বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্র অশেষ রহমতে সবাই ভালো আছেন।
আমি আপনাদের উদ্দ্যেশে কিছু ইলুশন ছবি দিয়েছিলাম। তখন আমি কথা দিয়েছিলাম ইলুশন ছবি কিভাবে তৈরি করতে হয় তা শিখাবো। কিন্তু কিছু কিছু ইলুশন ছবি তৈরি করতে গেলে আর্ট (ছবি আঁকা) জানা ফরজ।
আমার একটা অনুযোগ হল, আমি ইলুশন ছবি নিয়ে টিউন করার পর সনামধন্য একটি ব্লগ সাইটে দেখি অন্যকেউ ইলুশন ছবির কালেকশন নিয়ে কেউ একজন পোস্ট দিয়েছেন। এতো বেশী খারাপ লাগতো না যদি এই ছবিগুলো আমার কালেকশনের বাইরের হতো কিংবা মৌলিক হতো। আমি ঐ নকল কারির লিংক দিতে চাই না। আমি মনেপ্রাণে বিশ্বাস করি মৌলিকতা ছাড়া কেউ বেশিদিন স্থায়ী হতে পারে না। আর চোর তো চোরই। ওদের নিয়ে আমি মাথা ঘামাতে চাই না। আমি টেকটিউনস এর উদ্দ্যেশে যে টিউন করি তা আমার অন্যকোনো ব্লগে পোস্ট করি না। কিংবা কোনোটার সাথে কোনোটার না পারা সত্ত্বে লিংক দেই না।
টেকটিউনসের মোহে আমি বিভোর এর একমাত্র কারণ টেকটিউনস কমিউনিটির সবাই আমার কাছে আশা করে। বেশি বেশি চায়। এরই নাম ভালোবাসা ও মায়া। আমি টেকে আসক্ত!!!
বিশ্বাস করুন আমি যশ চাইনা, খ্যাতি চাইনা, প্রতিষ্ঠা চাই না শুধু আপনাদের ভালবাসা চাই। যখন কেউ আমার টিউনে কমেন্ট করে তখন আমার মন আনন্দে আত্মহারা হয়ে যায়।
এই টিউনটি আমি সিরিজ (চেইন টিউন) আকারে চালাতে চাই। এবং এজন্য সবার আগে দরকার আপনাদের সমর্থন।
যা হোক, কাজটি শুরু করা যাক-
ফপোশপে গিয়ে যেকোনো একটি পোট্রেট ছবি ও একটি নতুন (File-New অথবা কী-বোর্ড থেকে কন্টোল চেপে ধরে ফাঁকা যায়গায় ডাবল ক্লিক অথবা Ctrl +N) ফাইল নিন। নতুন ফাইলটির ব্যাকগ্রাউন্ড অবশ্যই কালো (Black) হতে হবে।
ছবিটি ইনভের্ট (আমরা যাকে নেগেটিভ বলি) করে দিন (Image-Adjustment-Invert) । একদম সহযে করতে Ctrl+I ব্যবহার করুন।
ছবিটি কালো ব্যাকগ্রাউন্ডের নতুন ফাইলটির একপাশে বসিয়ে ফেলুন। ছোট বড় করতে অসুবিধা হলে Ctrl+T ব্যাবহার করতে পারেন।
ছবির ব্যকগ্রউন্ডটি মুছে দিলে ভাল। তবে না মুছলেও অসুবিধা নেই। ছবির পাশাপাশি ছবির সাইজের সমান (একটু এদিক সেদিক হলেও সমস্যা নেই) রিক্টেঙ্গেল টুল থেকে একটি সাদা ঘর বানান। অনেকটা সিনেমার পর্দার মত।
এবার শুধু ছবির মিডলে একটা সাদা গোলাপী অথবা হলুদ বিন্দু বসিয়ে দিন। Brush Tool দিয়ে বিন্দুটি বসাতে পারেন।
ব্যাস হয়ে গেছে। অনুরোধ করছি ছবিটির হলুদ বিন্দুটির দিকে একনাগারে ২০ থেকে ৩০ সেকেন্ড তাকিয়ে সাদা পর্দাটির দিকে তাকান। এখানে আমি আমার ৮বছর আগে তোলা একটি ছবি ব্যবহার করেছি। ২০ থেকে ৩০ সেকেন্ড তাকিয়ে সাদা পর্দাটির দিকে তাকিয়ে না থাকলে কিন্তু আমার এবং আপনার পরিশ্রমই বিফল!!!
আমি ফটোশপ দিয়ে দেখালাম। আপনি চাইল পেইন্ট সহ অন্যান্য সস্তা সফটওয়্যার দিয়েও তৈরি করতে পারেন। তবে থিম ঠিক থাকতে হবে। এরকম ছবি প্রিন্ট করে দেখলেও একই ফল পাওয়া যাবে।
কষ্টকরে আমার এই টিউনটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা।
আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মা ও বাংলা ভাষার কাঙ্গাল
মজা পেয়েছি। চালিয়ে যান।