বিস্মিল্লাহির রাহমানির রাহিম
সবাই কেমন আছেন ভাল আছেন তো । আবার ও আগের মত ফিরে আসলাম আপনাদের দোয়াতে । তো আমি আপনাদের guitar lesson গুলা দিয়েছি সবাই practis করেছেন তো।আমাকে কয়েকজন request করেছে 3rd part বের করার জন্য । কিন্তু আমি বুজলাম না আমি সবাই কে বলছি বেশি করে practis আর প্রত্যেকটা ক্লাস এক সতা করে প্রাকটিস করতে । কিন্তু সবাই দেখি guitar 1month এর ভিতর শিখতে চায়।
এটা কি । guitar শিখার ক্ষেএে ধৈয না থাকলে আর music এর প্রতি টান এবং music কে সম্মান না দিলে আমি chalange করলাম সে কখন ও guitar ভাল করে শিখতে পারবে না । তাই আমি ভাবতেছি প্রতি সপ্তায় 1-2 টার বেশি lesson দিব না।আপনাদের ও মতামত চাই।কারন সামনে home chord and bar chord এগুলা খুব কঠিন।ওই সব chord pactis করতে কমপক্ষে এক সপ্তা লেগে যাবে । আর আপনি যদি আমার দেওয়া lesson গুলা বেশি করে practis করেন এখন তাহলে তখন ওই সব chord গুলা easy মনে হবে।তো কথা না বারিয়ে আজকের ক্লাস এ আসি । যারা আমার lesson(part 1,2) টি যারা না দেখছেন তারা একটু দেখে নিবেন আমি সেটাতে guitar এর মূল বিষয় গুলা তুলে ধরেছি । এটা আপনাদের (3rd class)। 4rth class সামনে দিব আগে এগুলা ভাল করে practiss করুন then 4th class ।ভয় পাবেন না আমি guitar এর class শেষ না করে কোথাও যাব না । এভাবে যতদিন পরযন্ত আপনারা guitar শেখা শেষ না করতে পারব তোতদিন পরযন্ত আমার এই guitar এর ক্লাশ চলবে।আমি আপনাদের সহজ ভাবে বুজানুর জন্য এই lesson গুলা বের করব।যেন আমরা কেউ music থেকে পিছিয়ে না থাকি।এই lesson এ আমি guitar এর fingaring সম্পরকে leson করেছি।এবং figaring কি এটার কাজ কি সেটাও বলেছি।এই class টি হছ্ছে fingaring part 2 এর ক্লাশ।আমি video এর ভিতর সব বলে দিয়েছি । যারা মন থেকে guitar শিখতে চান please তাদের কাছে আমার অনুরুদ আমার কোন lesson miss করবেন না।আমি আপনাদের সহজ ভাবে বুজানুর জন্য একদম easy ভাবে lesson গুলা বের করব promiss করলাম। আর আপনাদের যদি guitar niye অথবা আমার এই lesson এ problem হয়।তাহলে কমেন্ট এ জানাবেন আর আমার
যারা মিস করেসেনঃ
facebook adress:http://www.facebook.com/easinarafat
অ্যান্ডঃ
http://www.facebook.com/musfiqur.nabil
MRN Hacker
আমি MRN Hacker। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 160 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আমি বাশি (বাশের বাশি) শিখতে চাই। ওনেক দিন ধরে খুজতেসি কিন্তু কুনু টিচার পাই না।