ওরিগামি তৈরি করুন ঝটপট :: ভালো করে জানা থাকলে কাজ করে পুরস্কার জেতাও সম্ভব।

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্‌র অশেষ রহমতে সবাই ভালো আছেন।

টিউনটি দেখার আগেই কয়েকটি কাগজ নিয়ে নিন। এবং তৈরি করুন ওরিগামি।

স্কুল জীবনে কাগজ ভাঁজ করে নৌকো বানাননি এম মানুষ খুঁজে পাওয়া দুস্কর। আর এই কাজটার নামই হচ্ছে ওরিগামি। “ওরিগামি” শব্দটা জাপানীজ। পৃথিবীর মধ্যে জাপানীদের মধ্যে ওরিগামি শিল্পের প্রভাব বেশী লক্ষ্য করা যায়। জাপানীরা এটাকে তাদের অন্যতম প্রধান ঐতিহ্য হিসেবে দেখে। বর্তমানে এর জনপ্রিয়তা বিশ্বব্যাপী স্বীকৃত। ইদানিং বিভিন্ন দেশের কাগজে মুদ্রা দিয়ে ওরিগামি বেশী হয়। ওরিগামি তৈরিতে কয়েকটি শর্ত আছে যেমন কাগজ, কাপড় বা যা দিয়ে ওরিগামি তৈরি করা হবে তা কাটা যাবেনা, আঠা ব্যাবহার করা যাবে না। বিশ্বের বিভিন্ন দেশে ওরিগামি তৈরির প্রতিযোগীতা হয়ে থাকে। আমি আশা করবো বাংলাদেশও এক সময় নতুন নতুন আইডিয়ার ওরিগামি তৈরি করে পুরস্কার জিতে আনবে।

কয়েকটি ওরিগামি তৈরির কলাকৌশল ও কয়েকটি ওরিগামির ছবি দেয়া হল। টিউনটি পচ্ছন্দ কিংবা অপছন্দ যাই হোক টিউমেন্ট এর মাধ্যমে জানান। কোনো আইডিয়া কিংবা বুঝতে সমস্যা হলে একদম স্পষ্ট ভাবে জানান।

১. কাগুজে গাজর আর খরগোশ।

২. পঙ্খীরাজ ঘোরা।

৩. ভালোভাবে লক্ষ্য করুন এবং বানিয়ে ফেলুন কাগজের পাখি।

৪. হাতি

৫. ড্রাগন

৬. জেব্রা

৭. কাগজের বক্স

৮. ব্যাংঙ

৯. রাজহংস

১০. কচ্ছপটি বানিয়ে নিন। শুধু একটা কাগজের দরকার তো!!!

১১. বানিয়ে ফেলুন রকেট।

১২. সেই ছোট্টবেলার শাপলা ফুল।

১২. ডলারের তৈরী বিলাই!!!

১৩. কুকুরের চেহারা।

১৪. পাখি।

১৫. পাখি।

১৬. ফুল না অক্টোপাস?

১৭. ঘোরা।

১৮. মাছ।

১৮. জাপানী এই ওরিগামি শীল্পিকে তার কজ নিয়ে বেশ গর্বিত মনে হচ্ছে।

২০. গাড়ি।

২১. আপনার শার্ট দিয়ে কি এরকম একটি ভৌতিক আবয় তৈরি করা কি অসম্ভব? না মোটেই না। আমরা বাংলার মানুষ আমাদের কাছে অসম্ভব বলে কিছু নেই।

কষ্টকরে আমার এই টিউনটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা।

Level 2

আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মা ও বাংলা ভাষার কাঙ্গাল


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমারে একটা বানায়া দিবেন নাকি? 😉 😆 😉

নাম টা সম্ভবত “অ্যারিগ্যমি”
আমার ভুল ও হতে পারে! :mrgreen:

জাপানের এই শিল্প আর বনসাই সম্পর্কে পরেছিলাম বেশ কিছুদিন আগে।বনসাই নিয়ে কিছু বিতর্ক আছে কিন্তু এটা আসলেই অনেক সুন্দর একটা শিল্প।আপনাকে অসংখ্য ধন্যবাদ শেয়ারের জন্য।টিউনের সব কিছুই সুন্দর খালি নিচে কমেন্টে ওয়েবের বিজ্ঞাপনটা ছাড়া।

    @Ochena Balok: বনসাই মানে বামন গাছ। আমি এর সর্ম্পকে আরও ১২-১৪ বছর আগে আস্ত একটা বই পড়েছিলাম। তবে বিতর্ক হচ্ছে ইদানিং। মিশরীয় ফারও সম্রাটদের আমলেও নাকি বনসাই করা হতো। ধন্যবাদ!!!

      @মোঃ আসিফ- উদ-দৌলাহ্: আমি নিজেও দ্বিধায় আছি বনসাই করলে গাছের উপর কি সেটা অত্যাচার হয় নাকি না?আমি ২ একটা অরিগামি বানাতাম ছোট বেলায় আপনার টিউন দেখে আবার আগের সময়ে যেতে ইচ্ছা করছে খুব করে।আপনার টিউনগুলো ভীষণ ভাল হয়,আপনি দুর্দান্ত গতিতে টিউন করে যাবেন সবসময় সে প্রত্যাশায় থাকলাম

        @ অচেনা বালক: আপনাদের অনুপ্রেরণা আমার কাছে রক্ষা কবচের মতো। আপনারা পাশে থাকেন বলেই আমার এই ক্ষুদ্র চেষ্টাগুলো প্রাণ পায়। ধন্যবাদ

Level New

চমত্কার, tnxs

এত কঠিনগুলা পারি না, তবে জ্যামিতিক ওরিগ্যামি পারি 🙂
প্র্যাকটিস করার জন্য এখন আর কাগজ/সময় কোনটাই পাই না 😥
আগে মিডিয়াফায়ারে ওরিগ্যামি নিয়ে ভাল ভাল প্রচুর বই পাওয়া যেত, এখন দেখি একটাও নাই 🙁 । সুন্দর টিউনের জন্য ধন্যবাদ। :mrgreen:

সুন্দর ও সৃষ্টিশীল টিউন । কিছুদিন আগে একটা বই পড়ে ওরিগামি সম্পর্কে জানতে পেরেছিলাম । তারপর কিছু দিন অনেক চেষ্টা করে অনেক গুলি বানিয়েও ফেলেছিলাম । কিন্তু কাজটা তে ধৈর্য প্রয়োজন । এখনও অবসরে বসে বসে বানাই । আমার তো মজাই লাগে বানাতে ।

    @জ্ঞান-অন্বেষী: তাহলে আপনাকে নিয়ে টেকটিউনস কমিউনিটি গর্ব করতে পারে। আমরা আপনাকে নিয়ে দারুন আশাবাদি।
    একটি ছোট্ট কাজ-
    ১। একটা ডিম ভাঙ্গুন। বেশী না নিচের দিকে অল্প একটু।
    ২। ডিমের খোসাটা হাতে নিন। একটা কাগজের টুপি বানিয়ে ডিমের মাথায় পরাবেন।
    ৩। এবা নাক চোখ, মুখ আঁকুন। সাজিয়ে রাখুন মানুষের মাথার মত দেখাবে।
    {মজা করলাম তবে ডিমের কাজটা আমি বহুবার করেছি। আপনাকে পাশে পেয়ে ভালো লাগছে}

বেশ ভালো হয়েছে।