ছবি নিয়ে কাজ করার চমৎকার একটি সফটওয়্যার:: নিজের ছবি দিয়েই শুরু করুন :: পানির মত সহজ!!!

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্‌র অশেষ রহমতে সবাই ভালো আছেন।

আমি আপনাদের কিভাবে ফ্রেম এ ছবি যুক্ত করতে হয় এবং ফ্রেম কালেকশনের ২টি উপর টিউন উপহার দিয়েছিলাম। আজ দিচ্ছি একটি ইমেজ নিয়ে চমৎকার কাজ করা যায় এমন একটি সফটওয়্যার। সফটওয়্যারটির নাম ফানি ফটো মেকার। এই জাতীয় সফটওয়্যারগুলো মূলত রেডিমেট। তাতে কি হয়েছে? কাজ তো অসাধারণ। আর যাদের গ্রাফিক্স ডিজাইন শেখার দারুন আগ্রহ তারা এই সফটওয়্যারটি দিয়ে শুরু করতে পারেন। ফানি ফটো মেকার দিয়ে তৈরি করা ছবি ফেসবুক বন্ধুদের উপহার দিয়ে চমকে দিতে পারেন। আগের টিউনগুলোয় আমার কাছে অনেকে মর্ডাণ ছবির ফ্রেম চেয়েছিলেন। তারা এই সফটওয়্যারটি দেখে মতামত জানালে খুশি হবো। এরপরে আরও নতুন নতুন কিছু ফ্রেমের সফটওয়্যার নিয়ে হাজির হবো। অপেক্ষায় থাকুন।

সফওয়্যারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

Free Download এ ক্লিক করুন।

ডাউনলোডকৃত ফাইলটির উপর ডাবল ক্লিক করলে ফানি ফটো মেকার সফটওয়্যারটি ইন্সস্টল হওয়া শুরু করবে। Next এ ক্লিক করুন।

Install এ ক্লিক করুন।

ইন্সস্টল শেষে Finish এ ক্লিক করুন।

ফানি ফটো মোকার (Funny Photo Maker) সফটওয়্যারটির এরকম চেহারা দেখতে পাবেন।

(১) "+" এ ক্লিক করে আপনার পছন্দ মতো যে কোনো ছবি ওপেন করা যাবে।

(২) ডান পাশে গ্যালারীর মধ্যে অনেকগুলো ফ্রেম এর স্টাইল দেখতে পাবেন যে স্টাইলটি ভালোলাগবে তার উপর ডাবল ক্লিক করুন।

আমি একটা ছবি ওপেন করেছি। দেখুন তো কেমন হয়েছে!!!

(১) Output এ ক্লিক করলে চমৎকার একটি প্রিভিউ দেখতে পাবেন।

(২) Export এ ক্লিক করে ছবিটি কোথায় সেইভ করতে চান তা ঠিক করে দিন। তারপর Export এ ক্লিক করুন।

ছবিটি ঠিকঠাক মতো সেইভ হলে এই কনফারমেশন ম্যাসেজটি দেখতে পাবেন। ওকে করুন।

আমার সেইভ করা ছবিটির দশা এমন হয়েছে।

ফানি ফটো মেকারে কজ করে এর সাফল্যগাঁথা কিংবা ব্যার্থতা আমাকে জানাবেন।

কষ্টকরে আমার এই টিউনটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা।

Level 2

আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মা ও বাংলা ভাষার কাঙ্গাল


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শেয়ার করার জন্য ধন্যবাদ।

খুব সুন্দর হয়েছে কিন্তু ঘন ঘন টিউন চাই।

Level 0

nice tune!

ধন্যবাদ। আশাকরি নিয়মিত ভাল মানের টিউন উপহার দিবেন।

ধন্যবাদ

somoy kore download korbo.Tune er jonno dhonnobad.

জটিল টিউন! এখন ট্রাই করুম না, ঘুম পাইছে। কালকে ট্রাই করুম। 🙂
সফটওয়্যারটা কী ফ্রি? জানতে পারলে ভাল লাগত 😀

চরম সফটওয়্যার দিয়েছেন! সেইরকম মজা পাইছি 😆
আপনি ডাউনলোড লিঙ্কটা পরিবর্তন করে এটা দিন। ওয়েবসাইটের বিচ্ছিরি ডাউনলোড ম্যানেজার লাগবে না, ডিরেক্ট লিঙ্ক। শুধু ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে 😀
ধন্যবাদ 🙂

অনেক ধন্যবাদ।

ডাউনলোড করতে পারলাম না।

    @আব্দুর রব: চেষ্টা করুন পারবেন নতুবা নিওফাইটের রাজ্যে একটা টিউমেন্টে আর একটা লিংক দিয়েছে ওখান থেকেও ডাউনলোড করতে পারেন।

ধন্যবাদ ভাইয়া এত সু্ন্দর একটা টিউন করার জন্য।কিন্তু ভাইয়া ঐ ডাউনলোড করা ফাইলে নতুন ফ্রেম কোথায় পাবো।জানালে উপকার হবে।