বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্র অশেষ রহমতে সবাই ভালো আছেন।
এই ছোট সাইজের সফটওয়্যার গুলো উপহার দেয়ার পিছনে একটি উদ্দ্যেশ্য আছে। সর্বপ্রথম আমি দিয়েছিলাম কিছু ছবির আনকরা ফ্রেম। টিউনে যুক্ত করে দিয়েছিলাম ফটোশপে ছবির সাথে ফ্রেম যুক্ত করার কৌশল। পরবর্তিতে ছোট সাইজের কিন্তু পূর্ণাঙ্গ একটি ফ্রেম যুক্ত করার সফটওয়্যার দিয়েছিলাম। আজ তারই ধারাবাহিকতায় এই ইজি ফটো ফ্রেম দিলাম।
একটি সুন্দর ফ্রেম একটি ছবির আবেদন অনেকগুণ বাড়িয়ে দিতে পারে যদি ফ্রেমটা ছবির সাথে মানায়। যারা বিভন্ন স্টুডিওতে কাজ করছেন তারা ভালোকরেই বুঝবেন ফ্রেমের কতখানী দরকার তার থেকেও বেশী বুঝবেন যারা প্রফেশনাল ভিডিও এডিটিং করেন। ভিডিও এডিটিং এ হাইলাইটসের চাকচিক্য শতগুন বড়িয়ে দেয় ফ্রেমের ব্যবহার। ইজি ফটো ফ্রেম দিয়ে খুব অল্প সময়ে ছবিতে ফ্রেম যুক্ত করা সম্ভব। যারা প্রোফেশনাল কাজ করেন তারা সফটওয়্যারটি সংগ্রহে রাখতে পারেন।
ইজি ফটো ফ্রেম ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
এখার থেকে Download ক্লিক করুন।
ডাউনলোডকৃত ফাইলটির উপর ডাবল ক্লিক করে ইন্সস্টল শুরু করে দিন। Next> ক্লিক করুন।
Next> ক্লিক করুন।
Install ক্লিক করুন।
ইন্সস্টল হচ্ছে।
Finish ক্লিক করুন।
সফল ভাবে ইন্সস্টল হবার পর ইজি ফটো ফ্রেম সফটওয়্যারটি ওপেন করুন।
ইজি ফটো ফ্রেমের ফাস্ট লুকিং এমন। ফাইল-ওপেনে গিয়ে যে কোনো ছবি ওপেন করুন।
আমার একটা ছবি ওপেন করলাম। ছবির সাইজ অস্বাভাবিক দেখালে View-Fit the screen দিলে আপনার দেখার সুবিধার্থে অটো সাইজ করে দিবে।
১. নিচের ফ্রমগুলো থেকে পছন্দ করুন। যে ফ্রেমটি পছন্দ হবে তার উপর ক্লিক করুন।
২. Apply দিলে ফ্রেমটি ছবির সাথে যুক্ত হয়ে যাবে। ফ্রেম পছন্দ না হলে Undo করতে পারেন।
৩. File-Save As থেকে ছবিটি Save করতে পারবেন। আপনার পছন্দমতো ফরম্যাটে।
এবার আপনি আপনার মনের মত করে ফ্রেম নিয়ে কাজ করুন।
কষ্ট করে আমার এই টিউনটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা।
আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মা ও বাংলা ভাষার কাঙ্গাল
Full Version ta den.