আসস্লামুয়ালিকুম। 🙂
আমি সাধারনত বেসিক জিনিস গুলি নিয়ে নতুন দের জন্য খুব সহজ করে টিউন করার চেষ্টা করি!
কিন্তু আজ হাল্কা পুল্কা একটু অ্যাডভাঞ্চ কাজ নিয়ে টিউন করলাম!!! কারণ অনেকেই বলে অই সব নাকি বাচ্চা পুলাপাইন ও পারে!! 😀 আজ যে কাজটি করব কাজটি খুব ই মজার 😀
যেই ছবিতি আমরা তৈরি করতে যাচ্ছি ছবিটি দেখতে হবে ঠিক এই রকম।
এই ছবিটি তৈরি করতে যে ছবি গুলি লাগবে টা নিচে দিলাম, ছবি গুলি আগে সেভ করে নিন
Photo1:
photo 2:
আর লাগবে আপনার একটি ছবি 😀
তো আসুন শুরু করা যাকঃ
STEP1 :
প্রথমে একটি নতুন ফাইল ওপেন করুন, Width =675 px Height= 1000 px
STEP 2:
Photo 1 টি Copy করে New File এ Paste করুন।
STEP 3:
Layer>>New>>Layer থেকে নতুন একটি লেয়ার তৈরি করুন। Brush Tool(B) Select করে উপরের Brush Option থেকে একটা সফট ব্রাশ নিন। তারপর Black Color দিয়ে এই লেয়ার এর উপর উপর নিচের মত করে কালার দিন।
STEP 4:
Layer>> Layer Style>> Blending Option থেকে Blend Mode এ overlay সেট করুন।
তাহলে ছবিটি দেখতে নিচের মত হবে।
STEP 5:
এই বার আপনি আপনার ছবিটি Open করুন . Pen Tool(P) দিয়ে কেটে এই ফাইলে পেস্ট করে দিন.এই খানে আমি একজন Dancer ইমেজ নিয়েছই.
TO BE CONTINUED.........................
আজ এই পর্যন্তই চেষ্টা করুন।
কোন সমস্যা হলে আমাকে জানাবেন।
😀 ভালো থাকবেন। আল্লাহ হাফেয।
আমি Color Splash Turturi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব ভাল হচ্ছে। চালিয়ে যান।