আসস্লামুয়ালিকুম। 😀
আজ দেখাব কিভাবে আপনার ছবিতে কালার ইফেক্ট তৈরি করবেন। আপনার সাধারন ছবিতেও অসাধারন একটা ভাব ফুটে উঠবে। 😀 একটা কথা প্রথমেই বলে রাখি টিউটরিয়াল দেখার সাথে সাথে কাজ করলে বেশি মজা পাবেন।
তো আসুন দেখা যাক কিভাবে কাজ টি করা যায় 😀
STEP 1:
প্রথমে দেখে শুনে আপনার সুন্দর একখান ছবি নিন। আমি নিচের ছবি টি নিলাম
এবার Image>>Adjustments>>Color Balance এ যেয়ে নিচের ছবি গুলির মত সেটিং দিন ।
Photo1:
এ বার আপনার ছবি টি দেখতে হবে এই রকম। আপনি চাইলে আপনার পছন্দ মত সেটিং দিয়েও দেখতে পারেন।
STEP 3:
আপনি চাইলে আপনার ছবির Brightness বাড়াতে পারবেন।
Image>>Adjustments>>Curves থেকে নিচের ছবির মত সেটিং দিতে পারেন।
তাহলে আপনার ছবি উজ্জ্বল হবে।
কাজ শেষ 😀
খুব ই সহজ কিন্তু অনেক Effective .
ভালো লাগলে জানাবেন।যদি আপনাদের কিছু জানার থাকে তাও জানাবেন 😀
আর কেউ পারলে আমাকে একটু হেল্পান!!! কারণ আমি আমার প্রোফাইল এর স্ট্যাটাস আপডেট করতে পারছি না 🙁
ভালো থাকবেন। হাসি খুশি থাকবেন। 😀
আল্লাহ হাফেজ।
আমি Color Splash Turturi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Color Splash Turturi ভাই আমি আপনার সবগুলো টিউন ভালা ভাবে শিখেছি আমার কাছে অনেক সুন্দর লেগেছে। এ রকম অনেক সুন্দর সুন্দর ফটোশপ এর উপর টিউন করবেন। আপনার ভবিষ্যত উজ্জল হউক ধন্যবাদ।