপটি খুলুন। তাহলে এখানে শুধুমাত্র দুইটি তার পাবেন। একটি লাল এবং অন্যটি কালো

৬। এবার কনর্ভাটারটির কালো তারটি USB ক্যাবলের সাদা-কালো তারের সাথে ভালভাবে লাগিয়ে দিন এবং লাল তারটি USB এর লাল-নীল তারের সঙ্গে লাগিয়ে দিন।

৭। এবার তারের কানেকশনগুলি সুন্দরভাবে আলাদা করে টেপ লাগিয়ে দিন তাতে একটার সাথে আরেকটা স্পর্শ না লাগে।

৮। ব্যাস এবার USB ক্যাবলটি আপনার কম্পিউটারে লাগান এবং চার্জার পিনটি আপনার মোবাইলে। সব কিছু ঠিকঠাক থাকলে আপনার মোবাইল চার্জ নিবে 🙂

৯। তৈরী হয়ে গেল আপনার USB চার্জার।

বিদ্রঃ যাদের ক্রেডিট কার্ড আছে তারা অনলাইনে এইরকম চার্জার কিনেও নিতে পারবেন। ইবে কিংবা আমাজনে পাওয়া যায়।

সাবধানতাঃ

  • মনে রাখবেন কখনোই উল্টাপাল্টা কানেকশন করবেন না এতে আপনার কম্পিউটারের ক্ষতি হতে পারে
  • টেপিং খুব ভাল ভাবে করবেন যাতে জোড়া দুটি একখানে না হতে পারে

<>

ভাল থাকুন
ধন্যবাদ

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

বাহ! এ তো আমাদের এঞ্জেল ম্যাকগাইভার! 😀

শতভাগ সাইফুলিও প্রযুক্তি!!! 😉

ভাইজান আমি যদি ফোন সরাসরি ডেটা ক্যাবল দিয়ে পিসিতে কানেক্ট করি তবেও তো চার্জ হয় । এত কাটাকাটির প্রযোজনীয়তা বুঝলাম না । একটু বুঝায়ে দান প্লিজ ।

দুঃখিত আমি usb পোর্ট ছাড়া ফোনের কথা হঠাত্‍ মনে হয় ভুলে গিয়েছিলাম । অনেক ধন্যবাদ সাইফুল ভাই ।
আর মনে করে দেওয়ার জন্য নিয়াজ ভাইকেও অনেক ধন্যবাদ ।

Level 0

POLAPAN MANUS KHYA KONO KAM PAY NA TO. AMER SALIR EKTA CARGER DORKER . PARLE BANAW

আপনার টিউন মানেই “জটিল বস” 😀

এত ছোট খাট সুন্দর জিনিস গুলো কোথায় পান সাইফুল ভাই। এত বুদ্ধি মাথায় রেখে ঘুমান কিভাবে। অসাধারন!

দরকারী tune . ধন্যবাদ.

দরকারী জিনিস।

সাইফুল ভাইয়ের মত এমন বিরাট ব্যাক্তিত্বের কাছ থেকে অন্যরকম কিছু আশা করেছিলাম।যাহোক এটা অনেক আগেই তৈরী করেছিলাম,কিন্তু কখন-ও এই সাধারণ বিষয় নিয়ে টিউন করার প্রয়োজন বোধ করিনী,ভেবেছিলাম এইটা হয়ত প্রত্যেকে জানে।যাহোক এত কাটা কাটির কোন প্রয়োজন নেই,বাজারে খুব কম দামে ইউ.এস.বি চার্জার পাওয়া যায়।

@সাইফুল ইসলাম@ টেকটিউনসের মডারেটর,তার কাছ থেকে ভিন্ন কিছু আশা করাটাই স্বাভাবিক।

    @শ্যামল কুমার জয়: খুব ভাল যে আপনি এটা অনেক আগেই তৈরী করেছিলেন। কিন্তু সাধারণ বিষয় মনে করে নিজের মধ্যেই রেখে দিয়েছেন। আপনি যদি এই সাধারণ জিনিসটা নিয়ে টিউনটা করতেন তাহলে আজকে হয়ত আমি করতাম না।
    হ্যা এত কাটাকাটির প্রয়োজন নেই। বাজারে পাওয়া যায়। কিন্তু সব বাজারেই পাওয়া যায় না।
    আর কেনার থেকে নিজে কোন কিছু বানানোতে অনেক মজা আছে। যাদের ঝামেলা করার এনার্জি নাই তারা কিনে নিবে।

