আজকে আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে Photoshop এর মাধ্যমে Papercraft Text Effect দাওয়া যায়।
১. Photoshop ওপেন করে File>New
নিচের মত new white background তৈরি করুন ।
২.♦ Select the Gradient tool ♦ Gradient tool select করুন Gradient tool settings ওপেন করুন।
৩.নিচের ছবির মত new > location গুলা ঠিক মত দিন এবং new Gradient tool টির একটি নাম দিন
৪. এখন যে Gradient tool টা তৈরি করেছেন,সেটি select করুন, ANGLE GRADIENT select করুন ।
৫. এবার যে new blank background তৈরি করেছিলেন সেখানে নিচের ছবির মত 1-2 পর্যন্ত mouse দিয়ে টেনে দিন ।
ছবিটি এবার এরকম হবে।
Text তৈরিঃ
৬. প্রথমে এই লিঙ্ক থেকে Disco Deck font ডাউনলোড করে নিন।
৭. এরপর Text tool select করুন , font size 150px এ set করুন ,letter C type করুন ।
৮. CTRL+ENTER চেপে C text টাকে release করুন ।এভাবে R,A,F,T এই টেক্সট গুলা একই ভাবে লিখুন এবং CTRL+ENTER চেপে release করুন। Layer option এ দেখবেন ৫ টি layer তৈরি হয়েছে ।
৪.এখন Move tool সিলেক্ট করে আমরা text গুলাকে একসাথে নিয়ে আসব ।Auto Select চেক করে নিন।C R A F T Text টি একসাথে নিয়ে আসুন।
৯. এবার layer settings করব । Layer option থেকে C layer টি select করুন , এবার GRADIENT OVERLAY থেকে Layer Effects popup menu select করুন ।
১০. নিচের ছবির মত এক এক করে হুবুহু option গুলা দিন । কিন্তু সব না দাওয়া পর্যন্ত OK দিবেন না ।
১১. এবার STYLE option এ select করে New Style এ select করে একটি নাম দিন ।
১২. প্রত্যেক Layer এ এটি দিতে ঐ Layer টি select করে STYLE থেকে আপনার তৈরি new style টি দিন।
এখন ছবিটি দেখতে এরকম হবে ।
এভাবে effect তৈরি করতে পারবেন। এখন চাইলে আপনি effect টাকে আরও সুন্দর করতে পারেন ।
১৩.যেকোন একটি Layer এ select করুন(আমি R layer টিতে select করলাম) ,Gradient Overlay ওপেন করুন।
১৪.প্রথমে Angle -90 দিন ছবিটি একরকম হবে। আবার Angle +90 দিলে আরেক রকম হবে।
এভাবে আপনার effect টিকে অনেক ভাবে পরিবর্তন করতে পারবেন।
Effect তৈরি করা শেষ ।
১৫.এই effect এ color দিতে চাইলে, যেকোনো Layer এ select করুন, Solid color থেকে Color #FFA200 দিন ।
১৬.এরপর Layer Palette থেকে Soft Light select করুন
এবার আপনার তৈরি Effect টি দেখতে এরকম হবে
এভাবে আপনি বিভিন্ন Font / Color ব্যাবহার করে Effect তৈরি করতে পারেন ।
আমার তৈরি Effect টি নিচে দিলাম
কেমন হয়েছে/ কোন ভুল থাকলে Comment এ জানাবেন। ধন্যবাদ।
Facebook এ আমি : Emran Imam
আমি এমরান ইমাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 78 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Jottil