ঝটপট আপনার ছবি দিয়েই তৈরি করুন ইলুশন ইমেজ :: মাত্র ৫মিনিটে!!!

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্‌র অশেষ রহমতে সবাই ভালো আছেন।

আমি আপনাদের উদ্দ্যেশে কিছু ইলুশন ছবি দিয়েছিলাম। তখন আমি কথা দিয়েছিলাম ইলুশন ছবি কিভাবে তৈরি করতে হয় তা শিখাবো। কিন্তু কিছু কিছু ইলুশন ছবি তৈরি করতে গেলে আর্ট (ছবি আঁকা) জানা ফরজ।

আমার একটা অনুযোগ হল, আমি ইলুশন ছবি নিয়ে টিউন করার পর সনামধন্য একটি ব্লগ সাইটে দেখি অন্যকেউ ইলুশন ছবির কালেকশন নিয়ে কেউ একজন পোস্ট দিয়েছেন। এতো বেশী খারাপ লাগতো না যদি এই ছবিগুলো আমার কালেকশনের বাইরের হতো কিংবা মৌলিক হতো। আমি ঐ নকল কারির লিংক দিতে চাই না। আমি মনেপ্রাণে বিশ্বাস করি মৌলিকতা ছাড়া কেউ বেশিদিন স্থায়ী হতে পারে না। আর চোর তো চোরই। ওদের নিয়ে আমি মাথা ঘামাতে চাই না। আমি টেকটিউনস এর উদ্দ্যেশে যে টিউন করি তা আমার অন্যকোনো ব্লগে পোস্ট করি না। কিংবা কোনোটার সাথে কোনোটার না পারা সত্ত্বে লিংক দেই না।

টেকটিউনসের মোহে আমি বিভোর এর একমাত্র কারণ টেকটিউনস কমিউনিটির সবাই আমার কাছে আশা করে। বেশি বেশি চায়। এরই নাম ভালোবাসা ও মায়া। আমি টেকে আসক্ত!!!

বিশ্বাস করুন আমি যশ চাইনা, খ্যাতি চাইনা, প্রতিষ্ঠা চাই না শুধু আপনাদের ভালবাসা চাই। যখন কেউ আমার টিউনে কমেন্ট করে তখন আমার মন আনন্দে আত্মহারা হয়ে যায়।

এই টিউনটি আমি সিরিজ (চেইন টিউন) আকারে চালাতে চাই। এবং এজন্য সবার আগে দরকার আপনাদের সমর্থন।

যা হোক, কাজটি শুরু করা যাক-

ফপোশপে গিয়ে যেকোনো একটি পোট্রেট ছবি ও একটি নতুন (File-New অথবা কী-বোর্ড থেকে কন্টোল চেপে ধরে ফাঁকা যায়গায় ডাবল ক্লিক অথবা Ctrl +N) ফাইল নিন। নতুন ফাইলটির ব্যাকগ্রাউন্ড অবশ্যই কালো (Black) হতে হবে।

 

 

ছবিটি ইনভের্ট (আমরা যাকে নেগেটিভ বলি) করে দিন (Image-Adjustment-Invert) । একদম সহযে করতে Ctrl+I ব্যবহার করুন।

 

 

ছবিটি কালো ব্যাকগ্রাউন্ডের নতুন ফাইলটির একপাশে বসিয়ে ফেলুন। ছোট বড় করতে অসুবিধা হলে Ctrl+T ব্যাবহার করতে পারেন।

 

 

ছবির ব্যকগ্রউন্ডটি মুছে দিলে ভাল। তবে না মুছলেও অসুবিধা নেই। ছবির পাশাপাশি ছবির সাইজের সমান (একটু এদিক সেদিক হলেও সমস্যা নেই) রিক্টেঙ্গেল টুল থেকে একটি সাদা ঘর বানান। অনেকটা সিনেমার পর্দার মত।

 

 

এবার শুধু ছবির মিডলে একটা সাদা গোলাপী অথবা হলুদ বিন্দু বসিয়ে দিন। Brush Tool দিয়ে বিন্দুটি বসাতে পারেন।

 

ব্যাস হয়ে গেছে। অনুরোধ করছি ছবিটির হলুদ বিন্দুটির দিকে একনাগারে ২০ থেকে ৩০ সেকেন্ড তাকিয়ে সাদা পর্দাটির দিকে তাকান। এখানে আমি আমার ৮বছর আগে তোলা একটি ছবি ব্যবহার করেছি। ২০ থেকে ৩০ সেকেন্ড তাকিয়ে সাদা পর্দাটির দিকে তাকিয়ে না থাকলে কিন্তু আমার এবং আপনার পরিশ্রমই বিফল!!!