    আমি দুঃখিত যে, আপনার আশা পূরণ করতে পারিনি।

হে হে মজার টিউন 😆

Saiful bai to dine dine Engineer hoye jache………….. Agiye jan

মজা তো

Saiful vay, apnar kase emni ekta question korbo.
Amader ekta media group ache. Tai ami ekta .com domain abong hd web design kora ekta web site banate chay. Kon jaiga theke korle valo hobe bolle ektu valo hoto.

Level 0

আরে দারুন তো! আনেক ধন্যবাদ।

সাইফুল ইসলাম ভাই সত্যি আপনি একটা জিনিস। আপনি একজন মহান। আপনি একজন মহান জ্ঞানের ভাণ্ডার ।আপনি একজন অনেক বড় অন্তরের মানুষ। আমি আপনাকে R কিছু বলে ছোট করবো না। সত্যি আপনার টিউন পেলে মনেহয় আজকে নতুন কিছু শিকতে পারবো। বা আপনার টিউন পাওয়ার পর মনেহয় আজকের দিনটা ভাল যাবে।

অসম্ভব সুন্দর টিউন।

Level 0

dharon

কাজের জিনিস 🙂 ,

@সাইফুল ভাই : আমি মোবাইল দিয়ে ঠিকমত পড়তে পারছি কিন্তু PC তে CHROME দিয়ে মাঝখানের কিছু লাইন পড়তে পারছি না ।
উল্লেখ্য যে , আমার পিসিতে অভ্র ইন্সটল করা , বিজয়ের কয়েকটি ফন্ট ইন্সটল করা এবং CHROME এ encoding UTF-8 দেয়া । নতুন কোন ফন্ট লাগাতে হবে কি ? ? help plz…

♥♥♥

খুব সুন্দর।

Level 2

দারুন।

Level 0

browen, blue, red, grey tar paisi ki korbo akhon saiful vai

Level 0

try korte hobe…………….

আমি তো এটা গত পরশু দিনই তৈরি করেছি, আজ দেখছি এটা নিয়ে টিউন হয়ে গেল! বেশ মজা তো, ভাই কি আমি ওটা তৈরির সময় লুকিয়ে লুকিয়ে দেখছিলেন নাকি? হা হা…

চরম ! ধন্যবাদ খুদে বিজ্ঞানীকে ! আরো এই ধরনের হ্যান্ডি কিছু টিপস শেয়ার করেন । আর আমি অ একমত – যে বাজারে থেকে কেনার চেয়ে নিজে নিজে করতে পারলে মজা অনেক !

কম্পিউটারের তো কোনো ক্ষতি হবেনা,সাইফুল ভাই ?

সুন্দর !

বরা বরের মত এবারে tune টাউ এক দম পরিস্কার পরিছন্ন ……………………আপনার sobgula tune আমার কাছে চরম লাগে ।বূজতে বিন্দু মাত্র সমস্যা হয় না………………।।

অনেক ধন্যবাদ আপনাকে

ভাল টিউন এবং কাজের টিউন,অনেক অনেক ধন্যবাদ সুন্দর টিউনটি শেয়ার করার জন্য।

onek onek dhonnobad

Level 0

সাইফুল ভাই আমি তো মাইনকার চিপায় আটকাইয়া গেছি, আমার Nokia E5 এর পাসওয়ার্ড ভুইলা গেছি। BBS দিয়া ব্যাপক অভিজান চালাইছি, মাগার সফলকাম হই নাই, অহন আপনেই আমার এক মাত্র ভরসা।
আমার ইমেইল- [email protected]. hope u will help me.

Level 0

saiful vai taratari apnar loge contactt korar kisu den example fb,skype,phn etc ar ki

Level 0

খুব ভালো হয়েছে !