বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্র অশেষ রহমতে সবাই ভালো আছেন।
আজ দিচ্ছি একটি খুব সহজ ও ছোট সাইজের একটি সফটওয়্যার। আমি আপনাদের এই ছবির সফটওয়্যার গুলো কেনো দিচ্ছি জানেন? একটাই কারণ আর তা হল যাতে আপনারা মাল্টিমিডিয়ার দিকে আগ্রহী হয়ে ওঠেন। অনেক সময় বড় বড় সফটওয়্যার দিয়ে যা হয় না ছোট সফটওয়্যার দ্বারা তা সম্ভব। আমি আপনাদের কয়েকদিন আগে টেক্সট এ্যানিমেশন করার জন্য ইউলেড কুল থ্রি-ডী স্টুডিও সফটওয়্যারটি দিয়েছিলাম। ঐ সফটওয়্যার দ্বারা যা করা যায় তা থ্রি-ডি স্টুডিও ম্যাক্স দিয়েও আমি করে দেখাতে পারি। কিন্তু তা অনেক সময়সাপেক্ষ। আগে ছোটটি খেয়ে টেস্ট করুন পরে আপনাদের সমর্থন পেলে বড় সফটওয়্যার দিয়ে দেবো।
সফটওয়্যারটি ডাউনলোড করতে হলে এখানে ক্লিক করুন।
ডাউনলোডকৃত ফাইলটিতে ডাবল ক্লিক করুন।
ডাউনলোডকৃত সফটওয়্যারটি ইন্সস্টল শুরু হবে।
Next> এ ক্লিক করুন।
Next> এ ক্লিক করুন।
Install এ ক্লিক করুন।
সফটওয়্যারটি ইন্সস্টল হচ্ছে।
Finish ক্লিক করুন।
Fun Morph সফটওয়্যারটি ওপেন করুন।
Fun Morph সফটওয়্যারটি এরকম দেখাবে।
Open ক্লিক করে দুটি ছবি ওপেন করুন।
আমি ২টি পিকচার ফাইল ওপেন করেছি।
১. প্রথম ছবিটি ওপেন করুন।
২. দ্বিতীয় ছবিটি ওপেন করুন।
৩. প্লে করে দেখুন।
Crop এ ক্লিক করে ছবির এরিয়া সিলেক্ট করে দিতে পারবেন।
Adjust এ ক্লিক করে। ছবির কালাম ম্যানেজমেন্ট, ব্রাইটনেস, কন্টাস্ট বাড়াতে কমাতে পারবেন।
ডান পাশের এক্সপোর্ট ইফেক্ট (Export Effect) এ গিয়ে ফ্লাস (.SWF), এনিমেটেড জিফ (.GIF), ভিডিও সহ বেশ কয়েকটি ফরম্যাটে সেভ করতে পারবেন।
অথবা File-Export Movie তে গিয়েও সেইভ করতে পারবেন।
সেভ হওয়ার সময় এরকম দেখাবে।
একটি জরুরি কথা ব্যাক্তি “আসিফ-উদ-দৌলাহ্” এর অবসর খুব কম। তাই খুব অল্প সময় নিয়ে আমাকে টিউন করতে হয়। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও আরও ব্যাপক আলোচনায় যেতে পারি না। আপনার যেখানে খটকা লাগবে জানাবেন। ১০০% উত্তরের নিশ্চয়তা দিচ্ছি।
আপনারা এতো কৃপন কেনো বলুন তো? সহযে টিউমেন্ট করেন না!!!
কষ্টকরে আমার এই টিউনটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা।
আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মা ও বাংলা ভাষার কাঙ্গাল
আবারো একটা জোস টিউন ।