আমি ফটোশপ দিয়ে দেখালাম। আপনি চাইল পেইন্ট সহ অন্যান্য সস্তা সফটওয়্যার দিয়েও তৈরি করতে পারেন। তবে থিম ঠিক থাকতে হবে। এরকম ছবি প্রিন্ট করে দেখলেও একই ফল পাওয়া যাবে।

কষ্টকরে আমার এই টিউনটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা।

Level 2

আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মা ও বাংলা ভাষার কাঙ্গাল


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

মজা পেয়েছি। চালিয়ে যান।

সাদা ক্যানভাসে অটো কালার করে দেয় দেখি 🙂

Level New

অনেক সুন্দর হয়েছে
keep it up

    @অপু: ধন্যবাদ। তবে একদম মন দিয়ে পুরো টিউনটি আর পিকচারটির দিকে ২০ থেকে ৩০সেকেন্ড না তাকালে অনুধাবন করতে পারবেন না।

আপনার ইলুশনের টিউন গুলি আগে পড়েছিলাম । তখন আমার মাথা চক্কর দিত । এখন আপনার থেকে শিখে অন্যের মাথা ঘুরিয়ে দেব । কি মজা !

মজা তো।কিছুদিন পরে ফটোসপ নিয়ে মাতব তখন কাজে লাগবে আপনাকে অগ্রিম ধইন্না

    @Ochena Balok: কিছুদন পরে কেন। আজ হলে দোষ কি? অন্ততপক্ষে একটা তো তৈরি করতে পারেন। আপনার প্রতি আমার বিশেষ একটা অধিকার আছে। আপনি আমার প্রতিটা টিউনে উৎসাহ যুগিয়েছেন। এখ শুরু না করার কারণ কি বলা যাবে নাকি ব্যাক্তগত কোনো সমস্যা । আপনাকে ধন্যবাদ দিলাম না। আপনাকে অগ্রিম ১০০০টা ধন্যবাদ দিয়ে দিলাম।

      @মোঃ আসিফ- উদ-দৌলাহ্: না আসলে ব্যক্তিগত সমস্যা না।পরীক্ষা শেষ হবে কাল এরপর শুরু করব,দোয়া করবেন আমার জন্য।আপ্নারা যেখানে এতটা সময় নিয়ে টিউন করেন সেখানে ধন্যবাদ দিতে কার্পণ্য করতে ইচ্ছে হয় না।আমাকে তুমি করে বললেই ভালো লাগবে,আপনাকে ১০০০০০+++ ধইন্না। 😀

        @Ochena Balok: আমার বিশ্বাস আপনি একদিন আপনি একদিন সর্বচ্চ ডিগ্রি আহরণ করতে পারবেন। লেখাপড়ায় ফাঁকি দিবেন না। এখন যেমন দেন না। শুভেচ্ছা রইল।

দারুন একটা টিউন হয়েছে।সঠিক সময়ে সঠিক টিউন।অনেকেরই আগ্রহ এখন এই জিনিসটার প্রতি এবং সবাই এখন এটা খুব সহজেই করতে পারবে।

    @প্রবাসী: ভাই। আপনাকে অভিন্দন। আমি চাচ্ছি একটু একটু করে এই টাইপের কঠির বিষয় গুলোর টিউন দিতে। কঠিন কলছি এজন্য যে এই টাইপের ছবি তে মানুষের চোখের অক্ষমতাকে কাজে লাগানো হয়। আপনার জন্য শুভ কামনা। আপনার মন্তব্য আমার অনুপ্রেরণার উৎস।

আপনার প্রোফাইল পিকচার দেখলে ও ইলুশনে পরে যাই 😛 । সুন্দর হয়েছে চালিয়ে যান।

😀 😀 😀

Level New

Photoshop ঘাটাঘাটি করতে করতে এমনিই এরকম করে দেখছিলাম একদিন , কিন্তু মাঝখানে হলুদ বিন্দু দাওয়ার কথা মাথায় আসে নাই… অনেক ধন্যবাদ আপনাকে ।

Level 0

I like your Illusion tricks…

BOSS_ photoshop ছাড়া কাজটা করা যায় না?

paint এ কিভাবে করব?

    @নাঈম the handsome: ধন্যবাদ প্রশ্নের জন্য। সাধরণ কালার ডকুমেন্ট প্রিন্টের মত করেই। তবে গ্লেসি ফটো পেপারে করলে ভাল হয়। প্রিন্ট চকচকে না হলে আসল উদ্দেশ্য ব্যহত হবে। সাইজ অবশ্যই সর্বনিন্ম ফোর আর হতে হবে।

    @নাঈম the handsome: নেগেটিভ পেইন্ট দিয়ে করা যায় না। আপনি ওয়ার্ড দিয়ে কিংবা মাইক্রসফট অফিস পিকচার এগুলো দিয়ে নেগেটিভ ইফেক্ট ব্যবহার করে পড়ে পেইন্ট এ নিয়ে এসে কাজ করুন। দুঃখিত আপমি আপনার প্রশ্টটিকে প্রিন্ট ভেবে ভুল করেছিলাম।

khub valo tune. vai apnader kach theke onek kichu janar acee. apnader janai hajaro salam.
donnobad.

I’m surprised.

    @মিরাজ: এত অল্পতে সারপ্রাইজড হলে চলবে না। নিজে কিংবা পছন্দের কোনো মানুষের ছবি দিয়ে তৈরি করে ফেলুন। সামনে আরো পর্ব আসবে তৈরি থাকুন। ধন্যবাদ